পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের Shut down Point বা উৎপাদন বন্ধের বিন্দু নির্দেশ করে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, Shut down Point কি?

উত্তর : ভূমিকা : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন কার্য চালিয়ে যেতে পারে। অথবা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিতে পারে।

উৎপাদন বন্ধের সিদ্ধান্ত। যতক্ষণ পর্যন্ত AR বা দামের মধ্যে গড় পরিবর্তনীয় খরচের (AVC) সাথে গড় স্থির খরচের (APC) কিছু অংশ অন্ততঃ উঠে আসে ততক্ষণ পর্যন্ত ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে। যদি AR বা দামের মধ্যে শুধু AVC উঠে আসে কিন্তু AFC এর কিছুই উঠে আসেনা সে অবস্থায় ফার্ম উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এ অবস্থাটিকে ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু বা Shut down Point বলা হয়। চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ নিম্নের লোকসানের সীমা ও Shut down Point আলোচনা করা হল।

চিত্রে, OX অক্ষে উৎপাদনের পরিমাণ ও OY অক্ষে দাম, আয় ও খরচ ধরা হয়েছে।

SAC ও SMC ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক খরচ নির্দেশ করে।

AVC রেখা ফার্মের গড় পরিবর্তনীয় খরচ নির্দেশ করে।

বাজার দাম OP: = AR: MR₂ হলে ফার্ম A বিন্দুতে লোকসান স্বীকার করে ও OM: পরিমাণ উৎপাদন করবে। কিন্তু দাম P, হলে B বিন্দুতে শুধু AVC উঠে আসে। AFC উঠে আসে না। সুতরাং, B হল shut down Point. সেখানে, P = AVC = SMC= AR₁ = MR, <SAC বিন্দুতে কিংবা B বিন্দুর নিচে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে।

চিত্র অনুযায়ী OP, দামে OM, পরিমাণ উৎপাদন করলে ফার্মের মোট ক্ষতি হচ্ছে- P₂ AT P₁ এলাকা। আবার, ফার্ম উৎপাদন বন্ধ করে দিলে তার ক্ষতি হবে সম্পূর্ণ স্থির খরচ (FCC) তথা P. QT P, এলাকা। যেহেতু P, QIT P> P AT P₁। সেহেতু ফার্ম উৎপাদন করাই যৌক্তিক মনে করে।

উপসংহার: তবে দাম যদি AVC রেখার বা P. এর নিচে নেমে যায় তাহলে ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে। যে বিন্দুতে ফার্ম উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে shout down Point বা উৎপাদন বন্ধের বিন্দু বলে। তখন P = AVC হয়।