বাংলাদেশে নারী সম্পর্কিত সামাজিক সমস্যাগুলো আলোচনা কর।

অথবা, নারী সম্পর্কিত বাংলাদেশের সামাজিক সমস্যার বিস্তারিত আলোচনা কর।
অথবা, বাংলাদেশে নারীদের সমস্যাগুলো কী কী?
অথবা, আমাদের দেশে নারীদের প্রধান প্রধান সমস্যাগুলো কী কী?
অথবা, নারী সম্পর্কিত সমস্যাগুলো তোমার নিজের ভাষায় লিখ।
উত্তর৷৷ ভূমিকা : মানুষ সামাজিক জীব। মানুষের মধ্যে রয়েছে আবার নারী ও পুরুষ। নারী-পুরুষ মিলে মিশে মানবসভ্যতা গড়ে তুলেছে। নারীরা সমাজেরই অংশ। সমাজ, সভ্যতা গড়ে তুলতে নারীদের অবদান রয়েছে। বর্তমানকালে পুরুষের পাশাপাশি নারীরা কর্মক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। কোন কোন ক্ষেত্রে নারীরা পুরুষদের ছাড়িয়ে গেছে। কিন্তু পুরুষ শাসিত এ সমাজে নারীদের অবদানকে বরাবরই অস্বীকার করা হয়েছে। এমন কি নারীদের পুরুষের দাস ও ভোগের সামগ্রী হিসেবে গণ্য করে তাদের পণ্যের মতো ব্যবহার করা হয়েছে। ফলে নারী সমাজের উপর নেমে এসেছে অকথ্য ও অমানবিক নির্যাতন। সমাজসভ্যতার সবকিছু থেকে নারীদের বঞ্চিত করা হয়েছে। এ কারণে সমাজে নারী সংক্রান্ত সামাজিক সমস্যাও প্রসারিত হয়েছে। কিন্তু আজ সময় এসেছে এ অবস্থা পরিবর্তনের।
বাংলাদেশে নারী সংক্রান্ত সামাজিক সমস্যা : বাংলাদেশ LDC ভুক্ত দরিদ্র দেশ। এদেশে সামাজিক সমস্যাও অত্যন্ত প্রকট। তাই পুরুষতান্ত্রিক বাংলাদেশের সমাজে নারী সংক্রান্ত সামাজিক সমস্যাও বেশি। নিম্নে এ সংক্রান্ত সমস্যাগুলো আলোচনা করা হল :
১. নারী নির্যাতন : বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৪ কোটি। এর প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অথচ নারী নির্যাতনের মত সামাজিক সমস্যা অত্যন্ত প্রকট। এদেশের পত্রপত্রিকায় প্রতিদিন যত নির্যাতনের ঘটনা প্রকাশিত হয় তার মধ্যে বেশি থাকে নারী নির্যাতন। এদেশে পারিবারিকভাবে নারীদের উপর নির্যাতন করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীদের উপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি ধর্ষণ, এসিড নিক্ষেপ, ধর্ষণের পর খুন ইত্যাদি জঘন্য নির্যাতন নারীদের উপর করা হয়। এছাড়া স্বামী কর্তৃক নির্যাতন, শ্বশুরশাশুড়ী, ননদ দ্বারা নির্যাতিত হয় এদেশের নারী সমাজ। বর্তমানে অফিস আদালত, বিশ্ববিদ্যালয় ও রাস্তাঘাটেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে।
২. বাল্যবিবাহ : নারী সংক্রান্ত অন্যতম মারাত্মক ও ক্ষতিকর সামাজিক সমস্যা হল বাল্যবিবাহ। প্রাচীনকাল হতেই এ সমস্যা দেশে চলে আসছে। অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি কারণে এখনও এদেশের গ্রাম এলাকায় ১২-১৪ বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। বিয়ের উপযুক্ত না হওয়ায় বিয়ে দেওয়াতে নারীরা সামাজিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুড়িতে বুড়ি হয়ে তাদের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। ফলে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক ক্ষেত্রে অকালে
নারী মারা যাচ্ছে। যদিও বাংলাদেশে ছেলেমেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা আছে তবে এ নিয়ম কেউ মানছে না।
