বাংলাদেশে মৌল মানবিক চাহিদার উপর পরিবার ব্যবস্থার ভূমিকা আলোচনা কর।

অথবা, বাংলাদেশে মৌল মানবিক চাহিদার উপর পরিবার ব্যবস্থার প্রভাব আলোচনা কর।
অথবা, মৌল মানবিক চাহিদা পূরণে পরিবারের ইতিবাচক প্রভাব বর্ণনা কর।
অথবা, মৌল মানবিক চাহিদা পূরণে পরিবারের অবদান বর্ণনা কর।
অথবা, সংক্ষেপে মৌল মানবিক চাহিদা পূরণে পরিবারের অবদানসমূহ বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ জন্মগ্রহণ করে, বড় হয়, বংশবৃদ্ধি করে। অর্থাৎ জন্মের পর হতে মানুষ ধারাবাহিকতার মধ্য দিয়ে তার জীবন শেষ করে। আর যে কোন প্রাণীকেই জীবনধারণের জন্য খাদ্য গ্রহণ করতে হয়। মানুষও এর ব্যতিক্রম নয়। অন্যদিকে মানুষ সামাজিক জীব। সুতরাং মানুষের জীবনধারণ ও সামাজিকতা রক্ষার জন্য তাকে নানারকম চাহিদা পূরণ করতে হয়। এসকল চাহিদা পূরণ ছাড়া মানুষ সমাজে বাস করতে পারে না।মানুষের অত্যাবশ্যকীয় এ সকল চাহিদাসমূহকেই মৌল মানবিক চাহিদা বলে। মৌল মানবিক চাহিদা পূরণ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে পরিবার ব্যবস্থা অন্যতম।
মৌল মানবিক চাহিদা পূরণে পরিবার ব্যবস্থার ভূমিকা : বাংলাদেশ উন্নয়নশীল দেশ।এদেশে বেকারত্ব ও নির্ভরশীলতার হার অনেক বেশি। ফলে বাংলাদেশের পরিবার ব্যবস্থা লক্ষ্য করলে দেখা যায় এদেশে যৌথ পরিবার বেশি। কারণ নির্ভরশীলদের ভরণপোষণ পরিবারই করে থাকে।নিম্নে বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে পরিবার ব্যবস্থার ভূমিকা আলোচনা করা হল :
১. মৌলিক প্রতিষ্ঠান : পরিবার হচ্ছে মানুষের সবচেয়ে পুরাতন ও আদি মৌলিক প্রতিষ্ঠান। মানুষ পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারে বড় হয়, পরিবারেই মৃত্যুবরণ করে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কর্মকাণ্ড পরিবারের মাধ্যমেই সম্পন্ন হয়। ফলে মানুষের চাহিদাসমূহও পরিবারের মাধ্যমেই পূরণ হয়।
২. সামাজিক নিরাপত্তা বিধান করে পরিবার : মানুষ প্রাথমিক পর্যায়ে পরিবারে জন্মগ্রহণ করে। তখন পরিবার তার সামাজিক নিরাপত্তা বিধান করে। তাছাড়া অন্যান্য দেশের মত আমাদের দেশে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পরিবারের কোন সদস্য বিপদে পড়লে তার যাবতীয় নিরাপত্তা বিধান করে পরিবার। এছাড়া পরিবার ব্যক্তির সব ধরনের চাহিদা পূরণ করে থাকে।
৩. পরিবারের ধরন : মৌল মানবিক চাহিদা পূরণ পরিবারের ধরনের উপর নির্ভর করে। যদি যৌথ পরিবার হয় তবে নির্ভরশীলদের সব চাহিদা পরিবার পূরণ করে থাকে। অন্যদিকে, একক পরিবার হলে তা সম্ভব হয় না। আমাদের দেশে
যৌথ পরিবার বেশি দেখা যায়। তাই পরিবারের সব সদস্যদের চাহিদা যৌথ পরিবার পূরণ করে থাকে।
৪. নির্ভরশীলদের চাহিদা পূরণের ক্ষেত্রে : বাংলাদেশে বেকারত্ব ও নির্ভরশীল জনসংখ্যা বেশি। এছাড়াও এদেশে পঙ্গু, এতিম, বিধবা, বৃদ্ধ ইত্যাদির জন্য কোন সরকারি প্রতিষ্ঠান নেই। এসব লোকও পরিবারের উপর নির্ভরশীল। পরিবার
তাদের সব ধরনের চাহিদা পূরণ করে থাকে। তাই এসব নির্ভরশীল লোকদের মৌল মানবিক চাহিদা পূরণে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৫. শিক্ষার সুযোগ সৃষ্টি : বাংলাদেশে সাধারণত যৌথ পরিবার বেশি। তাই যৌথ পরিবারের প্রধান হন বয়স্ক ব্যক্তি।তাঁর কথা পরিবারের সবাই মেনে চলে। অন্যদিকে, ছোট শিশুর প্রাথমিক শিক্ষা লাভ পরিবারের মাধ্যমেই হয়ে থাকে।
৬. পারিবারিক সম্পদ বৃদ্ধি : বাংলাদেশে পরিবার ব্যবস্থায় দেখা যায় পরিবার প্রধানরাই ভূমিকা পালন করে থাকে।তবে পরিবারের সব সদস্যই পারিবারিক সম্পদ’ বৃদ্ধির জন্য সচেষ্ট থাকে। লক্ষ্য একটাই পারিবারিক সম্পদ বৃদ্ধি হলে মৌল মানবিক চাহিদা পূরণ সহজ হবে।
৭. সম্পদের ব্যবহার : বাংলাদেশের পরিবারগুলো তাদের আয় বৃদ্ধির জন্য পারিবারিক সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করে। কারণ পারিবারিক সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জিত হয়। আর আয় বাড়লে মৌল মানবিক চাহিদা পূরণ হয় সহজেই। তাছাড়া রাষ্ট্রীয় সম্পদও বৃদ্ধি পায়।
৮. কৃষি উৎপাদন বৃদ্ধি : বাংলাদেশ মূলত কৃষিপ্রধান দেশ। তাই কৃষি উৎপাদন বৃদ্ধির উপর আমাদের মৌল মানবিক চাহিদা পূরণ নির্ভর করে। আমাদের দেশে যৌথ পরিবার ব্যবস্থা বেশি লক্ষ্য করা যায়। পরিবারের সব সদস্যই কৃষি কাজে
সহায়তা করে থাকে। ফলে কৃষি উৎপাদন বাড়ে। এর ফলে মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ হয়।
উপসংহার : উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। নানা সমস্যার কারণে রাষ্ট্রীয়ভাবে মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তেমন কোন ব্যবস্থা নেই। তবে পরিবার তার প্রতিটি সদস্যের মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে সবরকম সহযোগিতা করে আসছে সুদূর প্রাচীনকাল থেকে। তাই বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।