বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিরাজমান সমস্যাবলির বিস্তারিত আলোচনা কর ।

অথবা, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিরাজমান সমস্যাবলির বিস্তারিত বিবরণ দাও।
অথবা, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিরাজমান সমস্যাবলির বিস্তারিত ব্যাখ্যা করে দেখাও।
উত্তর৷ ভূমিকা :
বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। এ দেশের শতকরা আশি ভাগ মানুষ গ্রামে বাস করে। কিন্তু এ বিশাল গ্রামীণ অর্থনীতি অসংখ্য সমস্যায় জর্জরিত। এখানে প্রধান সমস্যা হচ্ছে তীব্র দারিদ্র্য। এ দারিদ্র্য থেকেই উৎসারিত হয় শিক্ষার অভাব। নিম্নমানের মানব সম্পদ, মূলধনের অভাব, মান্ধাতার আমলের প্রযুক্তি ইত্যাদি অসংখ্য সমস্যা। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সমস্যাসমূহ (Problems of the rural economy of Bangladesh) : নিম্নে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধান সমস্যাগুলো বর্ণনা করা হলো :
১. নিম্ন জীবনযাত্রার মান (Low standard of living) : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে জীবনযাত্রার মান অতি নিম্ন। বাংলাদেশে মাথাপিছু আয় মাত্র ৮১৮ মার্কিন ডলার। কিন্তু শহর অঞ্চলের তুলনায় গ্রামে মাথাপিছু আয় কম। আমরা জানি যে, বাংলাদেশের জনসংখ্যার ৮০% গ্রামে বাস করে যদিও গ্রামীণ অর্থনীতি G.D.P. এর এক-তৃতীয়াংশ উৎপাদন করে। অতএব চার-পঞ্চমাংশ মানুষের অধিকারে এক-তৃতীয়াংশ আয় থাকার কারণে গ্রামের মাথাপিছু আয় দেশের মাথাপিছু আয় থেকে অনেক কম। গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ইত্যাদির স্বল্পতা ও নিম্নমান দিয়েও নিম্ন জীবনযাত্রার মান প্রকাশ পায়।
২. অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো (Undeveloped socio-economic infrastructure) : গ্রামীণ অর্থনীতির অন্যতম সমস্যা হচ্ছে রাস্তাঘাট, বিদ্যুতায়ন,পয়ঃনিষ্কাশন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র ইত্যাদি আর্থসামাজিক অবকাঠামোর অভাব। আর্থসামাজিক অবকাঠামোর অনুন্নতির কারণে পল্লি অঞ্চলে উৎপাদন, বিপণন, মানব সম্পদ উন্নয়ন ব্যাহত হচ্ছে।
৩. অনুন্নত মানব সম্পদ (Undeveloped human resource) : বাংলাদেশে নিরক্ষরতার হার শতকরা ৩২.৩৬ ভাগ। গ্রাম অঞ্চলে এ নিরক্ষতার হার আরো বেশি। এছাড়া অনুন্নত স্বাস্থ্যসেবা ও নিম্ন আয়ের কারণেও গ্রাম অঞ্চলে মানব সম্পদ অনুন্নত। ফলে শ্রমিকের উৎপাদন ক্ষমতা গ্রামে খুবই কম।
৪. প্রচ্ছন্ন বেকারত্ব (Disguised unemployment) : পরিসংখ্যান অনুযায়ী পল্লি অঞ্চলে বেকারত্বের হার প্রায় ২১% যদিও শহর অঞ্চলে বেকারত্ব প্রায় ৪০%। কিন্তু গ্রাম অঞ্চলে যারা নিয়োগপ্রাপ্ত তাদের মধ্যে অনেকেই প্রচ্ছন্ন বেকার বা আংশিক বেকার। এ কারণে গ্রামের বেকার সমস্যা শহর অঞ্চলের তুলনায় বস্তুত খারাপ।
