প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো লিখ।

অথবা, প্রাথমিক দলের প্রকৃতি উল্লেখ কর।
অথবা, প্রাথমিক দলের মানদণ্ড উল্লেখ কর।
অথবা, প্রাথমিক দলের ব্যাখ্যা দাও।
অথবা, প্রাথমিক দলের বিষয়বস্তু আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : আমরা সমাজজীবনে অনেকেই অনেকের সাথে মুখোমুখি হই। তাই বলে আমাদের সকলেই মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীর নয়। যেমন- দোকানদার, রিকশাওয়ালা, ধোপা প্রভৃতি যাদের সাথে আমাদের প্রায়ই দেখা হয় অথচ এদের কেউই মুখ্য বা প্রাথমিক দলের সদস্য নয়।
প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য : প্রাথমিক গোষ্ঠীর সদস্য হতে হলে কতকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে যা নিম্নরূপ :
১. এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে মুখোমুখি (Face to Face) এবং স্বতঃস্ফুর্ত সম্পর্ক বিদ্যমান।
২. এই গোষ্ঠী আকারে ক্ষুদ্র।
৩. সদস্যদের মধ্যে দৈহিক সান্নিধ্য বিদ্যমান।
৪.এই গোষ্ঠীর স্থায়িত্ব বেশি।
৫. এদের মধ্যে ব্যক্তিস্বার্থ সীমিত।
৬.এদের মধ্যে নিবিড় ও দীর্ঘস্থায়ীী যোগাযোগ বিদ্যমান।
৭.এ গোষ্ঠীর সদস্যরা উদ্দেশ্য ও মনোভাবের দিক থেকে অভিন্ন প্রকৃতির।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীর সকলে একই পরিবারের সদস্য এবং তারা পরস্পর পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ। এক কথায় আমরা বলতে পারি যে, প্রাথমিক গোষ্ঠী হচ্ছে মানবিক ও ব্যক্তিক সম্পর্ক।