ক-বিভাগ
ভারতীয় দর্শনের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ভারতীয় দর্শনের ইংরেজি প্রতিশব্দ হলো ‘Indian Philosophy’.
ভারতীয় দর্শন কী?
উত্তর : সাধারণত ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষের সমগ্র তত্ত্বচিন্তাকেই বুঝায়।
“প্রাচীন যুগ হতে অদ্যাবধি ভারতবর্ষের হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক প্রভৃতি সর্বশ্রেণীর চিন্তাবিদদের বিভিন্ন
দার্শনিক সমস্যা সম্পর্কে সমস্ত মতবাদই ভারতীয় দর্শন।” এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তর : “প্রাচীন যুগ হতে অদ্যাবধি ভারতবর্ষের হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক প্রভৃতি সর্বশ্রেণীর চিন্তাবিদদের বিভিন্ন দার্শনিক সমস্যা সম্পর্কে সমস্ত মতবাদই ভারতীয় দর্শন।” এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক অর্জুনবিকাশ চৌধুরী ।
“বৈদিক ও অবৈদিক বা বেদবিরোধী, হিন্দু ও অহিন্দু এবং আস্তিক ও নাস্তিক সমস্ত ভারতীয় চিন্তাবিদগণের এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
সম্মিলিত ও সুসংহত জগৎজীবন সম্পর্কে বক্তব্যই ভারতীয় দর্শনরূপে পরিচিত।”
উত্তর : “বৈদিক ও অবৈদিক বা বেদবিরোধী, হিন্দু ও অহিন্দু এবং আস্তিক ও নাস্তিক সমস্ত ভারতীয় চিন্তাবিদগণের এ সংজ্ঞাটি দিয়েছেন ড. সম্মিলিত ও সুসংহত জগৎজীবন সম্পর্কে বক্তব্যই ভারতীয় দর্শনরূপে পরিচিত।”
জগদীশ্বর সার্ন্যাল।
‘An Introduction to Indian Philosophy’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘An Introduction to Indian Philosophy’ গ্রন্থটির লেখক S.C. Chatterjee and D.M. Dutta.
‘A History of Indian Philosophy’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘A History of Indian Philosophy’ গ্রন্থটির লেখক S.N. Dasgupta.
‘A Critical Survey of Indian Philosophy’ গ্রন্থটি কার?
উত্তর : ‘A Critical Survey of Indian Philosophy’ গ্রন্থটি S. D. Sharma এর।
“The Nyaya Theory of Knowledge’ গ্রন্থটি কার?
উত্তর : ‘The Nyaya Theory of Knowledge’ গ্রন্থটি S. C. Chatterjee এর?
‘বুদ্ধ: ধর্ম ও দর্শন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘বুদ্ধ: ধর্ম ও দর্শন’ গ্রন্থের রচয়িতা হলেন নীরুকুমার চাকমা।
‘ভারতীয় দর্শন ও সংস্কৃতি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘ভারতীয় দর্শন ও সংস্কৃতি’ গ্রন্থের রচয়িতা হলেন এম. মতিউর রহমান।
‘ভারতী দর্শন প্রসঙ্গ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘ভারতী দর্শন প্রসঙ্গ’ গ্রন্থের রচয়িতা হলেন মোঃ মাহবুবুর রহমান।
দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Philosophy.
দর্শন শব্দের উৎপত্তি কোন ধাতু থেকে?
উত্তর : দর্শন শব্দের উৎপত্তি ‘দৃশ’ ধাতু থেকে।
‘দৃশ’ অর্থ কী?
উত্তর : ‘দৃশ’ অর্থ হলো দেখা।
স্বজ্ঞা কী?
উত্তর : স্বজ্ঞা হলো বিষয়ের সাক্ষাৎ প্রতীতি।
সাধারণত দর্শন বলতে কী বুঝায়?
উত্তর : সাধারণত দর্শন বলতে বুঝায় সত্যের বিচারমূলক উপলব্ধি।
পাশ্চাত্য দেশে যাকে Philosophy বলা হয় ভারতে তাকে কী বলে?
