প্রান্তিক উপযোগ কাকে বলে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, প্রান্তিক উপযোগ কি?
অথবা, প্রান্তিক উপযোগের সংজ্ঞা দাও। অথবা, প্রান্তিক উপযোগের ধারণা দাও।

উত্তর: কোনো পণ্যের এককের পরিবর্তনের ফলে কোনো পণ্যের মোট উপযোগে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক শব্দটি মোট পরিবর্তনের হারকে বোঝায়।

ধরুন একজন ক্রেতা বা ভোক্তা প্রথম আপেল থেকে ২০ টাকার সমান ইউটিলিটি, দ্বিতীয় আপেল থেকে ১৫ টাকার সমান ইউটিলিটি, তৃতীয় আপেল এবং চতুর্থ আপেল থেকে ১০ টাকা এবং ৫ টাকার সমান ইউটিলিটি পায়। ভোক্তা যদি ২টি আপেল কেনেন তাহলে দ্বিতীয় ইউনিটটি প্রান্তিক একক। এক্ষেত্রে ভোক্তার মোট ইউটিলিটি হবে ৩৫ টাকা এবং প্রান্তিক ইউটিলিটি হবে ১৫ টাকার সমান। ভোক্তা যদি আরও একটি ইউনিট, অর্থাৎ তৃতীয় আপেল কেনেন, তাহলে তৃতীয় ইউনিটটি প্রান্তিক একক। সেক্ষেত্রে ভোক্তার মোট ইউটিলিটি ৪৫ টাকা এবং প্রান্তিক ইউটিলিটি ১০ ​​টাকার সমান হবে।

সুতরাং একটি পণ্যের অতিরিক্ত একক ব্যবহার ভাল পণ্যের ভোক্তার মোট উপযোগিতা বৃদ্ধি করে প্রান্তিক উপযোগ।

সূত্রাকারে বলা যায়ঃ

প্রান্তিক উপযোগ = মোট উপযোগ পরিবর্তন÷ক্রয় বা ভোগের পরিবর্তন

গাণিতিক ভাষায় বলা যায়ঃ

MU = TU÷Q

এখানে, MU=প্রান্তিক উপযোগ

TU = মোট উপযোগের পরিবর্তন

Q = দ্রব্যের মোট পরিমাণের পরিবর্তন