বাংলাদেশ সৃষ্টিতে ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব কতটুকু বলে তুমি মনে কর?

অথবা, তুমি কি মনে কর ১৯৫৪ সালের নির্বাচন পাকিস্তানের ভাঙন ত্বরান্বিত করেছিল?
উত্তরা৷ ভূমিকা :
১৯৫৪ সালের নির্বাচন পাকিস্তান সৃষ্টির পর প্রথম নির্বাচন। পূর্ব বাংলার মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন যুক্তফ্রন্ট ২৩৬টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বিশ্লেষকদের মতে, ১৯৫৪ সালের নির্বাচনের ব্যালট বিপ্লব বাংলাদেশ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছিল।
বাংলাদেশ সৃষ্টিতে ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব : নিচে বাংলাদেশ সৃষ্টিতে ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করা হলো :
১. জাতীয়তাবাদের উন্মেষ : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাঙালি জাতীয়বাদের উন্মেষ ঘটে। ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের বিজয় সূচিত হয়। এ বিজয়ে উদ্দীপিত হয়ে বাঙালি জাতি ধীরে ধীরে স্বাধিকার আন্দোলনের দিকে ধাবিত হয় এবং মুক্তিসংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
২. ঐক্যবদ্ধ জনমত সৃষ্টি : পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্য প্রদর্শন করে। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের ফলে পূর্ব বাংলার জনগণ কেন্দ্রীয় সরকারের বৈষম্য নীতির তীব্র বিরোধিতার সুযোগ পায় ।
৩. যুক্তফ্রন্ট গঠন : ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল ও নেজামে উঠে ইসলাম মিলে যুক্তফ্রন্ট গঠন করে। এ ফ্রন্টের মাধ্যমে পূর্ব বাংলার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে।
৪. মুসলিম লীগের ভরাডুবি : ইসলাম রক্ষা ও পাকিস্তান রক্ষা শীর্ষক স্লোগানকে সামনে রেখে মুসলিম লীগ ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র নয়টি আসন লাভ করে। এ নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে, পূর্ব বাংলা আর পাকিস্তানের অংশ হিসেবে থাকতে চায় না।
৫. স্বতন্ত্র জাতিসত্তার জাগরণ : নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাঙালিদের দাবিদাওয়া পূরণের সুযোগ পেলেও মুসলিম লীগের চক্রান্তে এ মন্ত্রিসভা ভেঙে যায়। এতে প্রমাণিত হয় যে, পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী বাঙালিদের অধিকার দিতে নারাজ। এতে পূর্ব বাংলার জনগণ ধীরে ধীরে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠে।
উপসংহার : আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে, আর জাগরণ সৃষ্টি হয়েছিল ১৯৫৪ সালের নির্বাচনের মাধ্যমে। তাই বাংলাদেশ সৃষ্টিতে এ নির্বাচনের গুরুত্ব অপরিসীম।