অথবা, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক প্রণীত পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীর আচরণের ক্ষেত্রে মানদণ্ড বা নীতিমালা লিখ।
অথবা, পেশাদার ব্যক্তি হিসেবে মাঠকর্মীর আচরণের ক্ষেত্রে মানদণ্ড তুলে ধর।
উত্তর।৷ ভূমিকা : প্রত্যেক পেশারই পেশাদার ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণের জন্য কতকগুলো সুনির্দিষ্ট নৈতিক মানদণ্ড রয়েছে । সমাজকর্মের ক্ষেত্রেও তেমনি কতকগুলো নৈতিক মানদণ্ড রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব মানদণ্ডগুলো অনুসরণ করেই সমাজকর্মীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয় ।
পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীর আচরণের ক্ষেত্রে মানদণ্ড বা নীতিমালাসমূহ
সমাজকর্মে নৈতিক মানদণ্ডগুলো (Code of Ethics) ১৯৬৭, ১৯৭৯ ও ১৯৯৯ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতির প্রতিনিধিসভার অধিবেশনে কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত হয়। নিম্নে এ পরিবর্ধিত ও পরিমার্জিত মানদণ্ডগুলো উল্লেখ করা হলো :
১. পেশাদার সমাজকর্মী হিসেবে সমাজকর্মীকে ব্যক্তিগত পর্যায়ে উত্তম আচরণ প্রদর্শন ও ভালো সম্পর্ক বজায় রাখতে হবে । (The social worker should maintain high standards of personal conduct in the capacity or indentity as professional social worker.)
২. দক্ষতা ও নৈতিকতার সাথে পেশাগত অনুশীলন এবং পেশাগত কার্যাবলি সম্পাদনে সমাজকর্মীকে সচেষ্ট থাকতে হবে (The social worker should strive to become and remain proficient in professional practice and the performance of professional functions) ।
৩. সমাজকর্ম পেশার সেবা প্রদান বা ভূমিকা পালনকে সমাজকর্মীর মুখ্য ও প্রাথমিক কর্তব্য বলে বিবেচনা করতে হবে (The social worker should regar as primary the service obligation of the social work profession.)
৪. সর্বোচ্চ মানের পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রেখে সমাজকর্মীকে কাজ করতে হবে। (The social worker should act in accordance with the highest standards or professional integrity and impartiality.)
৫. অভিজ্ঞদের তত্ত্বাবধানে সমাজকর্মীগণ অধ্যয়ন ও গবেষণা করবেন। (The social worker engaged in study and research should be led by the conventions of scholarly inquiry.)
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীকে আচরণের ক্ষেত্রে উপরিউক্ত মানদণ্ড বা নীতিমালাসমূহ মেনে চলতে হয়। উপরিউক্ত মানদণ্ড বা নীতিমালাসমূহ মেনে চলতে ব্যর্থ হলে পেশাদার সমাজকর্মী সমাজকর্ম অনুশীলন করতে ব্যর্থ হবেন।