উত্তরঃ ভূমিকা ঃ আধুনিক বিশ্বে অপরাধীর অপরাধকে দমনের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর অপরাধী হচ্ছে নগণ্য। তাকে তার কৃতকর্মের জন্য শাস্তি না দিয়ে সংশোধনের একটা সুযোগ প্রদান করা হচ্ছে। যাতে করে সে যেন চারিত্রিক পরিবর্তন আনায়ন করে ভবিষ্যৎে অপরাধকর্মে জড়িত হতে উৎসাহবোধ না করে। এ লক্ষ্যেই বিশ্বে এখন সংশোধনমূলক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে। প্রবেশন হচ্ছে এই সংশোধনমূলক
কার্যক্রমেরই এক ফলপ্রসূ ও জনপ্রিয় পদ্ধতি।
সাধারণ অর্থে : প্রবেশন বলতে সাধারণ অর্থে অপরাধীর প্রাপ্য শাস্তি স্থগিত রেখে প্রবেশন অফিসারের দেওয়া শর্তের আলোকে যখন কিছু সময়ের জন্য মুক্তি প্রদানে ও চারিত্রিকভাবে সংশোধনের সুযোগদান করাকে বুঝায় ।
শব্দগত অর্থে ঃ শব্দগত অর্থে ইংরেজি প্রবেশন শব্দটি ল্যাটিন `Probare’ থেকে উদ্ভূত, যার অর্থ পরীক্ষা বা চেষ্টা বা
প্রমাণ করা। এটি অপরাধীর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি ও সংশোধনের প্রক্রিয়াকে বুঝায় ।
→ প্রবেশন ঃ প্ররেশন হচ্ছে অপরাধীর অনুকূলে সৃষ্ট এমন এক অবস্থা যাতে তার প্রাপ্য সাজা স্থগিত করে সংশোধনের একটা সুযোগ প্রদান করা। ১৮৪১ সালে সর্বপ্রথম আমেরিকার বোস্টন শহরে এর সূত্রপাত ঘটে। জন অগাস্টাস ছিলেন এর উদ্ভাবক। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে ১৯৬০ সালের প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের মাধ্যমে ১৯৬২ সালে প্রবেশনের যাত্রা শুরু হয়।
প্রামাণ্য সংজ্ঞা :
অধ্যাপক মাদারল্যান্ডের মতে, “প্রবেশন হচ্ছে অভিযুক্ত অপরাধীর জন্য এমন এক ব্যবস্থা যাতে আদালত কর্তৃক নির্ধারিত শাস্তি স্থগিত রাখা হয়, ভাল ব্যবহার প্রদর্শনপূর্বক তাদের মুক্তি দেয়া হয় এবং রাষ্ট্রের তত্ত্বাবধানে তারা
সংশোধিত হয়ে সমাজে প্রত্যাবর্তনের সুযোগ লাভ করে থাকে।” রবার্ট ডি ভিন্টার এর ভাষ্য মতে, “প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া হচ্ছে প্রবেশন।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রবেশন হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের এক গুরুত্ব অংশ। প্রবেশনের মাধ্যমে অপরাধীকে চারিত্রিকভাবে সংশোধনের আপ্রাণ প্রচেষ্টা চালানো হয়। তাই প্রবেশনের গুরুত্ব অপরাধ দমনে অনন্য হয়ে দাঁড়িয়েছে।