৫. জনসংখ্যার আধিক্য (Over population) : বাংলাদেশের পল্লি অঞ্চল প্রকট জনাধিক্য সমস্যায় জর্জরিত।শহরাঞ্চলে সম্প্রতি আর্থসামাজিক অনুকূল পরিবর্তনের কারণে জনসংখ্যার অবস্থান্তর ঘটেছে। কিন্তু গ্রামীণ আর্থসামাজিক অবস্থার অনুরূপ অবস্থান্তর এখনো ঘটেনি। ফলে পল্লি অঞ্চলে উচ্চতর জন্মহার ও প্রবৃদ্ধির হার বিরাজমান আছে।
৬. অসম আয় বণ্টন (Uneqal income distribution) : বাংলাদেশের গ্রামীণ সমাজে অসম আয় বণ্টন বিরাজমান। আয়ের অসম বণ্টনের মূল উৎস হচ্ছে ভূমির অসমবণ্টন। এ অসম আয় বণ্টনের কারণে গ্রামীণ অর্থনীতিতে জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন নিম্নস্তরে বিরাজ করছে।
৭. প্রকট দারিদ্র্য (Severe poverty) : বাংলাদেশের গ্রাম অঞ্চলে তীব্র দারিদ্র্য বিরাজ করছে। ১৯৯৫-৯৬ সালে গ্রাম অঞ্চলে দৈনিক মাথাপিছু ২১২২ কিলোক্যালরি গ্রহণে অপারগ মানুষ ছিল শতকরা ৪৭.১ ভাগ। আরো তীব্র দারিদ্র্যে নিপতিত তথা দৈনিক ১৮০৫ কিলোক্যালরি খাদ্য গ্রহণে অপারগ গ্রাম্য মানুষের সংখ্যা ছিল শতকরা ২৪.৬ জন। সম্প্রতি গ্রাম ছেড়ে অনেক মানুষ শহরের বাইরে চলে যাওয়ার কারণে গ্রামের দারিদ্র্য সমস্যা শহর থেকে কিছুটা ভালো মনে হলেও বস্তুত গ্রাম অঞ্চলের অনপেক্ষ দারিদ্র্য অতি তীব্র।
৮. কৃষিনির্ভরতা (Dependence on agricultur e) : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি মুখ্যত কৃষিনির্ভর। কুটির শিল্প, তেজারতি ইত্যাদি অতি সামান্য খামার বহির্ভূত আয়ের উৎস ছাড়া গ্রামীণ মানুষের গুরুত্বপূর্ণ কোন কৃষি বহির্ভূত আয়ের উৎস নেই। শুধু কৃষির উপর নির্ভর করার কারণে গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা কম। কৃষি অনেকাংশে প্রকৃতির
খেয়ালের উপর নির্ভরশীল বিধায় গ্রামীণ অর্থনীতি অস্থিতিশীল হয়।
৯. নদীভাঙন (River erosion) : নদীমাতৃক বাংলাদেশে নদীভাঙন নৈমিত্তিক ব্যাপার। নদীভাঙনের কারণে প্রায়ই কৃষক পথে বসে। গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর বিধায় নদীভাঙন গ্রামীণ অর্থনীতির অন্যতম সমস্যা।
১০. প্রাকৃতিক দুর্যোগ (Natural Calamities) : বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ
ঘন ঘন ঘটে। ফলে পল্লি অঞ্চলের কৃষি বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম সমস্যা।
১১. ঋণের অভাব (Paucity of credit) : পল্লি অঞ্চলে ব্যাংক ব্যবস্থার প্রসার এখনো যথেষ্ট নয়। তাছাড়া গ্রামের কৃষকরা জামানতের অভাবে প্রয়োজনমতো ঋণ পায় না। অতএব গ্রামীণ অর্থনীতির ঋণের অভাব একটি বিশেষ সমস্যা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সমস্যাবলির কারণে গ্রামীণ অর্থনীতি তথা বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ব্যাহত হচ্ছে। এসব সমস্যা বস্তুত অনুন্নতির সমস্যার বিভিন্ন দিক।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/