বাংলাদেশে নারীদের প্রধান প্রধান সমস্যাসমূহ আলোচনা কর।

অথবা, বাংলাদেশে নারীদের সমস্যাগুলো কী কী?
অথবা, বাংলাদেশে নারীরা কী কী সমস্যার সম্মুখীন হয়?
অথবা, তোমার মতে বাংলাদেশের নারীদের সমস্যাগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা : একটি সমাজ তথা রাষ্ট্রের মোট জনসমষ্টির প্রায় অর্ধেক হল নারী। যে সমাজে পুরুষের পাশাপাশি নারীর সমান যোগ্যতা ও দক্ষতা থাকে ঐ সমাজের অগ্রগতি ও উন্নতি স্বাভাবিকভাবেই বেশি হয়। সমাজে তাই নারীকে গুরুত্ব না দিয়ে নারীর সমস্যার সমাধান না করে শুধুমাত্র পুরুষের সমস্যার উপর গুরুত্ব দিলে সমাজে কখনই ভারসাম্যপূর্ণ এবং সুষম উন্নয়ন সম্ভব নয়। তাই নারীর সমস্যা এবং তা মোকাবিলাকরণের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে জাতীয় কর্মসূচি ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
বাংলাদেশে নারীদের প্রধান প্রধান সমস্যা : তৃতীয় বিশ্বের (মতান্তরে চতুর্থ বিশ্বের) একটি দেশ হিসেবে জনসংখ্যাবহুল এই বাংলাদেশের সমাজে বহুবিধ সমস্যা বিদ্যমান। এক্ষেত্রে নারীসমাজের অবস্থা পুরুষের তুলনায় আরও করুণ। আমাদের দেশের নারীদের প্রধান প্রধান সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হল :
১. দারিদ্র্য : বাংলাদেশের নারীদের একটি অন্যতম প্রধান সমস্যা হল দারিদ্র্য। দারিদ্র্য হল এমন একটি নেতিবাচক অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় একজন মানুষ/ব্যক্তির আয় অত্যন্ত কম থাকে। ফলে সে তার মৌল মানবিক চাহিদা পূরণে সমর্থ হয় না। যেমন- জাতিসংঘের মতে, ঐ ব্যক্তি হল দরিদ্র যার দৈনিক আয় ১ ডলারের কম। ২০০০ সাল নাগাদ আমাদের দেশে চরম দারিদ্র্য ১৯.৯৮ এবং অনপেক্ষ দারিদ্র্য ৪৪.৩০%।
২. বেকারত্ব : নারীদের কর্মসংস্থান লাভের চাহিদা পূরণ না হওয়ার ফলে বেকারত্ব সমস্যা সৃষ্টি হয়। বেকারত্ব হল ব্যক্তির এমন একটি অবস্থা যে অবস্থায় ব্যক্তি কাজ করতে সক্ষম থাকে অথচ কাজ পায় না। তাই বলা যায়, আমাদের দেশে বেকারত্ব নারীদের অন্যতম প্রধান সমস্যা।
৩. নিরাপত্তাহীনতা : দেশের শিক্ষিত, অশিক্ষিত সব নারীদের জন্যই এ সমস্যাটি বিদ্যমান। নিরাপত্তার মূলকথা হল যখন ব্যক্তি প্রতিকূল আর্থসামাজিক অবস্থায় থাকবে তখন তাকে সমাজ বা রাষ্ট্র কর্তৃক Support দেয়া। কিন্তু আমাদের দেশে নারীদের জন্য এ ধরনের কোন রাষ্ট্রীয় নিরাপত্তা যেমন— বেকারভাতা, বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা, নারী কল্যাণ কার্যক্রম ইত্যাদি এক প্রকার নেই বললেই চলে।
৪. নিরক্ষরতা : সকল শ্রেণীর নারীদের জন্য নিরক্ষরতা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সাধারণত নিরক্ষরতা বলতে বুঝায় অক্ষরজ্ঞানহীন অবস্থা। বাংলাদেশে ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী ঐ ব্যক্তি নিরক্ষর যে কোন ভাষায় চিঠি লিখতে ও পড়তে অক্ষম। আমাদের মোট জনসাধারণের ৬২.৬৬% শিক্ষিত (সমীক্ষা-২০০৩)। সুতরাং দেখা যায় আমাদের নারী সমাজের একটা অংশ বর্তমানে নিরক্ষর, যা সমগ্র দেশ ও জাতির জন্য সমস্যা।
