অথবা, প্রতিবেশ বলতে কী বুঝ?
অথবা, প্রতিবেশের সংজ্ঞা দাও।
অথবা, প্রতিবেশ কাকে বলে?
অথবা, প্রতিবেশের প্রামাণ্য সংজ্ঞা তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : সভ্যতার অগ্রগতিতে শিল্পায়ন ও নগরায়ণের প্রেক্ষাপটে দেখা দিয়েছে কিছু মারাত্মক পরিবেশগত ঝুঁকি। যা চিন্তাবিদ ও প্রতিটি সচেতন মানুষকে ভাবিয়ে তুলেছে, এ ভাবনার ফলশ্রুতিতে Ecology বা প্রতিবেশ সংক্রান্ত আলোচনার সূত্রপাত হয়েছে। প্রত্যেকটি প্রাণীর সার্বিক সুস্থ ও নিরাপদ জীবনযাপন তার প্রতিবেশের যথার্থতার উপর নির্ভর করে। সমাজকর্মীরা যেহেতু মানুষের কল্যাণময় জীবন প্রতিষ্ঠায় কাজ করে, তাই এক্ষেত্রে প্রতিবেশ বিষয়টির অধ্যয়ন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
প্রতিবেশ : গ্রিক শব্দ Oikos থেকে মূলত Ecology (প্রতিবেশ) শব্দটি এসেছে। ১৮৬৯ সালে Ernest Hackel নামক একজন জীববিজ্ঞানী জীবজগৎ ও প্রাণিজগতের সম্পর্কের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে Ecology শব্দটি ব্যবহার করেন। সাধারণভাবে বলা যায়, প্রতিবেশ হলো পরিবেশের সাথে প্রাণিজগতের আন্তঃসম্পর্ক। অন্যভাবে বলা যায় যে, Ecology বা প্রতিবেশ হলো এমন একটি আন্তঃসম্পর্ক যা দ্বারা জীবজগৎ এবং পরিবেশের মধ্যে ভারসাম্য সূচিত হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রতিবেশ সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকটি সংজ্ঞা
প্রদান করা হলো : সমাজকর্ম অভিধান অনুযায়ী, “পরিবেশ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান অধ্যয়ন করে তাই প্রতিবেশ।”
উইলিয়াম পি. স্কট (William P. Scott) বলেন, “প্রতিবেশ হলো নির্দিষ্ট পরিবেশে বসবাসরত জীবজগতের মধ্যকার পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন এবং সেগুলো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্যবিধান এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের অধ্যয়ন।
চার্লস জে. স্মেলসার (Charles J. Smelser) এর মতে, “জীবসমূহের বণ্টন ও প্রাচুর্য নিয়ন্ত্রণকারী মিথস্ক্রিয়াদি সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা ও অধ্যয়নই প্রতিবেশ বিজ্ঞান।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, প্রতিবেশ হলো এমন একটি বিজ্ঞান যা প্রাণী এবং প্রাণিজগৎ বিশেষত মানুষের সাথে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সম্পর্ক আলোচনা করে। এটি এমন একটি জ্ঞানের শাখা যার মাধ্যমে জীবজগৎ সম্পর্কে ধারণা ও ব্যাখ্যা প্রদান করা যায়। তাই একথাও বলা যায়, যে বিজ্ঞান ব্যক্তি, দল, সমষ্টি এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশ (Physical and Social)। ভৌগোলিক অবস্থান প্রভৃতির মধ্যকার পারস্পরিক আন্তঃসম্পর্ক সামাজিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তাকে Ecology বা প্রতিবেশ বলে।