প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বুঝ?
অথবা, প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও ।

উত্তর: ভূমিকা : গণতন্ত্র যদিও জনগণের শাসন, তথাপি জনগণ সর্বদা শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে না। যে কারণে গণতন্ত্রের প্রকৃতি বা জনগণের শাসন কাজে অংশগ্রহণের ভিত্তিতে একে দু’ভাগে ভাগ করা যায়। যথা :

(ক) প্রত্যক্ষ গণতন্ত্র ও
(খ) পরোক্ষ গণতন্ত্র।

প্রত্যক্ষ গণতন্ত্র কি তা নিম্নে আলোচনা করা হলো :

প্রত্যক্ষ গণতন্ত্র (Direct democracy) : প্রত্যক্ষ গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে সরাসরি বা প্রত্যক্ষভাবে জনগণ শাসন কাজে অংশগ্রহণ করে। প্রত্যক্ষ গণতন্ত্র আবার বিশুদ্ধ গণতন্ত্র নামেও পরিচিত। এ ধরনের শাসনব্যবস্থার জনগণ প্রত্যক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে থাকে। নাগরিকগণ কোন নির্দিষ্ট সময়ে বিশেষ কোন স্থানে সমবেত হয়ে আইন প্রণয়ন, রাজস্ব ও বায় নির্ধারণ, সরকারি কর্মচারী নিয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতো। মাঝে মাঝে তারা বিচার ব্যবস্থাও সম্পাদন করতো।

মনীষী বার্নস প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞায় বলেন, “Direct democracy is a democratic form of government is one in which the community as a whole, directly or immediately without agents on representatives perform the function of sovereignty.”

উপসংহার: পরিশেষে বলা যায় যে, আধুনিক জাতীয় রাষ্ট্রসমূহের বিশালায়তন, বিপুল জনসংখ্যা ও জটিল প্রকৃতির নানাবিধ সমস্যার কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।