বহুদলীয় নক্‌শা বলতে কী বুঝ?

অথবা, বহুদলীয় নক্‌শা কাকে বলে?
অথবা, বহুদলীয় নক্শার সংজ্ঞা দাও।
অথবা, বহুদলীয় নক্‌শা কী?
উত্তর।। ভূমিকা : বৈজ্ঞানিক গবেষণা পরিচালনায় নক্‌শা অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান দখল করে আছে। গবেষণার মধ্যবর্তী সময়ে নক্শা প্রণয়ন খুবই দরকার। এটি এমন এক ধরনের পরিকল্পনা, সংগঠন এবং কৌশল যার মাধ্যমে গবেষণা প্রশ্নের উত্তর খুঁজে বের করা হয় এবং যা গবেষণার চলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই পরীক্ষণের ধাপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ হলো নকশা।
বহুদলীয় নক্শা : দুই দলীয় নকশায় দুটি পরীক্ষণমূলক অবস্থা থাকে বা কোন উদ্দীপকের দুটি মাত্রা ব্যবহার করা হয়। কিন্তু যখন তিনটি বা তারও বেশি পরীক্ষণমূলক অবস্থা অথবা উদ্দীপকের তিনটি মাত্রা বা আরো বেশি সংখ্যক
উদ্দীপক মাত্রাকে অনির্ভরশীল চল হিসেবে গ্রহণ করা হয়, তখন বহুদলীয় নক্শা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ একজন মনোবিজ্ঞানী জানতে চান বিভিন্ন পরিমাপের দীর্ঘ সময়ের অনাহারের পর শিক্ষণের পার্থক্য ঘটে কি না অথবা বিভিন্ন ধরনের সংবেদী সংকেত বাঁধা শিক্ষণে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে কি না অথবা বিভিন্ন পরিমাপের পুরস্কার শিক্ষণে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে কি না অথবা শিক্ষণের পর বিভিন্ন ধরনের অন্তর্বর্তী ক্রিয়া স্মৃতি বিস্মৃতির পার্থক্য সৃষ্টি করে কি না? এমনি ধরনের পরীক্ষণে মনোবিজ্ঞানীরা বহুদলীয় নক্শা ব্যবহার করেন। গবেষক কয়টি দল গঠন করবেন তা নির্ভর করে অনির্ভরশীল চলের সংখ্যার উপর বা একই অনির্ভরশীল চলের বিভিন্ন মাত্রার উপর।
বহুদলীর নকশার যৌক্তিকতা হলো বিভিন্ন পরীক্ষণমূলক অবস্থায় নির্ভরশীল চলের কি ধরনের পরিবর্তন ঘটে তা নির্ণয় করা। একটি অনির্ভরশীল চলের সাথে একটি নির্ভরশীল চলের বক্ররৈখিক সম্পর্ক থাকতে পারে না শুধু বহুদলীয়
নক্শার মাধ্যমে পরিমাপ করা যেতে পারে। দুই দলীয় নক্শায় এ ধরনের সম্পর্ক আবিষ্কার করা সম্ভব নয়। বহুদলীয় নক্শার ফলাফল বিশ্লেষণ করার জন্য ভেদাঙ্ক বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নিতে হয়।
উদহারণস্বরূপ Jacobson, Fried এবং Horwithz (1966) নামক কয়েকজন গবেষক পরীক্ষা করতে চাইলেন, RNA অনুপ্রবেশের মাধ্যমে সাপেক্ষণকৃত আচরণ এক প্রাণীর শরীর থেকে অন্য প্রাণীর শরীরে অনুপ্রচিষ্ট করা যায় কি না?
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মনোবৈজ্ঞানিক গবেষণার জন্য বহুদলীয় নক্শা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ নক্শা। এ নক্শা আচরণ গবেষণায় ব্যবহৃত হয়ে থাকে। গবেষণায় এ নক্শা বহুবার ব্যবহার করা হয়। তাই বহুদলীয়
নকশার গুরুত্ব মনোবিজ্ঞানে অপরিসীম।