প্রথম অধ্যায়, মুসলিম দর্শন : এর উৎসসমূহ, প্রকৃতি ও পরিধি

ক-বিভাগ

আল্লাহতায়ালার সৃষ্ট প্রথম মানুষ ও নবীর নাম কী?
উত্তর : আল্লাহতায়ালার সৃষ্ট প্রথম মানুষ ও নবীর নাম হযরত আদম (আঃ)।
কারা আল্লাহর একত্ববাদ প্রচার করেছেন?
উত্তর : নবী রাসূলেরা আল্লাহর একত্ববাদ প্রচার করেছেন।
কে আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্যই আদিষ্ট হয়েছিলেন?
উত্তর : ঈসা (আ) আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্যই আদিষ্ট হয়েছিলেন।
ঈসা (আ) এর অনুসারীরা কালক্রমে আল্লাহকে তিন ভাগে ভাগ করে, তার নামগুলো লিখ?
উত্তর : ঈসা (আ) এর অনুসারীরা কালক্রমে আল্লাহকে তিন ভাগে ভাগ করে, তার নামগুলো হলো : ১. আল্লাহ পিতা ২. আল্লাহ পুত্র এবং ৩. আল্লাহ পবিত্র আত্মা।
কোন নবী আল্লাহর পুত্রে উন্নীত হয়?
উত্তর : নবী ঈসা (আ) আল্লাহর পুত্রে উন্নীত হয়।
কাবা গৃহ নির্মাণ করেছিলেন কে?
উত্তর : কাবা গৃহ নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম (আঃ)।
তাওহীদ অর্থ কী?
উত্তর : তাওহীদ অর্থ হলো আল্লাহর একত্ববাদ।
তাওহীদের মর্মকথা কী?
উত্তর : জীবনে মরণে, সুদিনে দুর্দিনে, বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রাব্বুল আলামিন আল্লাহর উপর নির্ভরতা বা আনুগত্যই হলো তাওহীদের মর্মকথা।
‘লা ইলাহা ইলালাহু’ এর অর্থ কী?
উত্তর : ‘লা ইলাহা ইলালাহু’ এর অর্থ হলো এক আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই।
নভোমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুই কার সৃষ্টি?
উত্তর : নভোমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুই আল্লাহর সৃষ্টি।
কুরআন শরিফের কোন সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের সুন্দর অভিব্যক্তি ঘটেছে?
উত্তর : কুরআন শরিফের সূরা এখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদের সুন্দর অভিব্যক্তি ঘটেছে।
মাওলানা আব্দুল জব্বার সিদ্দিকী তাঁর কোন গ্রন্থে অত্যন্ত কবিত্বপূর্ণ ভাষায় তাওহীদের স্বরূপ উদঘাটিত করেছেন?
উত্তর : মাওলানা আব্দুল জব্বার সিদ্দিকী তাঁর ‘তাওহীদের মর্মবাণী’ গ্রন্থে অত্যন্ত কবিত্বপূর্ণ ভাষায় তৌহিদের স্বরূপ উদ্ঘাটিত করেছেন।
আল্লাহ ব্যতীত অন্য কোন শক্তির উপাসনা ইসলামে কী নামে পরিচিত?
উত্তর : আল্লাহ ব্যতীত অন্য কোন শক্তির উপাসনা করা ইসলামে শিরক নামে পরিচিত।
সৃষ্টির শ্রেষ্ঠ জীব কে?
উত্তর : সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ ।
তাওহীদের শিক্ষা কী?
উত্তর : পৃথিবীর কোন শক্তির উপর নতি স্বীকার না করে আত্মার সীমাহীন সম্ভাবনার বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের
বুকে মানুষ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। এটাই তাওহীদের শিক্ষা।
মানব সমাজ বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীতে বিভক্ত হয়ে পড়লেও মানুষ কার বংশধর?
উত্তর : মানব সমাজ বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীতে বিভক্ত হয়ে পড়লেও মানুষ এক আদমেরই বংশধর।
‘রহমান’ অর্থ কী?
উত্তর : ‘রহমান’ অর্থ হলো দাতা।
‘রহিম’ অর্থ কী?
উত্তর : ‘রহিম’ অর্থ হলো দয়ালু।
· দ্যুলোক-ভূলোকে যা কিছু আছে তা কার?
উত্তর : দ্যুলোক-ভূলোকে যা কিছু আছে তা আল্লাহর।
সর্বজ্ঞাতা কে?
