প্রতিযোগিতার ধরনগুলো তুলে ধর।

অথবা, প্রতিযোগিতার প্রকারভেদগুলো লিখ।
অথবা, প্রতিযোগিতার শ্রেণিবিভাগ লিখ।
অথবা, প্রতিযোগিতার প্রকৃতি তুলে ধর।
উত্তর : প্রতিযোগিতা হলো সামাজিক প্রতিদ্বন্দ্বিতার একটি মৌলিক রূপ। কোন একটি বিশেষ উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে প্রতিযোগিতার সূত্রপাত হতে পারে। কেননা মানুষের চাহিদার তুলনায় তার যোগান সীমিত হলেই সমাজে এই প্রতিযোগিতা জাগতিক দ্রব্য, ক্ষমতা, সামাজিক মর্যাদা, খ্যাতি প্রভৃতিকে কেন্দ্র করে দেখা দেয়।
প্রতিযোগিতার প্রকারভেদ : সমাজবিজ্ঞানী গিলিন ও গিলিনের মতে, মানুষ সজ্ঞানে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে না। কিন্তু সকল প্রকার প্রতিযোগিতাই মানুষের অজ্ঞাতসারে সংঘটিত হয় না। সেজন্য তিনি প্রতিযোগিতার দুটি দিকের উল্লেখ করেন। প্রথমত, প্রতিযোগিতা ব্যক্তিগত (Personal); দ্বিতীয়ত, প্রতিযোগিতা নৈর্ব্যক্তিক (Impersonal)। ব্যক্তিগত প্রতিযোগিতা ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। ব্যক্তিগত প্রতিযোগিতার সৃষ্টি হয় প্রভুত্ব লাভের প্রত্যাশায় বা কোন ব্যবসায় সংক্রান্ত অথবা ক্ষমতা লাভের পরিপ্রেক্ষিতে। কিন্তু নৈর্ব্যক্তিক প্রতিযোগিতা গোষ্ঠীর মাধ্যমে বিরাজ করে। তাছাড়া প্রতিযোগিতার প্রকারভেদগুলোর মধ্যে নিম্নলিখিতগুলো উল্লেখযোগ্য :
১. অর্থনৈতিক প্রতিযোগিতা (Economic competition) : অনেকের মতে, অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমেই সমাজে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা লাভ করা যায়। আধুনিক সমাজে মানুষ ভোগ্যবস্তুকে ভিত্তি করে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। সেজন্য মানুষ নানাবিধ কর্মে নিয়োজিত।
২. সামাজিক প্রতিযোগিতা (Social competition) : সামাজিক জীবনে ব্যক্তির মর্যাদা লাভের জন্য প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। এর কারণ হলো সমাজে নিজের প্রাধান্য রেখে কর্তৃত্ব করা বা সমাজে গুরুত্বপূর্ণ মর্যাদার আসন লাভ করা।
৩. সাংস্কৃতিক প্রতিযোগিতা (Cultural competition) : পৃথিবীর সর্বত্র সাংস্কৃতিক ধরন এক নয়। সাংস্কৃতিক ধরনের বিভিন্নতাহেতু বিভিন্ন সংস্কৃতির মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা দেখা যায়। উদাহরণস্বরূপ, প্রাচ্য এবং পাশ্চাত্যের
মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার কথা বলা যায়।
৪. রাজনৈতিক প্রতিযোগিতা (Political competition) : রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা আজ বিশেষভাবে প্রত্যেক রাষ্ট্রেই লক্ষ্য করা যাচ্ছে। এই প্রতিযোগিতা একটি রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।