[ad_1]
প্রশ্নঃ বাংলাদেশে মোট দেশজ উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির গতিধারা বর্ণনা কর ।
উত্তর ৷ ভূমিকা : প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও বাংলাদেশ পৃথিবীর দরিদ্র দেশগুলোর অন্যতম । আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর এখনো যথাযথ ব্যবহার সম্ভব হয় নি । আমাদের জনসংখ্যার এক বিরাট অংশ এখনো বেকার রয়েছে । ফলে আমাদের জাতীয় ও মাথাপিছু আয়ের পরিমাণ কম । নিম্নের সারণিতে বিগত কয়েক বছরের বাংলাদেশের মোট ও গড় দেশজ উৎপাদন বৃদ্ধির গতিধারা দেখানো হলো ।
সারণি ৪.৯ : বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ও মাথাপিছু আয়ের গতিধারা
২০০০-২০০১
জিডিপি চলতি বাজার মূল্য =২৫,৩৫৫
জিডিপি স্থির মূল্য = ২১,৫৭৪
জিডিপি প্রবৃদ্ধির হার = ৫.২৭
মাথাপিছু জিডিপি= ১৯,৫২৫
২০০১-২০০২
জিডিপি চলতি বাজার মূল্য =২৭,৩২০
জিডিপি স্থির মূল্য = ২১,৫২৬
জিডিপি প্রবৃদ্ধির হার = ৪.২৪
মাথাপিছু জিডিপি= ২০,৭৫৪
২০০২-২০০৩
জিডিপি চলতি বাজার মূল্য =৩০,০৫৮
জিডিপি স্থির মূল্য = ২৩,৭১০
জিডিপি প্রবৃদ্ধির হার = ৫.২৬
মাথাপিছু জিডিপি= ২২,৫৩০
২০০৩-২০০৪
জিডিপি চলতি বাজার মূল্য =৩৩,২৯৭
জিডিপি স্থির মূল্য = ২৫,১৯৭
জিডিপি প্রবৃদ্ধির হার = ৬.২৭
মাথাপিছু জিডিপি= ২৪৬২৮
২০০৪-২০০৫
জিডিপি চলতি বাজার মূল্য =৩৭,০৭১
জিডিপি স্থির মূল্য = ২৬,৬৯৭
জিডিপি প্রবৃদ্ধির হার = ৫.৯৬
মাথাপিছু জিডিপি= ২৭০৬১
২০০৫-২০০৬
জিডিপি চলতি বাজার মূল্য =৪১,৫৭৩
জিডিপি স্থির মূল্য = ২৮,৪৬৭
জিডিপি প্রবৃদ্ধির হার = ৬.৬৩
মাথাপিছু জিডিপি= ২৯,৯৫৫
২০০৬-২০০৭
জিডিপি চলতি বাজার মূল্য =৪৭,২৪৮
জিডিপি স্থির মূল্য = ৩০,২৯৭
জিডিপি প্রবৃদ্ধির হার = ৬.৪৩
মাথাপিছু জিডিপি= ৩৩,৬০৭
২০০৭-২০০৮
জিডিপি চলতি বাজার মূল্য =৫৪,৫৮২
জিডিপি স্থির মূল্য = ৩২,১৭৩
জিডিপি প্রবৃদ্ধির হার = ৬.১৯
মাথাপিছু জিডিপি= ৩৮,৩৩০
২০০৮-২০০৯
জিডিপি চলতি বাজার মূল্য =৬১,৪৮০
জিডিপি স্থির মূল্য = ৩৪,০২০
জিডিপি প্রবৃদ্ধির হার = ৫.৭৪
মাথাপিছু জিডিপি= ৪২,৬২৮
২০০৯-২০১০
জিডিপি চলতি বাজার মূল্য =৬৯,৪৩২
জিডিপি স্থির মূল্য = ৩৬,০৮৪
জিডিপি প্রবৃদ্ধির হার = ৬.০৭
মাথাপিছু জিডিপি= ৪৭,৫৩৬
২০১০-২০১১
জিডিপি চলতি বাজার মূল্য =৭৮,৭৫০
জিডিপি স্থির মূল্য = ৩৮,৪৮৯
জিডিপি প্রবৃদ্ধির হার = ৬.৬৬
মাথাপিছু জিডিপি= ৫৩,২৩৬
উপরের সারণিতে দেখা যাচ্ছে যে , আমাদের GDP ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । দেশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কি না তা সঠিকভাবে যাচাই করতে হলে স্থির মূল্যে জিডিপি বৃদ্ধির হার দেখা দরকার । কারণ চলতি বাজার মূল্যে জিডিপিতে মুদ্রাস্ফীতির প্রভাব থাকে । উপরের সারণিতে দেখা যাচ্ছে ২০০০-২০০১ সালে স্থির মূল্যে বাংলাদেশে জিডিপি – এর পরিমাণ ছিল ২৫,৩৫৫ কোটি টাকা এবং এটি বৃদ্ধি পেয়ে ২০০৯-২০১০ সালে ৬৯,৪৩২ কোটি টাকায় উন্নীত হয়েছে । প্রবৃদ্ধির হার ২০০০-২০০১ সালে ছিল ৫.২৭ শতাংশ এবং ২০০৯-২০১০ প্রবৃদ্ধির হার হ্রাস ৬.০৭ শতাংশ , ২০১০-২০১১ সালে প্রবৃদ্ধির হার ছিল ৬.৬৬ শতাংশ ।
কিন্তু প্রবৃদ্ধির হার আদৌ ভালো নয় । কারণ উল্লেখযোগ্যভাবে মাথাপিছু প্রকৃত আয় বাড়াতে হলে প্রকৃত GDP প্রবৃদ্ধির হার কমপক্ষে ৭ শতাংশ হওয়া প্রয়োজন । অন্যথায় , আমাদের দারিদ্র্য হ্রাস পাবে না । উল্লেখ্য যে , সিঙ্গাপুর , থাইল্যান্ড ও মালয়েশিয়া প্রভৃতি দেশ বিগত বছরগুলোতে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে তাদের দারিদ্র্য উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস করতে সক্ষম হয়েছে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে , দেশের দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হারের স্থবিরতা যে কোন ভাবেই হোক কাটিয়ে উঠতে হবে ।
[ad_2]