উত্তর : সর্বজ্ঞাতা হতেন আল্লাহর।
বিশ্বভুবনের সর্বময়কর্তা কে?
উত্তর : বিশ্বভুবনের সর্বময়কর্তা হলেন আল্লাহ।
কুরআনের প্রথম সূরার নাম কী?
উত্তর : কুরআনের প্রথম সূরার নাম হলো ‘সূরা ফাতিহা’ ।
আল্লাহর কতটি সেফাতি গুণ তাঁর কার্যপদ্ধতি ও প্রকৃতির পরিচায়ক?
উত্তর : আল্লাহর নিরানব্বইটি সেফাতি গুণ তার কার্যপদ্ধতি ও প্রকৃতির পরিচায়ক।
আল্লাহ অস্তিত্ব প্রমাণের চারটি যুক্তির নাম লিখ।
উত্তর : আল্লাহ অস্তিত্ব প্রমাণের চারটি যুক্তির নাম হলো : ১. বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তি ২. উদ্দেশ্যবাদ বিষয়ক যুক্তি ৩.
তত্ত্ব বিষয়ক যুক্তি এবং ৪. নৈতিক যুক্তি।
কুরআন শরিফ আল্লাহর অস্তিত্বের সপক্ষে তিন শ্রেণীর অভিজ্ঞতাভিত্তিক প্রমাণ এর নাম লিখ।
উত্তর : কুরআন শরিফ আল্লাহর অস্তিত্বের সপক্ষে তিন শ্রেণীর অভিজ্ঞতাভিত্তিক প্রমাণ এর নাম হলো : ১. অভিজ্ঞতাভিত্তিক প্রমাণ ২. আত্মিক চেতনাভিত্তিক প্রমাণ এবং ৩. প্রত্যাদেশভিত্তিক প্রমাণ।
আরবি ‘রব’ কথাটি বাংলায় কী অর্থে অনূদিত হয়েছে?
উত্তর : আরবি ‘রব’ কথাটি বাংলায় প্রতিপালক অর্থে অনূদিত হয়েছে?
মানুষের আত্মিক চেতনা কার অস্তিত্ব ঘোষণা করে?
উত্তর: মানুষের আত্মিক চেতনা আল্লাহর অস্তিত্ব ঘোষণা করে।
আল্লাহ আসমান ও জমিন কয়দিনে সৃষ্টি করেছেন?
উত্তর : আল্লাহ আসমান ও জমিন ছয় দিনের মধ্যে সৃষ্টি করেছেন?
অদৃশ্য ও অপ্রকাশ্য বস্তুসমূহের জ্ঞাতা কে?
উত্তর : অদৃশ্য ও অপ্রকাশ্য বস্তুসমূহের জ্ঞাতা হলো আল্লাহ।
মানুষকে ‘আশরাফুল মখলুকাত’ হিসেবে সৃষ্টি করেছেন কে?
উত্তর : মানুষকে ‘আশরাফুল মখলুকাত’ হিসেবে সৃষ্টি করেছেন ‘আল্লাহ’ ।
মানুষ কার খলিফা বা প্রতিনিধি?
উত্তর : মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি।
কুরআন নাজিল হয়েছিল কার উপরে?
উত্তর : কুরআন নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ (স) এর উপরে।
কে নিরক্ষর ছিলেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স) ছিলেন নিরক্ষর।
প্রত্যেক যুগে প্রত্যেক দেশে, প্রত্যেক মানবগোষ্ঠীর মধ্যে বারংবার কী আবর্তিত হয়েছে?
উত্তর : প্রত্যেক যুগে, প্রত্যেক দেশে, প্রত্যেক মানবগোষ্ঠীর মধ্যে বারংবার সার্বজনীন জীবনজিজ্ঞাসা আবর্তিত হয়েছে।
বিশ্বের অন্যান্য জাতির ন্যায় মুসলমান জাতিও কোন জিজ্ঞাসা দ্বারা আন্দোলিত হয়েছে?
উত্তর : বিশ্বের অন্যান্য জাতির ন্যায় মুসলমান জাতিও সার্বজনীন জীবনজিজ্ঞাসা দ্বারা আন্দোলিত হয়েছে?
কোন দর্শন মুসলমান জাতির চিন্তাধারার দর্শন?
উত্তর : মুসলিম দর্শন মুসলমান জাতির চিন্তাধারার দর্শন।
জীবন ও জগতের সমস্যাবলি সম্পর্কে যে আলোচনা করেছেন, তা কোন দর্শন নামে পরিচিত?
