অথবা, পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদ কীভাবে গঠন করা হয়?
অথবা, পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন বর্ণনা কর।
অথবা, পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন প্রক্রিয়া তুলে ধর।
অথবা, পার্বত্য চট্টগ্রাম জেলার স্থানীয় সরকারের গঠন পদ্ধতি লিখ।
অথবা, পার্বত্য চট্টগ্রাম জেলার স্থানীয় সরকারের গঠন সম্পর্কে যা জান লিখ।
ভূমিকা : বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড় সমৃদ্ধ নয়নাভিরাম দৃশ্যাবলি সংবলিত পার্বত্য চট্টগ্রামে ১৩টি উপজাতীয় জনগােষ্ঠী এবং অ-উপজাতীয় জনগােষ্ঠীর লােক বাস করে। ১৯৮৯ সালের ৬ মার্চ পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদ আইন পাস হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে প্রবর্তিত আইন অনুযায়ী রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও
বান্দরবান জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন : পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন কাঠামাের নিয়মনীতি একই। তবে জনসংখ্যার তারতম্যের কারণে তিনটি জেলার স্থানীয় পরিষদের সদস্য সংখ্যার কিছু তারতম্য আছে। একজন চেয়ারম্যান এবং নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে স্থানীয় সরকার পরিষদ গঠিত হবে। চেয়ারম্যান উপজাতীয়দের মধ্য হতে নির্বাচিত হবেন। তবে সদস্যদের মধ্যে উপজাতীয় এবং অ-উপজাতীয় সদস্য থাকবেন। স্থানীয় সরকার পরিষদ কার্যকাল হবে ৫ বছর। পরিষদের প্রথম অধিবেশনের দিন হতে এ মেয়াদ গণনা করা হবে। যেহেতু তিনটি পার্বত্য জেলার জনসংখ্যার ও গােত্রের তারতম্য বিদ্যমান সেহেতু তিনটি জেলা তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
জেলার স্থানীয় সরকারি পরিষদের গঠন কাঠামাে ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করা হলাে : রাঙ্গামাটি জেলা স্থানীয় সরকার পরিষদ : চেয়ারম্যান ১ (এক) জন। উপজাতীয়দের প্রত্যক্ষ ভােটে নির্বাচিত উপজাতীয় সদস্য ২০ (কুড়ি) জন। প্রত্যক্ষ ভােটে নির্বাচিত অ-উপজাতীয় সদস্য ১০ (দশ)। সর্বমােট ৩১ জন সদস্য নিয়ে রাঙ্গামাটি জেলা স্থানীয় সরকার পরিষদ গঠিত হবে। খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার পরিষদ : চেয়ারম্যান ১ (এক) জন। উপজাতীয়দের প্রত্যক্ষ ভােটে নির্বাচিত। উপজাতীয় সদস্য ২১ জন এবং অ-উপজাতীয় সদস্য ৯ জন। মােট ৩১ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি জেলা স্থানীয় পরিষদ গঠিত হৱে। বান্দরবান জেলা স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান ১ (এক) জন। তিনি উপজাতীয়দের প্রত্যক্ষ ভােটে নির্বাচিত হবেন। উপজাতীয় ১৯ জন এবং অ-উপজাতীয় ১১ জন প্রত্যক্ষভােটে নির্বাচিত হবেন। মােট সদস্য ৩১ জন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, তিনটি পার্বত্য জেলায় তিনটি পৃথক স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়েছে। জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরিষদের কার্যকাল ৫ বছর।