প্রতিযোগিতা ও দ্বন্দ্বের পার্থক্য আলোচনা কর।

অথবা, প্রতিযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে বৈসাদৃশ্যগুলো উল্লেখ কর।
অথবা, প্রতিযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে নেতিবাচক দিকগুলো লিখ।
অথবা, প্রতিযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে অসাঞ্জস্য লিখ।
উত্তর৷ ভূমিকা : যখন কোন ব্যক্তি নিয়মমাফিকভাবে কোন অভীষ্ট লক্ষ্যে পৌছার চেষ্টা করে তখন ব্যক্তির এরূপ প্রয়াসকে প্রতিযোগিতা বলা হয়। পক্ষান্তরে, ব্যক্তিগত ক্রোধ যখন চরম আকার ধারণ করে তখনই তা দ্বন্দ্বে পরিণত হয়। সেজন্য দ্বন্দ্বে লিপ্ত ব্যক্তিগণ কি প্রকার আচরণ করবে এ সম্পর্কে কোন ধরাবাঁধা নিয়ম নেই। সমাজের বা দলের সর্বক্ষেত্রে প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব বর্তমান।
প্রতিযোগিতা ও দ্বন্দ্বের পার্থক্য : প্রতিযোগিতা ও দ্বন্দ্বের পার্থক্য নিম্নে দেয়া হলো :
এক্ষেত্রে বলা যায় যে, দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার মধ্যে কতকগুলো মূলগত পার্থক্য লক্ষণীয়; যেমন-
১. সমাজজীবনে প্রতিযোগিতার প্রয়োজনীয় ভূমিকা রয়েছে। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তিকে সর্বদা প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে বলা যায় যে, প্রতিযোগিতা চিরস্থায়ী। কিন্তু সামাজিক জীবনে দ্বন্দ্ব
ক্ষণস্থায়ী। কারণ ব্যক্তিগত ক্রোধ যখন চরম আকার ধারণ করে তখন তা দ্বন্দ্বে পরিণত হয়। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আক্রোশ মিটে গেলে দ্বন্দ্বের অবসান ঘটে।
প্রতিযোগিতার মাঝে সহযোগিতা নীরবে নিভৃতে কাজ করে, কিন্তু দ্বন্দ্বের মাঝে তার কোন স্থান নেই। দ্বন্দ্ব হলো নিতান্তই ব্যক্তিকেন্দ্রিক। দ্বন্দ্বের সঙ্গে সর্বদা হিংসার প্রশ্ন জড়িত থাকে।
প্রতিযোগিতার মাধ্যমে সৃজনীশক্তি বিকশিত হবার সুযোগ রয়েছে। কারণ প্রতিযোগীগণ উভয়ই পরিশ্রমের মাধ্যমে স্বীয় লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে। কিন্তু দ্বন্দ্বের মাঝে উত্তেজনা, ক্রোধ, মেজাজের অসামঞ্জস্য ইত্যাদি
ক্রিয়াশীল থাকে । সেজন্য সব সমাজেই দ্বন্দ্ব নিন্দনীয় ও বর্জনীয় বলে বিবেচিত।প্রতিযোগিতায় নিয়মাবলি মানতে হয়। কিন্তু দ্বন্দ্বে লিপ্ত হবার জন্য কোন নিয়মাবলি নেই।
প্রতিযোগিতার লক্ষ্যে পৌঁছার কৌশল থাকে। অন্যদিকে, দ্বন্দ্বের কোন সুনির্দিষ্ট কৌশল নেই
প্রতিযোগিতায় হিংসা বা বৈরিতা নেই। কিন্তু দ্বন্দ্বে এগুলো রয়েছে। প্রতিযোগিতার সামাজিক সমর্থন ও স্বীকৃতি রয়েছে। কিন্তু দ্বন্দ্বের তা নেই । প্রতিযোগিতার ইতিবাচক ফল বেশি। দ্বন্দ্বের নেতিবাচক দিক বেশি।
প্রতিযোগিতা সমাজ বা দলের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু দ্বন্দ্বে স্বাভাবিকতা নেই প্রতিযোগিতা একটি অসন্তোষ প্রক্রিয়া। দ্বন্দ্ব সচেতন প্রক্রিয়া ।
প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীর বিরোধিতা করা হয় না। অন্যদিকে, দ্বন্দ্বে প্রতিপক্ষের বিরোধিতা করা হয়।
প্রতিযোগিতা ও সহযোগিতা পাশাপাশি অবস্থান করে। কিন্তু দ্বন্দ্ব সহযোগিতাকে শেষ করে দেয়।
উপসংহার : ম্যাকাইভার প্রতিযোগিতাকে পরোক্ষ দ্বন্দ্ব বলে আখ্যায়িত করেছেন। কিংসলে ডেভিস প্রতিযোগিতাকে সংশোধিত আকারে বিরোধ বলে বর্ণনা করেছেন। প্রতিযোগিতার ন্যায় দ্বন্দ্বও একটি মৌলিক মানবিক ও সামাজিক বৈশিষ্ট্য। এ দু’য়ের মাঝে ভেদরেখা খুব সুস্পষ্ট নয় বলা চলে। কারণ প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব উভয়েরই প্রকৃতি হলো
বিরোধী পক্ষকে ঘায়েল করা।