৫. স্বাস্থ্যহীনতা : রোগমুক্ত সুস্থ শরীরকেই বলা হয় স্বাস্থ্য। আমাদের নারী সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্যহীনতা তথা সুস্বাস্থ্যের অভাব অনেক বেশি। বিশেষ করে অশিক্ষিত ও দরিদ্রদের জন্য এটি একটি প্রধান সমস্যা। তারা বিভিন্ন ধরনের
রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। যথাযথ চিকিৎসা ও সেবা না পাওয়া এবং পুষ্টিকর খাদ্যের অভাবে স্বাস্থ্যহীনতা সমস্যায় তারা আক্রান্ত হচ্ছে।
৬. মাদকাসক্তি : সমগ্র বিশ্বেই মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক সমস্যা। তবে এখানে পুরুষদের সংখ্যাই এক সময় বেশি ছিল। কিন্তু বর্তমানে নারীদের সংখ্যাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। নারীদের চাহিদা ও প্রয়োজন সঠিকভাবে পূরণ না হওয়ার ফলে সামাজিকভাবে অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে তারা মাদকাসক্ত হয়ে পড়ছে। বিশেষ করে উন্নত দেশের সমাজগুলোতে নারীদের মধ্যে মাদকসক্তির প্রবণতা উন্নয়নশীল দেশগুলোর চেয়ে বেশি।
৭. নারী নির্যাতন : নারীদের চাহিদা পূরণ না হওয়ার ফলে সমাজে নারী নির্যাতনজনিত সামাজিক সমস্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে- তালাক, বিচ্ছেদ, শারীরিকভাবে লাঞ্ছিত করা, এসিড নিক্ষেপ, ধর্ষণ, বলাৎকার, খুন ইত্যাদি। মূলত নারীর সরলতা ও দুর্বলতার সুযোগ নিয়ে নারীর উপর এ ধরনের অমানবিক নির্যাতন চালানো হয়। এ ধরনের নির্যাতনের ফলে নারীরা দৈহিক, মানসিক ও সামাজিকভাবে পঙ্গুত্বের শিকার হয়।
৮. পাচার ও চোরাচালান বৃদ্ধি : নারীর চাহিদা যথাযথ উপায়ে পূরণ হয় না বলে সমাজে নারী এবং মেয়ে শিশুদের এক দেশ থেকে অন্য দেশে পাচারের প্রবণতা বৃদ্ধি পায়। পাচারকৃত নারীদের বাধ্য করে নিয়োজিত করা হয় পতিতাবৃত্তিতে। আবার নারীরা অনেক সময় নিজেদের চাহিদা অপূরণজনিত কারণে নিয়োজিত হয় চোরাচালানজনিত কর্মকাণ্ডে। তারা মাদকদ্রব্য, স্বর্ণ, আগ্নেয়াস্ত্র পাচার কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশে নারীদের সমস্যা একটি ঐতিহাসিক/প্রাচীন সমস্যা, যে সমস্যার সূত্রপাত একদিনে হয় নি। পুরুষ শাসিত এদেশের সমাজব্যবস্থায় তাই দেখা যায় নারীর চাহিদা ও প্রয়োজন যুগে যুগে উপেক্ষিত ও অপূরণীয় থেকে গেছে। কিন্তু বর্তমানে পরিবর্তিত সমাজব্যবস্থায় পুরুষের পাশাপাশি নারীসমাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধির ক্ষেত্রে বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে। তাই নারীর সমস্যা আজ শুধু নারীর একার সমস্যা নয়, এটা সকল সমাজের। সুতরাং বাংলাদেশে নারীসমাজের সমস্যাসমূহ সমাধানের জন্য জরুরিভিত্তিতে আলোচ্য পদক্ষেপসমূহ গ্রহণ করতে হবে। তবেই দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে।