অথবা, ফলিত ব্যবহারিক গবেষণার শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, ফলিত গবেষণার শ্রেণিভিত্তিক আলোচনা কর।
অথবা, ফলিত গবেষণা কত রকমের আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : নির্দিষ্ট কোন বিষয় সম্পর্কে তথ্যসংগ্রহের জন্য বৈজ্ঞানিক ও সুসংঘবদ্ধ অনুসন্ধান প্রক্রিয়াকে গবেষণা বলা হয়। গবেষণা সেসব কর্মকাণ্ড, যা জ্ঞান অনুসন্ধানের আদর্শে মানসম্মত পদ্ধতির প্রয়োগ করে বিকাশলাভ করে। সামাজিক ঘটনাবলিকে সুশৃঙ্খল, যুক্তিপূর্ণ ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে অনুসন্ধানই সামাজিক গবেষণা। অনুসন্ধান কাজের সুবিধার জন্য সামাজিক গবেষণাকে কয়েক ভাগে ভাগ করা যায় ।
ফলিত ব্যবহারিক গবেষণা : Kenneth D. Baily এর মতে, “কোন সামাজিক সমস্যার প্রয়োগ হতে পারে এমন ফলাফল সমৃদ্ধ গবেষণাই ফলিত গবেষণা।” (Applied to solve social problem of immediate concern.) এ গবেষণাকে মাঠ গবেষণা বলে ধরা হয়। কারণ এর লক্ষ্য হলো প্রাপ্ত তথ্যকে মাঠ পর্যায়ে পরীক্ষা ও প্রয়োগ করা। ফলিত গবেষণাকে নিরূপভাবে শ্রেণিবিভাগ করা যায়। যথা :
ক. সম্ভাব্যতা অনুসন্ধান (Feasibility study) : কোন সামাজিক সমস্যা সমাধান বা সামাজিক ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যে অনুসন্ধান চালানো হয় তাকেই সম্ভাব্যতা অনুসন্ধান বলা হয়।
খ. পরীক্ষামূলক গবেষণা (Experimental research) : সামাজিক উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে নিয়ন্ত্রিত পরিবেশে কোন কর্মসূচির যথার্থতা যাচাই বা ফলাফল মূল্যায়নের জন্য পরিচালিত অনুসন্ধানকেই পরীক্ষামূলক গবেষণা বলা হয়। প্রাকৃতিক মূল্যায়নের জন্য পরীক্ষাগারে গবেষণা (Laboratory research) বলা হয়। এ গবেষণার মৌলিক
বৈশিষ্ট্য হলো এখানে অনির্ভরশীল চলককে নিয়ন্ত্রণ করার সম্ভাবনা এবং আপাতদৃষ্টিতে ন্যায়সংগত ব্যাখ্যার জন্য এদের প্রভাবকে পৃথক করার ব্যবস্থা বর্তমান। সামাজিক বিজ্ঞানে এ ধরনের গবেষণার প্রয়োগ খুবই সীমিত। কারণ সামাজিক বিজ্ঞানের চলকগুলোকে পরস্পর আলাদা করা অত্যন্ত কঠিন।
গ. জরিপ গবেষণা (Survey research) : জরিপ হচ্ছে গবেষণার একটি বহুল ব্যবহৃত প্রক্রিয়া। সামাজিক জরিপ বলতে সাধারণত কোন বিশেষ জনগোষ্ঠীর বা দলের আর্থসামাজিক অবস্থা অথবা অপর কোন বিষয়ে প্রাথমিক অনুসন্ধানকে বুঝানো হয়ে থাকে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মৌলিক গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে ফলিত গবেষণার গুরুত্ব অত্যধিক। কেননা ফলিত গবেষণা প্রযোগমূলক হওয়াতে এটি গবেষণার মূল বিষয়বস্তু পরীক্ষার মাধ্যমে সরাসরি উদ্ঘাটন করতে সক্ষম হয়।