উত্তর ঃ ভূমিকা ঃ যুবকদের কল্যাণ সাধনের মাধ্যমেই দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। বাংলাদেশে যুবকদের বেশ কিছু
সমস্যা রয়েছে। যার কারণে তারা সহজেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারছে না। তাই সমাধান নিশ্চিতকল্পে সরকারকে অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
১২ এসব সব সমস্যাগুলোর যথার্থ
→ বাংলাদেশে যুবকদের সমস্যাসমুহ ঃ বাংলাদেশে যুবকদের কিছু জটিল সমস্যাদি রয়েছে। যা নিম্নরূপ :
১. অপসংস্কৃতির কবলে যুবকদের নৈতিক অধঃপতন ধর্মহীনতার সৃষ্টি।
২. দায়িত্ব ও কর্তব্যবোধ, সময়নিষ্ঠা ও শৃঙ্খলার অভাব।
৩. সমসাময়িক চেতনার অভাব।
৪. যুবকদের গুষ্টি ও স্বাস্থ্যহীনতার দরুন কর্মে উৎসাহ ও উদ্দীপনার হ্রাস অবস্থা
৫. দারিদ্র্যর কারণে করুণ জীবনযাপন।
৬. রাজনৈতিক অঙ্গনে কুকর্ম সম্পাদনে নিযুক্ত হওয়া।
৭. বিচ্ছেদ ও বন্ধনহীনতার পরিবেশে অবস্থান করা।
৮. বেকারত্বকে বরণ ও এ থেকে উদ্ভূত সমস্যার সম্মুখীন হওয়া।
৯. মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থতার দরুন যুবকদের অসন্তোষ প্রকাশ ।
১০. বহু যুবকের নিরক্ষরতার অধীনে থাকা ।
…
১১. কুসংস্কারাচ্ছন্ন ও সংকীর্ণ মানসিকতার ফলশ্রুতি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ না নেওয়া।
১২. অশ্লীল চলচ্চিত্রের মাধ্যমে অসামাজিক কার্যকলাপে উদ্বুদ্ধ হওয়া।
১৩. কারিগরি জ্ঞান ও প্রযুক্তির ছোঁয়া থেকে বঞ্চিত হওয়া।
১৪. লক্ষ্যহীনভাবে জীবন পরিচালনা করা।
১৫. সামাজিক বিশৃঙ্খলার জন্মদান ও উচ্ছৃঙ্খলভাবে চলাফেলা করা।
১৬. অনুকরণীয় আদর্শের অভাব বিরাজ করা।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, যুবসমাজ আমাদেরই প্রাণশক্তি হিসেবে গণ্য হয়। যুবকদের উন্নয়নে সমস্যা থাকবেই । সুতরাং, সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সাথে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত নিরসন সাধন করতে হবে।