উত্তর : জীবন ও জগতের সমস্যাবলি সম্পর্কে যে আলোচনা করেছেন, তা মুসলিম দর্শন নামে পরিচিত।
কুরআন শরিফ কার কালাম?
উত্তর : কুরআন শরিফ আল্লাহর কালাম।
হাদিস শরিফ কার আচরণ ও নির্দেশাবলি?
উত্তর : হাদিস শরিফ হযরত মুহাম্মদ (স) এর আচরণ ও নির্দেশাবলি ।
কুরআন শরিফ বিশ্বাসী মানুষ কিসের দিশারি?
উত্তর : কুরআন শরিফ বিশ্বাসী মানুষ আলোর পথের দিশারি।
কোন গ্রন্থ মানবের আঁধার পথের ধ্রুবতারা?
উত্তর : পবিত্র কুরআন শরিফ মানবের আঁধার পথের ধ্রুবতারা।
কার জীবদ্দশাতেই মুসলিম দর্শনের সূত্রপাত হয়?
উত্তর : হযরতের জীবদ্দশাতেই মুসলিম দর্শনের সূত্রপাত হয়।
হযরত মুহাম্মদ (স) এর মৃত্যুর পর খলিফা পদে কে নিযুক্ত হন?
উত্তর : হযরত মুহাম্মদ (স) এর মৃত্যুর পর খলিফা পদে নিযুক্ত হন আবুবকর (রা)।
মধ্যপন্থা অবলম্বন করে কোন ধর্ম?
উত্তর : মধ্যপন্থা অবলম্বন করে ইসলাম ধর্ম।
ধর্মভিত্তিক জীবনবোধ থেকে মুসলমানদের মধ্যে কোন চিন্তার সূত্রপাত ঘটে?
উত্তর : ধর্মভিত্তিক জীবনবোধ থেকে মুসলমানদের মধ্যে স্বাধীন চিন্তার সূত্রপাত ঘটে।
বাইরের প্রভাব থেকে কোন দর্শনের উৎপত্তি ঘটে নি?
উত্তর : বাইরের প্রভাব থেকে মুসলিম দর্শনের উৎপত্তি ঘটে নি।
মানবের ইচ্ছার স্বাধীনতা প্রচার করে মানুষের স্বচ্ছ জীবন বোধকে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন কারা?
উত্তর : মানবের ইচ্ছার স্বাধীনতা প্রচার করে মানুষের স্বচ্ছ জীবন বোধকে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন কাদারিয়া চিন্তাবিদরা।
‘কিতাবুল মিলান ওয়ান নিহাল-গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘কিতাবুল মিলান ওয়ান নিহাল’ গ্রন্থের রচয়িতা হলেন আবদুল করিম শাহরিস্তানী।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥মুসলিম দর্শন বলতে কী বুঝায়?
প্রশ্ন॥২॥মুসলিম ধর্মতত্ত্ব বলতে কী বুঝ?
প্রশ্ন।৩।মুসলিম দর্শনের স্বরূপ বলতে কী বুঝ?
প্রশ্ন।।৪।মুসলিম দর্শনের পরিধি ও বিষয়বস্তু সংক্ষেপে লেখ।
প্রশ্ন।৫।মুসলিম দর্শনের গুরুত্ব কী?
প্রশ্ন।৬।মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস বলতে কী বুঝ?
প্রশ্ন॥৭॥মুসলিম দর্শনের বাহ্যিক উৎস বলতে কী বুঝ?
প্রশ্ন।৮।মুসলিম দর্শনে ভারতীয় প্রভাব বলতে কী বুঝ?
প্রশ্ন।৯।মুসলিম দর্শনে গ্রিক দর্শনের প্রভাব কতটুকু? সংক্ষেপে লিখ।
প্ৰশ্ন৷১০৷ মুসলিম দর্শনে পারস্যের প্রভাব বলতে কী বুঝ?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥মুসলিম দর্শনের প্রকৃতি আলোচনা কর ।
প্রশ্ন।২।মুসলিম দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
প্রশ্ন।৩।মুসলিম দর্শনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
প্রশ্ন।৪।মুসলিম দর্শনের ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা কর ও মন্তব্য দাও।
প্রশ্ন।৫।মুসলিম দর্শন পাঠের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।৬।মুসলিম দর্শনের উৎসসমূহ আলোচনা কর ।
প্রশ্ন।৭।মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসসমূহ আলোচনা কর ।
প্রশ্ন।৮।মুসলিম দর্শনের বাহ্যিক উৎসসমূহ আলোচনা কর।