পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

অথবা,পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে বৈপরীত্য দেখাও।
অথবা, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের বিরোধ দেখাও।
উত্তর৷ ভূমিকা :
পরিবার সমাজের অন্যতম মৌলিক ও ক্ষুদ্রতম সংগঠন অথচ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবার মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বজনীন রূপ। পরিবারের বাইরে কোন মানুষই সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে না। তাই পরিবার ব্যবস্থা যদিও বিভিন্ন রূপ লাভ করে, তথাপি এর মূল আদর্শ কখনো নষ্ট হতে পারে না।
উপসংহার : আধুনিক সমাজ নৃবিজ্ঞানীরা এ অভিমত দেন যে, ক্ষেত্রবিশেষ মাতৃসূত্রীয় প্রথা ও পিতৃপ্রধান বা পিতৃশাসন থাকতে পারে । বস্তুত ক্ষেত্রবিশেষ মাতৃসূত্রীয় পরিবার চালু থাকলেও পিতৃসূত্রীয় পরিবারই আদিম বা প্রাচীন পরিবার ।