অথবা, বাংলাদেশে মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ না হওয়ায় সমাজে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে তা বর্ণনা কর।
অথবা, জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ না হলে কী সমস্যা হতে পারে বলে তুমি মনে কর।
অথবা, মৌল মানবিক চাহিদা পূরণ না হলে সমাজে যে সকল সমস্যা সৃষ্টি হয় তা বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : মানুষ সৃষ্টির সেরা জীব। সুতরাং জীবনধারণ, বংশবিস্তার ও সামাজিকতা রক্ষার জন্য মানুষের কিছুকিছু জিনিস খুবই প্রয়োজন। এগুলোকে বলা হয় মৌল মানবিক চাহিদা। এ মৌল মানবিক চাহিদা সর্বজনীন। অর্থাৎ বিশ্বের সবদেশে একইরকম। বাংলাদেশেও মৌল মানবিক চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশ গরিব ও ছোট দেশ, মাথাপিছু আয় কম, বেকারত্ব বেশি, অধিক জনসংখ্যা ও অন্যান্য কারণে বাংলাদেশে মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না। বাংলাদেশে মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ না হওয়ার জন্য কিছুকিছু সমস্যাবলি তৈরি হচ্ছে যা আমাদের উন্নয়নে বাধার সৃষ্টি করছে।
সমস্যাবলি : বাংলাদেশ অনুন্নত ও ছোট দেশ। দীর্ঘদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল এদেশ। তাছাড়া অতিরিক্ত জনসংখ্যা, বেকারত্ব, অশিক্ষা, দারিদ্র্যতা চ্যাদির কারণে এদেশে মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না। এর ফলে সামজে নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে। নিম্নে সেসব সমস্যাবলি আলোচনা করা হল :
১. পুষ্টিহীনতা : খাদ্য অন্যতম মৌল মানবিক চাহিদা। কিন্তু পরিমাণগত খাদ্যের অভাবে বাংলাদেশে পুষ্টিহীনতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতিবছর ২০ লক্ষ টন খাদ্য আমদানি করতে হয়। তাছাড়া সুষম
খাদ্যের অভাব তো রয়েছেই। ফলে বাংলাদেশের মানুষের মধ্যে পুষ্টিহীনতা সৃষ্টি হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে এদেশের শতকরা ৮০জন শিশুই পুষ্টিহীতার শিকার।
২. স্বাস্থ্যহীনতা : স্বাস্থ্য অন্যতম মৌল মানবিক চাহিদা। কিন্তু বাংলাদেশে এ চাহিদা পূরণ হচ্ছে না। কারণ এদেশের জনসংখ্যার তুলনায় হাসপাতাল, ডাক্তার ও নার্স এবং ওষুধপত্রের সংখ্যা খুবই কম। ফলে মানুষের মধ্যে স্বাস্থ্যহীনতা দেখা দিচ্ছে। আর স্বাস্থ্যহীন ব্যক্তি দেশ ও সমাজের বোঝাস্বরূপ।
৩. বস্তি সমস্যা : বাসস্থান অন্যতম মৌল মানবিক চাহিদা। কিন্তু বাংলাদেশে বাসস্থান সমস্যা অত্যন্ত প্রকট প্রতিবছর ২২ লক্ষ লোকের জন্য অতিরিক্ত বাসস্থানের প্রয়োজন পড়ে। কিন্তু এত লোকের বাসস্থানের চাহিদা মিটানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে শহর অঞ্চলে এ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। ফলে বস্তি তৈরি হচ্ছে। আর বস্তি শহরের নানারকম সমস্যা তৈরি করছে।
৪. শিক্ষাহীনতা : শিক্ষা মানুষের অন্যতম মৌল মানবিক চাহিদা। কিন্তু বাংলাদেশে এ চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না। এদেশের ৪৬% লোক এখনও নিরক্ষর। শিক্ষাহীনতার কারণে সমাজে অন্যান্য সমস্যা সৃষ্টি হচ্ছে।
৫. দরিদ্রতা বৃদ্ধি : মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে বাংলাদেশে দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যেসব জনগণ মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না, তারা আয় থেকে একেবারে বঞ্চিত। ফলে তারা দিন দিন গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছে।
৬. ভিক্ষাবৃত্তি বৃদ্ধি : মৌল মানবিক চাহিদাগুলো এমনই যে, মানুষ বৈধ উপায়ে এগুলো পূরণ করতে ব্যর্থ হলে অবৈধ উপায়ে তা পূরণের চেষ্টা চালায়। সেজন্য যারা খাদ্যের চাহিদা মিটাতে পারছে না তারা ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছে।ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৭. বস্ত্র সমস্যা : বস্ত্র অন্যতম মৌল মানবিক চাহিদা। কিন্তু আমাদের দেশে বস্ত্র চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না।কারণ এদেশের জনগণের চাহিদা অনুযায়ী বস্ত্র উৎপাদিত হয় না। তাছাড়া প্রতিবছর বস্ত্র আমদানিতে অনেক টাকা ব্যয় হয়। ফলে বস্ত্র সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
৮. খাদ্য সমস্যা : খাদ্য মৌল মানবিক চাহিদা হলেও বাংলাদেশে এ চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না। ফলে খাদ্য সংকট তৈরি হচ্ছে । খাদ্যের অভাবে মানুষ অনাহারে, অর্ধাহারে এমনকি অনেকে অখাদ্য, কুখাদ্য খেয়ে জীবনযাপন করছে।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না। মূলত বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যন্ত বেশি। যার কারণে বাংলাদেশে মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না। মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ না হওয়ার জন্য অন্যান্য সমস্যা সৃষ্টি হচ্ছে। সুতরাং সার্বিক উন্নয়নের জন্য মৌল মানবিক চাহিদা পূরণ হওয়া একান্ত জরুরি।