‘যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কড়াইয়া আনি।’—কবি কোথা থেকে কী বস্তু কীভাবে কুড়িয়ে আনেন?

উত্তর : কবি তাঁর কবিতাকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ কুড়িয়ে আনেন। বিপুলা এ পৃথিবীর সবকিছু মানুষের পক্ষে জানা সম্ভব নয়। দেশে দেশে কত নগর, রাজধানী, কত নদী, কত মরু-পাহাড়-পর্বত কত সাগর-মহাসাগর ও গ্রহ নক্ষত্র জানার অগোচরে থেকে যায়। সাহিত্যের সকল শাখা প্রশাখায় বিচরণ করার পরও কবি জীবনসায়াহ্নে নিজের অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। আপনার জ্ঞানের দীনতা ও সীমাবদ্ধতা সম্পর্কে কবি সদাসচেতন। তাই তিনি গ্রন্থগত বিদ্যা অর্জন করেন। এছাড়া তিনি পাঠ করেন দেশ বিদেশের ইতিহাস ঐতিহ্য। অক্ষয় উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গ্রন্থগত জ্ঞানের আলোয় উজ্জীবিত হয়েছেন কবি। আপনার মনের জ্ঞানের দীনতা তিনি এভাবে ভিক্ষালব্ধ ধন দ্বারা পূরণ করে থাকেন। নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে কবি নিজের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেন।

https://topsuggestionbd.com/%e0%a6%90%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-2/