উত্তর : পাশ্চাত্য দেশে যাকে Philosophy বলা হয় ভারতে তাঁকে দর্শন বলে।
সত্য কাকে বলে।
উত্তর : যে মূল তত্ত্বের সাহায্যে জগৎ ও জীবনের যথাযথ স্বরূপকে জানা যায় এবং ব্যাখ্যা করা যায় তাকে সত্য বলে।
যা জ্ঞাত হলে সব কিছুই জ্ঞাত হয় তাই কী?
উত্তর : যা জ্ঞাত হলে সব কিছুই জ্ঞাত হয় তাই সত্য।
সত্য চর্চাই কাদের কাজ?
উত্তর : সত্য চর্চাই দার্শনিকদের কাজ।
ভারতীয়দের দৃষ্টিতে কে দার্শনিক?
উত্তর : ভারতীয়দের দৃষ্টিতে তিনিই দার্শনিক যার সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হয়েছে, যার তত্ত্ব সাক্ষাৎকার ঘটেছে,
যিনি এই বিশ্বজগতের ও জীবনের স্বরূপ জেনেছেন।
সত্য উপলব্ধির পথে প্রধান অন্তরায় কী?
উত্তর : সত্য উপলব্ধির পথে প্রধান অন্তরায় হলো কেবল চোখে দেখে বা ইন্দ্রিয়জ অভিজ্ঞতার দ্বারা সবসময় সত্যকে জানা যায় না।
বস্তুর কয়টি রূপ আছে ও কী কী?
উত্তর : বস্তুর দুইটি রূপ আছে। যথা : ক. বাহ্যরূপ ও খ. স্বরূপ বা যথার্থ রূপ।
বস্তুর বাহ্যিক রূপকে কী বলা হয়?
উত্তর : বস্তুর বাহ্যিক রূপকে অবভাস বা প্রতিভাস বলা হয় ।
ইংরেজি Philosophy কোন দেশীয় শব্দ থেকে এসেছে?
উত্তর : ইংরেজি Philosophy গ্রিক শব্দ থেকে এসেছে।
গ্রিক Philos অর্থ কী?
উত্তর : গ্রিক Philos অর্থ অনুরাগ।
গ্রিক Sophia শব্দটির অর্থ কী?
উত্তর : গ্রিক Sophia শব্দটির অর্থ জ্ঞান।
Philosophy শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর : Philosophy শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ।
Philosopher বলতে কী বুঝায়?
উত্তর : Philosopher বলতে বুঝায় সেই ব্যক্তিকে যিনি জ্ঞানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী।
দার্শনিক ওয়েবারের (Weber) মতে দর্শন কী?
উত্তর : দার্শনিক ওয়েবারের (Weber) মতে, “দর্শন হলো প্রকৃতির বিষয়ে এক সামগ্রিক দৃষ্টি লাভের অনুসন্ধান,
বস্তুর সার্বিক ব্যাখ্যা দেয়ার প্রচেষ্টা।”
দর্শন বলতে কয়টি বিষয়কে বুঝায় ও কী কী?
উত্তর : দর্শন বলতে দুইটি বিষয়কে বুঝায় । যথা : ক. সত্যের উপলব্ধি এবংখ, সত্য উপলব্ধির উপায়।
ভারতীয় দার্শনিক কিভাবে বাইরের জগৎকে বুঝবার চেষ্টা করেছে?
উত্তর : ভারতীয় দার্শনিক অন্তরসত্তার উপলব্ধির ভিত্তিতে বাইরের জগৎকে বুঝার চেষ্টা করেছে।
‘আত্মানং বিদ্ধি’ কী?
উত্তর : ‘আত্মানং বিদ্ধি’ বা ‘আত্মাকে জান’ হচ্ছে প্রায় সব ভারতীয় দর্শন সম্প্রদায়ের দার্শনিক চিন্তাধারার মূল কথা।
পূর্বপক্ষ কী?
উত্তর : কোন দার্শনিক নিজের মতবাদ প্রতিষ্ঠা করার পূর্বে সর্বপ্রথম প্রতিপক্ষের মতবাদ ব্যক্ত ও ব্যাখ্যা করাকে পূর্বপক্ষ বলে।
উত্তরপক্ষ কাকে বলে?
