অথবা, বাংলাদেশে যুবকদের সামাজিক সমস্যাসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে যুবকদের সমস্যাগুলো কী কী?
অথবা, আমাদের দেশের যুবকদের প্রধান প্রধান সমস্যাগুলো কী কী?
অথবা, বাংলাদেশের যুবকদের সমস্যাগুলো সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আর উন্নয়নশীল দেশের অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক সমস্যা।বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।বাংলাদেশে নানারকম সামাজিক সমস্যা বিদ্যমান। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। যুবশক্তি হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। বাংলাদেশের যুবসমাজ নানারকম সামাজিক সমস্যায় পতিত। ফলে দেশের উন্নয়নে তারা অংশীদার হতে পারছে না। কিন্তু যুবশক্তির সমস্যা সমাধান ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই যুব সংক্রান্ত সমস্যা নির্ণয় করে তার সমাধান একান্ত জরুরি।
বাংলাদেশে যুবকদের সামাজিক সমস্যা : বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ জনশক্তি যুবক। কিন্তু বাংলাদেশের যুবসমাজ মারাত্মক সামাজিক সমস্যায় পতিত। নি েবাংলাদেশের যুবসমাজের সামাজিক সমস্যা আলোচনা করা হল :
১. কর্মসংস্থানের অভাব : কর্মসংস্থানের অভাব বাংলাদেশের যুবসমাজের প্রধান সমস্যা। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ লাখ শিক্ষিত বেকার রয়েছে। তারা বেকার থাকতে চায় না। কিন্তু কর্মসংস্থানের অভাব তাদের বেকার বানিয়ে রেখেছে। বর্তমানে কর্মসংস্থানের অভাব প্রকট থেকে প্রকটতর হচ্ছে।
২. বেকারত্ব : বেকারত্ব বাংলাদেশের যুবকদের অন্যতম সামাজিক সমস্যা। দেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা ৩০ লাখ । এছাড়া অর্ধ বেকার, মৌসুমী বেকার ইত্যাদি রয়েছে। দেশে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া জনসংখ্যা বাড়ার সাথে সাথে বেকারত্বও বেড়ে চলেছে। এছাড়া কৃষি জমি হ্রাস, জমির খণ্ড বিখণ্ডতা ইত্যাদি কারণে বেকারের সংখ্যা বাড়ছে।
৩. কারিগরি জ্ঞানের অভাব : কারিগরি জ্ঞানের অভাব বাংলাদেশের যুবকদের অন্যতম সামাজিক সমস্যা। এদেশে কারিগরি শিক্ষার অভাব রয়েছে। ফলে আমাদের দেশের যুবকরা দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারছে না। তাছাড়া প্রযুক্তি জ্ঞান ও শিক্ষার অভাব দেশের যুবসমাজকে বেকার বানিয়ে রাখছে।
৪. মাদকাসক্তি : বাংলাদেশের যুবসমাজের অন্যতম সামাজিক সমস্যা হল মাদকাসক্তি। এদেশের যুবকরা শিক্ষিত হয়ে কোন কাজ পায় না। ফলে পারিবারিক ও সামাজিকভাবে অবহেলার শিকার হয়। ফলে তারা হতাশ হয়ে পড়ে। এ হতাশা দূরীকরণের জন্য যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ে। তাছাড়া মাদকদ্রব্যের সহজলভ্যতাও নেশায় আসক্ত হওয়ার কারণ।মাদকাসক্তির কারণে তারা সর্বনাশা জীবনে প্রবেশ করে।
৫. স্বাস্থ্যহীনতা : বাংলাদেশের যুবকদের অন্যতম সামাজিক সমস্যা হল স্বাস্থ্যহীনতা। দরিদ্রতা, বেকারত্ব ও অন্যান্য কারণে যুবকরা স্বাস্থ্যহীনতায় ভোগে। তাছাড়া চিকিৎসা ও ঔষধের অভাবেও তারা স্বাস্থ্যহীনতায় ভোগে। স্বাস্থ্যহীনতা যুবকদের নিঃশেষ করে দিচ্ছে।
৬. পুষ্টিহীনতা : পুষ্টিহীনতা বাংলাদেশের যুবসমাজের অন্যতম সমস্যা। বেকারত্ব, দরিদ্রতা ইত্যাদি কারণে যুবকরা ঠিকমতো খেতে পারে না। তাছাড়া পুষ্টি জ্ঞানের অভাবও তাদের পুষ্টিহীনতার অন্যতম কারণ।
৭. যুব অসন্তোষ : বাংলাদেশের যুবকদের অন্যতম সামাজিক সমস্যা হল যুব অসন্তোষ । বাংলাদেশের যুবকরা নানা কারণে অবহেলা ও বঞ্চনার শিকার। ফলে তারা তাদের বঞ্চনার কারণে মাঝে মাঝে অসন্তোষ প্রকাশ করে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, গাড়ি ভাংচুর ইত্যাদি কাজের মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করে থাকে।
৮. রাজনৈতিক লেজুরবৃত্তি : বাংলাদেশের যুবকদের অন্যতম সামাজিক সমস্যা হল রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করা। সাধারণত রাজনৈতিক দলের নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য যুবসমাজকে ব্যবহার করে। বেকার যুবকরাও সামান্য স্বার্থের কারণে রাজনৈতিক নেতাদের কথামতো চলে। ফলে দলাদলি, বিশৃঙ্খলা, মারামারি ইত্যাদি কাজে তারা অংশগ্রহণ করে।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বিধায় এদেশে সামাজিক সমস্যা থাকবে। তবে একথাও মনে রাখতে হবে যে, যুবসমাজ হচ্ছে যে কোন দেশের উন্নয়নের চালিকাশক্তি।তাই কোন দেশের উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করতেই হবে।