বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখে রাখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে একটি টীকা লিখ ।

অথবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে যা জান লিখ।
উত্তর৷ ভূমিকা :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখে রাখা খণ্ডিত জীবনী নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’। ১৯৬৬-৬৯ সালে কারাবন্দি অবস্থায় একটু একটু করে
আত্মজীবনী লেখা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তার আরো অনেক কাজের মতো সেই কাজটাও রয়ে যায় অসমাপ্ত।
অসমাপ্ত আত্মজীবনী : চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবনী নিয়েই ১৮ জুন ২০১২ প্রকাশিত হয় ‘অসমাপ্ত আত্মজীবনী’। বইটির প্রকাশক ‘ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ (ইউপিএল)। একই দিনে ভারত ও পাকিস্তান থেকে একযোগে প্রকাশিত হয় এর ইংরেজি অনুবাদ “The Unfinished Memories’। ইউপিএলের সাথে বিশেষ ব্যবস্থায় ভারতে বইটি প্রকাশ করে ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ এবং পাকিস্তানে প্রকাশ করে ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান’ । সমকালীন বাংলা আত্মজীবনী সাহিত্যের সবচেয়ে আলোচিত এ বইটিতে রয়েছে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশপরিচয়, জন্ম, শৈশব, স্কুল-কলেজের শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম লীগ ও মুসলিম লীগের রাজনীতি, ১৯৪৭ সালে দেশবিভাগ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও বিস্তৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। বইটিতে লেখকের জেল ও জেলের বাইরের জীবন, পিতামাতা, সহধর্মিণী, সন্তানসন্ততি ও পরিবার পরিজনের কথা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে বংশপরিচয়, জন্ম, শৈশব, ছাত্রজীবন, তাঁর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দেশের দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশবিভাগ, পাকিস্তান সরকারের অপশাসন, ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। এছাড়া তিনি তাঁর কারাজীবন, ভ্রমণকাহিনী, তাঁর পরিবার পরিজনের কথাও তাঁর অসমাপ্ত স্মৃতিকথায় তুলে ধরেছেন