অথবা, প্রাথমিক গোষ্ঠী কিভাবে গৌণ গোষ্ঠী থেকে পৃথক? -আলোচনা কর।
অথবা, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যকার বৈসাদৃশ্যগুলো আলোচনা কর।
অথবা, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যকার নেতিবাচক সম্পর্ক আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : মানুষের মধ্যে গোষ্ঠীবদ্ধতা প্রাচীনকাল থেকেই রয়েছে যা প্রত্যেক সমাজে আজও বিভিন্নভাবে বিদ্যমান। ফলে সমাজবিজ্ঞানের যে কোন আলোচনায় গোষ্ঠী শব্দটি অনেকাংশে গুরুত্বপূর্ণ, যেহেতু সমাজবিজ্ঞান বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কাজ করে থাকে। গোষ্ঠীর শ্রেণিবিভাজনে আমরা লক্ষ্য করেছি যে, বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন
দৃষ্টিকোণ থেকে গোষ্ঠীর পৃথকীকরণ করেছেন। ফলে গোষ্ঠীর বিভাজনের মধ্যে প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর আলোচনা প্রয়োজনীয়। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য (Differences between primary groups: and
secondary groups) : প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয় তা নিম্নে আলোচনা করা হলো :
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক পরিবর্তনের সাথে সাথে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে ভাঙাগড়া চলছে। সমাজবিজ্ঞানী কুলি (C. H Cooley) যথার্থই বলেছেন, “আধুনিক নাগরিক সমাজে মুখ্য গোষ্ঠীসমূহের প্রাধান্য ক্রমশ কমে আসছে।” ফলে এদের পরিবর্তে বহু গৌণ গোষ্ঠীর (Secondary group) বিকাশ হচ্ছে। আর মুখ্য গোষ্ঠীসমূহের পরিবর্তে গৌণ গোষ্ঠীসমূহের আবির্ভাব হওয়ায় বিভিন্ন সামাজিক সমস্যাও সৃষ্টি হচ্ছে।