ক-বিভাগ
ইংরেজি Approach-এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ ।
Approach-এর আরো একটি ইংরেজি প্রতিশব্দ লিখ।
উত্তর : Method.
পদ্ধতি বলতে কী বুঝ?
উত্তর : কোনো কাজ সুশৃঙ্খলভাবে সম্পাদনের উপায় বা পথই হলো পদ্ধতি ।
‘Approach’ কথাটি কোন শাস্ত্রে বেশি ব্যবহৃত হয়?
উত্তর : রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান ।
‘Approach’ কী?
উত্তর : ‘Approach’ হচ্ছে রাজনীতি অধ্যয়নের এমন একটি পন্থা যার দ্বারা অধ্যয়নের বিষয়বস্তু বিশ্লেষিত হয়।
‘An approach in political inquiry is a general strategy for studying political
phenomena’ উক্তিটি কার?
উত্তর : উক্তিটি অ্যালান সি. আইজ্যাক এর।
রাজনীতি বিশ্লেষণের পদ্ধতিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : রাজনীতি বিশ্লেষণের পদ্ধতিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।
রাজনীতি অধ্যয়নের পদ্ধতি দুটি কী কী?
উত্তর : রাজনীতি অধ্যয়নের পদ্ধতি দুটি হলো : ১. আদর্শবাদী পদ্ধতি; ২. অভিজ্ঞতাবাদী পদ্ধতি।
আদর্শবাদী পদ্ধতির কয়েকজন তাত্ত্বিক এর নাম লিখ।
উত্তর : হেগেল, রুশো, জন গেরিং।
The process of Government’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : আর্থার বেন্টলি।
স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় পদ্ধতি কী?
উত্তর : অভিজ্ঞতামূলক পদ্ধতি।
স্থানীয় সরকারকে একটি বাস্তবরূপ বা প্রাকৃতিক রূপ হিসেবে দেখেছে কোন পদ্ধতি?
উত্তর : অভিজ্ঞতামূলক পদ্ধতি ।
স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতির সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি?
উত্তর : ঐতিহাসিক পদ্ধতি ।
স্থানীয় সরকার অধ্যয়নে মূলভিত্তি কোন পদ্ধতি?
উত্তর : ঐতিহাসিক পদ্ধতি ।
তুলনামূলক পদ্ধতির জনক কে?
উত্তর : এরিস্টটল।
তুলনামূলক পদ্ধতি কোন পদ্ধতির পরিপূরক?
উত্তর : ঐতিহাসিক পদ্ধতির
স্থানীয় সরকার পদ্ধতির অন্যতম পদ্ধতি কোনটি?
উত্তর : পর্যবেক্ষণমূলক পদ্ধতি।
স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির মধ্যে প্রাচীন পদ্ধতি কোনটি?
উত্তর : দার্শনিক পদ্ধতি।
স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির কোন পদ্ধতিকে আরোহ পদ্ধতি বলা হয়?
উত্তর : পর্যবেক্ষণমূলক পদ্ধতিকে।
দার্শনিক পদ্ধতি কোন প্রকৃতির?
উত্তর : অবরোহ প্রকৃতির।
স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান অধ্যয়নে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর : প্রাতিষ্ঠানিক পদ্ধতি।
স্থানীয় সরকার অধ্যয়নে সব থেকে আধুনিক পদ্ধতি কোনটি?
উত্তর : পরিসংখ্যান পদ্ধতি।
বর্তমানে স্থানীয় সরকার অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম কোনটি?
উত্তর : মনোবিজ্ঞান অধ্যয়ন পদ্ধতি।
স্থানীয় জনগণের মানসিক অবস্থা মূল্যায়ন করে স্থানীয় সরকার অধ্যয়ন শুরু করে কোন পদ্ধতি?
উত্তর : আচরণবাদ পদ্ধতি ।
মনস্তাত্ত্বিক পদ্ধতিকে অন্য কী নামে অভিহিত করা হয়?
উত্তর : আচরণগত পদ্ধতি ।
আচরণগত পদ্ধতির অন্যতম ও শক্তিশালী প্রবক্তা কে?
উত্তর : হার্বার্ট এ. সাইমন।
এরিস্টটল রাজনীতি অধ্যয়নে কোন পদ্ধতি ব্যবহার করেন?
উত্তর : তুলনামূলক পদ্ধতি।
আচরণবাদ পদ্ধতিটি প্রথমে কে ব্যবহার করেন?
উত্তর : জে. বি. ওয়াটসন।
কাঠামো কার্যগত পদ্ধতির প্রবর্তক কে?
উত্তর : জি. এ. অ্যালমন্ড।
ব্যবস্থা তত্ত্ব পদ্ধতির প্রবর্তক কে?
উত্তর : ডেভিড ইস্টন।
আচরণবাদ পদ্ধতির বিচরণ ভূমি বলা হয় কোন দেশকে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রকে।
স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির দুটি আধুনিক পদ্ধতি লিখ।
উত্তর : ১. মনোবিজ্ঞান পদ্ধতি; ২. পরিসংখ্যান পদ্ধতি।
স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির দুটি গতানুগতিক পদ্ধতির নাম লেখ।
উত্তর : ১. ঐতিহাসিক পদ্ধতি; ২. দার্শনিক পদ্ধতি।
স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির আধুনিক পদ্ধতির ১টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : গতিশীল ও পরিবর্তনশীল।
গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির একটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : বর্ণনামূলক ।
স্থানীয় সরকার ব্যবস্থার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Local Government.
খ-বিভাগ
প্রশ্ন॥১॥স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিগুলোর নাম লিখ।
প্ৰশ্ন৷৷২৷৷স্থানীয় সরকার অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতি বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷৩৷৷স্থানীয় সরকার অধ্যয়নে তুলনামূলক পদ্ধতি বর্ণনা কর।
প্রশ্ন॥৪॥স্থানীয় সরকার অধ্যয়নে আচরণগত পদ্ধতি বর্ণনা কর।
প্ৰশ্ন৷॥৫॥স্থানীয় সরকার অধ্যয়নে দুটি আধুনিক পদ্ধতি লিখ ।
প্ৰশ্ন৷৬৷ স্থানীয় সরকার অধ্যয়নে দুটি গতানুগতিক পদ্ধতির উলেখ কর।
গ-বিভাগ
প্রশ্ন॥১॥অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের গুরুত্ব লিখ।
প্রশ্ন॥২॥স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৩॥স্থানীয় সরকার অধ্যয়নে গতানুগতিক পদ্ধতিগুলো উলেখ কর।
প্রশ্ন॥৪॥স্থানীয় সরকার অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলো উলেখ কর।