অথবা, প্রান্তিক ব্যয় বলতে কি বুঝ? অথবা, প্রান্তিক ব্যয়ের ধারণা দাও।
উত্তর: অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বা খরচ বলা হয়। গাণিতিকভাবে বলা যায়, মোট খরচকে আবার অন্তরীকরণ করলে যে খরচ পাওয়া যায় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়।
প্রান্তিক ব্যয় =মোট ব্যয়ের পরিবর্তন÷উৎপাদনের পরিমানের পরিবর্তন
অর্থাৎ MC = TC ÷ Q এখানে, MC = প্রান্তিক ব্যয় TC = মোট ব্যয়ের পরিবর্তন Q = উৎপাদনের পরিমানের পরিবর্তন চিত্রে, প্রান্তিক ব্যয় রেখা দেখানো হলো-
মোট উৎপাদন প্রথম দিকে দ্রুত বৃদ্ধি পায়। ফলে প্রান্তিক ব্যয় হ্রাস পায়। এজন্য MC রেখা নিম্নগামী হয়। এক পর্যায়ে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। আবার মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাওয়ার কারণে প্রান্তিক খরচ দ্রুত বৃদ্ধি পায়। এজন্য MC রেখা ঊর্ধ্বগামী হয়।