ফলিত গবেষণা কী?

অথবা, ফলিত গবেষণা বলতে কী বুঝ?
অথবা, ফলিত গবেষণা কাকে বলে?
অথবা, অ্যাপলাইড রিসার্স কী?
উত্তর৷ ভূমিকা :
বর্তমান কালে সমাজে প্রায় সর্ব মহলে গবেষণা শব্দটি অতি সুপরিচিত এবং বহুল আলোচিত। সমাজে সকল পেশাজীবী শ্রেণির লোকজন এ গবেষণার উপর গুরুত্বারোপ করেন। এমনকি আমাদের গ্রামীণ সমাজে সাধারণ জনগণও গবেষণা শব্দটির সাথে পরিচিত।
ফলিত গবেষণা : ফলিত গবেষণাকে প্রায়োগিক গবেষণা বলা শ্রেয়। গবেষক একটি বাস্তব সমস্যাকে জানতে গিয়ে সমস্যার প্রকৃতি এর কার্যকরণ সম্পর্ক, প্রভাব ও সময়কাল ইত্যাদি সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধানের নীতিমালা অনুসরণ করে থাকেন। প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ে অনুসন্ধান পরীক্ষা নিরীক্ষা ও গবেষণায় ব্যাপৃত থাকতে হয় বলে, অনেকে ফলিত গবেষণাকে মাঠ গবেষণা হিসেবে আখ্যায়িত করেন।
Kenneth and Bailey (1982 : 21) বলেন, “Applied research is a research which finding that can be applied to solve social problems of immediate concern.” অর্থাৎ, কোন সামাজিক সমস্যা সমাধানে প্রায়োগিক হতে পারে এমন ফলাফল সমৃদ্ধ যে, গবেষণা তা হলো ফলিত গবেষণা। এ ধরনের গবেষণায় গবেষকের মুখ্য উদ্দেশ্য হলো = তাৎক্ষণিকভাবে ব্যবহার ও লাগসই সিদ্ধান্ত উদ্ভাবন করা। মৌলিক গবেষণার মতো, এখানে জ্ঞানের জন্য জ্ঞান আহরণ নয়, বরং সমস্যা সমাধানের জ্ঞানের প্রয়োগেই চূড়ান্ত বিবেচ্য বিষয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মানব জ্ঞান বিকাশের ধারাবাহিকতায় জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধশালী সমাজ বিকাশের বিভিন্ন পর্যায় সামাজিক মানুষের প্রয়োজনের বাস্তবতা থেকেই প্রয়োগিক গবেষণা ফলিত গবেষণার বিস্তৃতি ঘটেছে। সামাজিক সমস্যা নিরূপণে বাস্তব প্রয়োজনের উদ্দীপনে সমাজ গবেষণার বিস্তৃতি ও এর প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে । সেজন্য প্রয়োগিক গবেষণার প্রসারতা সমাজের সমস্যা শনাক্তকরণে ও অনুসন্ধানে ব্যাপক ভূমিকা পালন করবে।