উত্তর : পূর্বপক্ষের মতবাদ খণ্ডনের পর দার্শনিক যুক্তিতর্কের সহায়তায় নিজ মতবাদ প্রতিষ্ঠা করাকে উত্তরপক্ষ বলে।
ধর্ম কী?
উত্তর : ধর্ম হলো আধ্যাত্মিক সত্যের প্রত্যক্ষ বা সাক্ষাৎ উপলব্ধি যা মানুষকে মোক্ষলাভে সহায়তা করে।
ভারতীয়দের চোখে দর্শন কিসের মূলভিত্তি?
উত্তর : ভারতীয়দের চোখে দর্শন নীতি ও ধর্মের মূলভিত্তি।
কোনটি সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির সূচনা করেছে?
উত্তর : ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধিতির বৈশিষ্ট্য সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির সূচনা করেছে।
বেদ কী?
উত্তর : বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্য।
বেদের মন্ত্রগুলোর কয়টি দিক আছে ও কী কী?
উত্তর : বেদের মন্ত্রগুলোর দুইটি দিক আছে। যথা : ক. জ্ঞানের দিক ওখ. কর্মের দিক।
ভারতীয় দর্শনের বিরুদ্ধে তিনটি অভিযোগ উল্লেখ কর।
উত্তর : ভারতীয় দর্শনের বিরুদ্ধে তিনটি অভিযোগ হলো : ক. ভারতীয় দর্শন বিচার বিযুক্ত দর্শন। খ. ভারতীয় দর্শন দুঃখবাদী এবং গ. ভারতীয় দর্শন শুধু নীতি ও ধর্মে সীমাবদ্ধ।
চার্বাক দর্শনের প্রধান আলোচ্যবিষয় কী?
উত্তর : ইন্দ্রিয়গ্রাহ্য জগৎই চার্বাক দর্শনের প্রধান আলোচ্যবিষয়।
প্রশ্ন॥১॥ভারতীয় দর্শন বলতে কী বুঝ?
প্রশ্ন।২।ভারতীয় দর্শনের স্বরূপ কী?
প্রশ্ন।৩।ভারতীয় দর্শনের বিষয়বস্তু লিখ।
প্রশ্ন॥৪॥পাশ্চাত্য দর্শনের সাথে ভারতীয় দর্শনের পার্থক্য লিখ।
প্রশ্ন।৫।ভারতীয় দর্শনের ক্রমবিকাশ লিখ।
প্রশ্ন॥৬॥ভারতীয় দর্শনে ব্যবহারিক প্রয়োজনবোধ বলতে কী বুঝ?
প্রশ্ন॥৭॥ভারতীয় দর্শনে ধ্যান ও নৈতিক শুচিতা বলতে কী বুঝ?
প্রশ্ন৷৮।আধ্যাত্মিক হিসেবে ভারতীয় দর্শন বলতে কী বুঝ?
প্রশ্ন।৯৷দর্শন সম্পর্কে ভারতীয় দার্শনিকগণের মত মূল্যায়ন কর।
প্রশ্ন।১০।দর্শন, ফিলোসফি ও হিকমত শব্দ তিনটি কি একই অর্থ বহন করে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন।১১।ভারতীয় দর্শনকে কি হিন্দু দর্শন বলা যায়?
প্রশ্ন॥১২।ভারতীয় দর্শনে নৈতিক শৃঙ্খলার অস্তিত্ব বলতে কী বুঝ?
প্রশ্ন।১৩।ভারতীয় দর্শন ও হিন্দু দর্শনের পার্থক্য দেখাও।
প্রশ্ন॥১৪।কর্মবাদ কত প্রকার ও কী কী?
গ-বিভাগ
প্রশ্ন।১।ভারতীয় দর্শন বলতে কী বুঝ? ভারতীয় দর্শনের ক্রমবিকাশ ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২।ভারতীয় দর্শনের প্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন।৩।ভারতীয় দর্শন বলতে কী বুঝ? ভারতীয় দর্শনের পরিধি আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ভারতীয় দর্শন কাকে বলে? পাশ্চাত্য দর্শনের সাথে ভারতীয় দর্শনের পার্থক্য লিখ।