৩. যৌতুক : যৌতুক বাংলাদেশে নারী সংক্রান্ত সামাজিক সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। প্রতিদিন হাজার হাজার নারী যৌতুকের শিকার হচ্ছে। অবস্থাটা এমন হয়ে গেছে যে, যৌতুক নেওয়া যেন সামাজিক নিয়ম। যৌতুক দিতে না পারলে মেয়েদের বিয়ে হয় না। ধনী ঘরের ছেলেরাও যৌতুক নিচ্ছে। যৌতুকের দাবি মেটাতে গিয়ে অনেক কন্যা দায়গ্রস্ত পিতাকে সর্বস্বান্ত হতে দেখা যাচ্ছে। এছাড়াও যৌতুকের দাবি মেটাতে কন্যা দায়গ্রস্ত পিতাকে অন্যের কাছে হাত পাততে হয়। এতে নারীদের মর্যাদা ধূলোর সাথে মিশে গেছে। সেজন্য আমাদের দেশে কন্যা সন্তান জন্ম হলে বাবা অখুশি হয়। সুতরাং যৌতুক এক ভয়াবহ সামাজিক সমস্যা।
৪. লিঙ্গ বৈষম্য : বাংলাদেশে নারীসংক্রান্ত অন্যতম সামাজিক সমস্যা হল লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য বলতে ছেলে ও মেয়েদের পার্থক্য করাকে বুঝায়। কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই মানুষ । আমাদের দেশে এখনও মেয়েদের ছেলেদের তুলনায়
কম খাদ্য খাওয়ানো হয়। মেয়েদের লেখাপড়ার জন্য অভিভাবকরা টাকা পয়সা খরচ করতে চায় না। অথচ ছেলের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে চায়। বাবার সম্পত্তিতে ছেলেদের তুলনায় মেয়েদের অর্ধেক দেওয়া হয়। এছাড়াও শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রেও লিঙ্গ বৈষম্য করা হয়।
৫. নারীদের বিরুদ্ধে সহিংসতা : নারীদের বিরুদ্ধে সহিংসতা এদেশে অন্যতম সামাজিক সমস্যা। বাংলাদেশে ক্রমেই নারীর বিরুদ্ধে সহিংসতা বেড়েই যাচ্ছে। প্রতিদিন খবরের কাগজের দিকে তাকালেই এ বিষয়টা আঁচ করা যায়। এমন কোন দিন নেই যেদিন সংবাদপত্রে এ ধরনের একাধিক সংবাদ বের না হয়। নারী নির্যাতন, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, এসিড নিক্ষেপ ইত্যাদির মত সহিংস ঘটনা বেড়েই চলেছে। পুলিশ কর্তৃক ইয়াসমিন ধর্ষণ ও হত্যা বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতার জ্বলন্ত প্রমাণ। তাছাড়া বর্তমানের গৃহপরিচালিকা নির্যাতনের ঘটনা অন্যতম প্রমাণ। তবে সরকার এসব ঘটনা রোধে আইন প্রণয়ন ও প্রয়োগ করছে।
৬. পুষ্টিহীনতা : পুষ্টিহীনতা বাংলাদেশের নারী সংক্রান্ত অন্যতম সামাজিক সমস্যা। নারীরা সংসারের সব কাজ করলেও তারা খাবার পায় কম। গ্রাম এলাকায় নারীরা পরিবারের সবার খাবার শেষে খাবার থাকলে খায়, না থাকলে খায় না। তাছাড়া ভালো খাবারগুলো পুরুষরাই খায়। গর্ভকালীন সময়ে অতিরিক্ত খাবার দরকার হলেও তারা তা পায় না। ফলে তারা পুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতায় ভোগে। অথচ উপযুক্ত চিকিৎসা পায় না।
৭. নারীর ক্ষমতায়নের অভাব : আমাদের দেশে নারীদের ক্ষমতায়নের অভাব রয়েছে। অথচ নারীর ক্ষমতায়ন ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। সরকার ও প্রশাসনে নারীদের অংশগ্রহণ কম। অবশ্য বর্তমানে নারীর ক্ষমতায়নে
সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উন্নয়নশীল দেশের অন্যতম সমস্যা হল ব্যাপক সামাজিক সমস্যা। যার কারণে এসব দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে না। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে সামাজিক সমস্যা অত্যন্ত ব্যাংক। তবে অন্যান্য সামাজিক সমস্যার তুলনায় নারী সংক্রান্ত সমস্যাগুলোই প্রকট আকার ধারণ করেছে। ফলে দেশও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তবে সরকার এসব সমস্যা সমাধানে তৎপর।