বঙ্কিমচন্দ্র বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য কেন সংস্কৃত ভাষা থেকে শব্দ গ্রহণ করার কথা বলেছেন?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাবু শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় এর নব্যপন্থিদের সংস্কৃত বিমুখ বাংলা শব্দ ও কৌতুক রসের প্রতি অতি পক্ষপাত কোনটিই তিনি গ্রহণ করেননি। শ্যামাচরণ বাবু বিবর্তনের মধ্য দিয়ে যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলায় এসেছে তিনি নব্যপন্থি বলে সংস্কৃত শব্দকে একেবারে বর্জন করতে চেয়েছেন। কিন্তু বঙ্কিম এদিক দিয়ে নিরপেক্ষ তিনি বলেছেন যে সমস্ত সংস্কৃত শব্দ প্রচলিত আছে সে শব্দগুলোকে আমরা বর্জন করবো না। প্রাবন্ধিক অযথা অপ্রচলিত শব্দ এবং ভাষা ব্যবহারের বিপক্ষে ছিলেন এবং তাদের রুচি সম্পর্কেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর মতে, বাংলা ভাষা আজও অসম্পূর্ণ ভাষা রয়ে গেছে- এ কারণে বিভিন্ন ভাষা থেকে সে শব্দ গ্রহণ করতে পারে। ভাষা বা শব্দ গ্রহণের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র সংস্কৃত ভাষার উপর বেশি জোর দিয়েছেন এবং এর কারণও ব্যাখ্যা করেছেন। প্রথমত, সংস্কৃত মহাজনই পরম ধনী: ইহার রত্নময় শব্দভাণ্ডার হইতে যাহা চাও, তাহাই পাওয়া যায়। দ্বিতীয়ত, সংস্কৃত শব্দ হইলে বাঙ্গালার সঙ্গে ভালো মিশে। তৃতীয়ত, সংস্কৃত হইতে নতুন শব্দ হইলে অনেকে বুঝিতে পারে।

https://topsuggestionbd.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%99/