বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর বর্ণনা দাও।

অথবা, প্রতিবছর বাংলাদেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ ঘটে সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের চিত্র উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
পরিবেশ সম্পর্কিত আলোচনায় প্রাকৃতিক দুর্যোগ (Natural disaster) একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। পৃথিবীর প্রত্যেকটি দেশে সবসময় কমবেশি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। সাধারণত প্রাকৃতিক দুর্যোগের ধরন বা
প্রকৃতি বহুরূপী; যথা : ভূমিকম্প, আগ্নেয়গিরির উদগীরণ, হারিকেন, টাইফুন, জলোচ্ছ্বাস, দাবাগ্নি উল্লেখযোগ্য। এসব
প্রাকৃতিক দুর্যোগের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়, ধ্বংস হয় বসতি, মারা যায় মানুষসহ অন্যান্য প্রাণী। বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগসমূহের : বাংলাদেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যায়
তার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১ বন্যা : নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অত্যন্ত ভয়াবহ এবং নিত্যনৈমিত্তিক ব্যাপার। ভৌগোলিক অবস্থান, ভূতাত্ত্বিক কাঠামো, অতি বৃষ্টিপাত, পানি নিষ্কাশনে বাধা, ভূমিকম্প, নির্বিচারে বৃক্ষ নিধন ইত্যাদি কারণে প্রায় প্রতি বছর দেশের কোন না কোন প্রান্তে বন্যা হয়েই থাকে। বিগত ১০ দশকের মধ্যে ১৯৫২, ১৯৫৪, ১৯৬৮,
১৯৭৪, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৮ ও ২০০৪ সালে এদেশে ভয়াবহ বন্যা হয়েছে। বর্তমানে এদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে বন্যা উল্লেখযোগ্য।
২. খরা : সাধারণত বৃষ্টিপাত কম হওয়ার কারণে খরার সৃষ্টি হয়। এটি একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, যা শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রায় ৬১টি জেলাতে মরুভূমি পরিস্থিতির সৃষ্টি করে।
৩. ঘূর্ণিঝড় : সাইক্লোন বা ঘূর্ণিঝড় শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লাস থেকে, যার অর্থ মাপের কুণ্ডলী। বিজ্ঞানের বিশ্লেষণ মতে, সাইক্লোন হচ্ছে নিম্নচাপ উদ্ভূত একটি এলাকা। কোন অল্প পরিসরে হঠাৎ বায়ুর উচ্চতা বৃদ্ধি পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে এবং সেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। তখন চারদিকের বায়ু কেন্দ্রের দিকে ছুটে আসে এবং ঘুরতে ঘুরতে কেন্দ্রে প্রবেশ করে। এ কেন্দ্রমুখী প্রবল বায়ুপ্রবাহকেই ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে ।
৪. জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বা চক্ষুতে বাতাসের চাপ খুব কম থাকায় কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের পানি ফুলে উঠে, যা জলোচ্ছ্বাস নামে পরিচিত। ঝড়ের ঢেউ, ঝড়ের জোয়ার ও জলোচ্ছ্বাস এ তিনটির সমন্বয়ে ঐ স্থানের বিরাট অংশ ডুবে যায়।
৫. নদীভাঙন : সীমিত ভৌগোলিক আয়তনের এদেশে নদীভাঙন একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। দেশের প্রায় সব অঞ্চলে কমবেশি নদীভাঙন চলছে। মূলত নদীর প্রবাহ পথ সংকুচিত হলে নদীভাঙনের সৃষ্টি হয়। চর অঞ্চলের মানুষের দুর্বিষহ জীবনযাপন দেখলে নদীভাঙনের ভয়াবহতা অনুধাবন করা যায়। হাজার হাজার মানুষকে গৃহহীন ও নিঃস্ব করে
দিচ্ছে এ প্রাকৃতিক দুর্যোগ নামক নদীভাঙন বিষয়টি। I
৬. ভূমিকম্প : প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ, যা স্বল্প সময়ের মধ্যেই সমগ্র অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারে। বাংলা দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকার বিলাসবহুল বহুতল ভবন প্রভৃতি অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন ভূতত্ত্ববিদগণ ।
উপসংহার : উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে পরিবেশের চরম অনাকাঙ্খিত এক দুর্বিষহ পরিস্থিতি। এ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের প্রধান সমস্যা, যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনের উপর অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলছে। মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সাধন করে নিঃস্ব করে ফেলে এ প্রাকৃতিক দুর্যোগ।
বাংলাদেশ দরিদ্র হওয়ার পশ্চাতে এটা একটা বড় কারণ বলে চিহ ্নিত করা হচ্ছে।