অথবা, পূর্ণ প্রতিযোগিতা কি?
উত্তর: যে দ্রব্যের বাজারে বহুসংখ্যাক ক্রেতা ও বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে পূর্ণ দর কষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।
নিম্নে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুটি সংজ্ঞা প্রদান করা হল:
১. অধ্যাপক স্যামুয়েলসন বলেন, “পূর্ণ প্রতিযোগিতা বলতে আমরা বাজারের এমন এক ব্যবস্থাকে বুঝি যেখানে কোন ফার্ম, কোন ব্যবসায়ী, কোন কৃষক বা কোন শ্রমিক বাজারের এত ছোট অংশ দখল করে থাকে যে, তাদের কর্মের দ্বারা বাজার দাম প্রভাবান্বিত হয় না।”
২. মিসেস জোয়ান রবিনসন বলেন, “কোন পণ্য বাজারে প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক হলে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।”
উপসংহারঃ পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কাঠামো এরূপ বাজারকে বুঝায়, যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণমাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে সদৃশ দ্রব্য সামগ্রি নিয়ে নিজেদের মধ্যে ক্রয়-বিক্রয় সম্পন্ন করে এবং ক্রেতা ও বিক্রেতা কেউই নিজস্ব কার্যকলাপের মাধ্যমে বাজার দামকে প্রভাবিত করতে পারে না।