অথবা, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান ব্যাখ্যা কর।
অথবা, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান তুলে ধর।
অথবা, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান বর্ণনা কর।
অথবা, পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীর প্রকৃতি উল্লেখ কর।
অথবা, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর বাস্তব চিত্র উল্লেখ কর।
অথবা, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান মূল্যায়ন কর।
উত্তর৷ ভূমিকা : পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী গৃহচারী, সেবাদাসী, পরজীবী এবং সন্তান উৎপাদনের যন্ত্র বিশেষ। নারীর স্বাভাবিক বুদ্ধিবৃত্তির বিকাশের সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে পুরুষতান্ত্রিকতা তাকে শোষণের নাগপাশে বন্দি করে রেখেছে।
পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান : নিম্নে পুরুষ তান্ত্রিকসমাজব্যবস্থায় নারীর অবস্থান আলোচনা করা হলো :
১. পুরুষতন্ত্র সম্পদের উপর পুরুষের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত করেছে।
২. পুরুষতন্ত্র নারীর কাজকে পরিগণিত করেছে অনুৎপাদনশীল ও মজুরিবিহীন কাজ হিসেবে।
৩. প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা নারীকে পর্দার মাধ্যমে শিক্ষার অধীনতা থেকে করছে বঞ্চিত।
- পুরুষতন্ত্র ধর্মের অপব্যবহার (Misuse) এবং অসৎ ব্যবহারের (abuse) মাধ্যমে নারীকে নানাভাবে বঞ্চিত করেছে।
পুরুষতন্ত্র তাদের শ্রেণিস্বার্থ বজায় রাখার জন্য আইনের বেড়াজালে নারীকে নানাভাবে আটকিয়ে ফেলছে। পুরুষতন্ত্র তার একচ্ছত্র এবং স্বেচ্ছাধীন ক্ষমতার মাধ্যমে নারীকে নানাভাবে অবদমিত করছে।
৮.পুরুষতন্ত্র নারীর রাজনীতিতে অংশগ্রহণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
৯.পুরুষতন্ত্র পুরুষকে অবাধ স্বাধীনতা প্রদান করলেও নারীকে নানাভাবে পরাধীন করে রাখার ব্যবস্থা করেছে। পুরুষতন্ত্র প্রচার করে পুরুষ যুক্তিবাদী, বুদ্ধিমান, বাস্তববাদী অপরদিকে নারী, অবলা, দুর্বল, কল্পনাবিলাসী ইত্যাদি
১০. পুরুষতন্ত্র সমাজে প্রতিষ্ঠিত করেছে পুরুষ আগ্রাসী, প্রাধান্যশীল, কর্তৃত্বপরায়ণ, পুরুষের এ সকল ধারণাও নারীকে অবদমিত করে রাখে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পুরুষতন্ত্র যতোই নারীকে বঞ্চিত করছে ততোই নারী পুরুষ অসমতা প্রকট হচ্ছে। কিন্তু নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে পুরুষতন্ত্রের পরিবর্তে সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। - https://topsuggestionbd.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85/