অথবা, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে বৈসাদৃশ্যগুলো তুলে ধর।
উত্তর: পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বেশি। অর্থাৎ এ বাজার দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী। নিম্নে বিভিন্ন দৃষ্টি কোন থেকে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য করা হল-
১. সংজ্ঞা: যে দ্রব্যের বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে পূর্ণ দর কষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় হয়, তাকে পূর্ণ প্রতিযোগিতা বাজার বলে। পক্ষান্তরে, একটি পণ্যের উৎপাদন তথা বিক্রয়ের ক্ষেত্রে একটি উৎপাদন প্রতিষ্ঠানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে তাকে একচেটিয়া বাজার বলে।
২. ক্রেতা ও বিক্রেতার সংখ্যাঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্যা ক্রেতা-বিক্রেতা থাকে। অপরদিকে,
একচেটিয়া বাজারে বিক্রেতার সংখ্যা এক এবং ক্রেতার সংখ্যা অনেক।
৩. দাম নির্ধারণঃ পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্যা ক্রেতা বিক্রেতার চাহিদা ও যোগানের সমন্বয়ে দ্রব্যের দাম নির্ধারিত হয়। পক্ষান্তরে, একচেটিয়া কারবারে নিজেই দাম নির্ধারণ করে।
৪. উপকরণের গতিশীলতাঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের সকল উপকরণ পূর্ণ গতিশীলতা বলে ধরে নেওয়া হয়। কিন্তু, একচেটিয়া বাজারে উপকরণসমূহ সম্পূর্ণ গতিশীল নয়।
৫. একচেটিয়া ক্ষমতা: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন ফার্মের একচেটিয়া ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। পক্ষান্তরে, একচেটিয়া বাজারে একচেটিয়া ক্ষমতা ব্যবহারের সুযোগ আছে।
৬. প্রবেশ ও প্রস্থানঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে কোন ফার্মসমূহ অবাধে শিল্পে প্রবেশ ও প্রস্থান করতে পারে। কিন্তু একচেটিয়া বাজার প্রতিযোগী কোন ফার্ম প্রবেশ করতে পারে না।
৭. চাহিদা রেখা : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। পক্ষান্তরে একচেটিয়া বাজারে ফার্মের চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়।
৮. মুনাফাঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে কোন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করলেও দীর্ঘকালে সকল ফার্মই কেবল স্বাভাবিক মূনাফা ভোগ করে। পক্ষান্তরে, একচেটিয়া বাজারে দীর্ঘকালেও কোন ফার্ম অস্বাভাবিক মুনাফা ভোগ করে।
৯. ভারসাম্য শর্তঃ পূর্ণপ্রতিযোগিতার ফার্মের ভারসাম্য শর্ত হচ্ছে P = MR = MC। কিন্তু একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য শর্ত হচ্ছে P> MR = MC
১০. বিক্রয় খরচঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারে বিজ্ঞাপন খরচ আছে। অপরদিকে, একচেটিয়া বাজারে বিজ্ঞাপন খরচ নেই।
১১. শিল্প কাঠামো: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্যা ফার্ম নিয়ে শিল্প গঠিত হয়। এবং একচেটিয়া বাজারে একটি ফার্মই শিল্পে রূপান্তরিত হয়।
১২. সরকারি নিয়ন্ত্রণঃ সরকার অনেক সময় জনসার্থে একচেটিয়া বাজারের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এ বাজারে সরকার কর্তৃক দাম নিয়ন্ত্রণের উপায় নেই, প্রয়োজনও নেই।
১৩. যোগান রেখাঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখা পাওয়া যায়। কিন্তু, একচেটিয়া বাজারে কোন যোগান রেখা পাওয়া যায় না।
১৪. প্রাধান্যঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার প্রাধান্য বেশি। একচেটিয়া বাজারে বিক্রেতার প্রাধান্য বেশি।
১৫. বাস্তবতাঃ বাস্তবক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখতে পাওয়া যায়। কিন্তু একচেটিয়া বাজার দেখা যায় না।
১৬. দাম বৈশিষ্ট্যঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বিভিন্ন বাজারে একই দামে দ্রব্য বিক্রয় করতে বাধ্য থাকে। কিন্তু একচেটিয়া বিভিন্ন বাজারে বিভিন্ন দাম ধার্য করতে পারে।
১৭. প্রভাব: এ বাজারে ক্রেতা এবং বিক্রেতা কেউই দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। পক্ষান্ত রে একচেটিয়া বাজারে বিক্রেতা দামের উপর প্রভাব বিস্তার করতে পারে।