প্রান্তিক উৎপাদনের ধারণাসমূহ আলোচনা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, প্রান্তিক উৎপাদনের প্রকারভেদ বিশ্লেষণ কর।

উত্তর : কোন উপাদানের প্রান্তিক উৎপাদন নিম্নোক্ত তিনটি উপায়ে পরিমাপ করা হয়, যা নিম্নে আলোচনা করা হল-

(ক ) প্রান্তিক বস্তুগত উৎপাদন (Marginal Physical product বা MPP)

(খ) প্রান্তিক মূল্য উৎপাদন (Marginal Value Product বা MVP)

(গ) প্রান্তিক আয় উৎপাদন (Marginal Revenue Product বা MRP.)

এ প্রসঙ্গে বলা যায়, অন্যান্য উপাদানের পরিমান স্থির রেখে, কোন একটি উপাদানের নিয়োগ এক একক বৃদ্ধি করলে মোট উৎপাদনের পরিমাণ যতটুকু বৃদ্ধি পায়, তাই হল উক্ত উপাদানের প্রান্তিক বস্তুগত উৎপাদন বা MPP.

MPP কে তার একক প্রতি দাম দ্বারা গুণ করলে পাওয়া যায় MVP। অর্থাৎ MVP = MPP × (P = AR)। আবার, MPP কে প্রান্তিক আয় দ্বারা গুণ করলে পাওয়া যায় MRP, অর্থাৎ, MRP = MPP x MR পূর্ণ প্রতিয়োগিতামূলক বাজার ব্যবস্থায় P = AR = MR বলে MVP MRP হয়। কিন্তু একচেটিয়া বাজার ব্যবস্থায় AR > MR হয় বলে MVP > MRP হয়।