পাকিস্তান সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা কর।

অথবা, পাকিস্তান সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
ভারতীয় উপমহাদেশের শাসনতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে ১৯৪৭ সালের ভারত বিভক্তি এক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্মলাভ করে। ভারতের স্বাধীনতার দাবি দীর্ঘদিনের হলেও পাকিস্তান দাবিটি খুব বেশি দিনের নয়, বরং বিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থাৎ ১৯০৬ সালে মুসলিম লীগ গঠনের মাধ্যমে এ ধারা বা প্রক্রিয়ার শুরু হয়।
পাকিস্তান সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট : নিচে পাকিস্তান সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট বা পটভূমি সংক্ষেপে আলোচনা করা হলো :
১. স্যার সৈয়দ আহমদের ভূমিকা : ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে স্যার সৈয়দ আহমদ খান ভারতীয় রাজনীতিতে মুসলিম বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করেন। তিনিই প্রথম ঘোষণা করেন ভারতে দুটি ভিন্ন জাতি বসবাস করে। সম্প্রদায়ভিত্তিক জাতীয়তাবাদের এখান থেকে শুরু। যে কারণে তিনি হিন্দু প্রভাবিত কংগ্রেসে মুসলমানদের যোগ দিতে বারণ করেন।
২. মুসলিম লীগ গঠন : ১৯০৬ সালে নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলমানদের জন্য পৃথক সংগঠন মুসলিম লীগ গঠন করা হয়। এ সংগঠনের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের সাথে যথাসম্ভব সদ্ভাব বজায় রেখে মুসলমানদের স্বার্থ উদ্ধার করা এবং মুসলমানদের জন্য এক বা একাধিক রাষ্ট্র গঠন করা।
৩. লাহোর প্রস্তাব : ১৯৪০ সালের ২২-২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের এক কনভেনশনে বাংলার বাঘ শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের মূলকথা ছিল উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
৪. দ্বিজাতি তত্ত্ব : ১৯৩৯ সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। জিন্নাহ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানিয়ে বলেন, “হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি, তাদের ধর্ম আলাদা, প্রথা আলাদা, সংস্কৃতি আলাদা, পূজনীয় দেবতা আলাদা, একজনের কাছে যেটা পরম পবিত্র, অন্যজনের কাছে সেটা চরম হাস্যকর। সুতরাং এ দুটি পৃথক জাতির
সমন্বয়ে কোন রাষ্ট্র গড়ে উঠতে পারে না।
৫. ১৯৪৬ সালের নির্বাচন : ১৯৪৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে মুসলিম লীগ জয়লাভ করে। ফলে মুসলিম লীগের আজীবন লালিত স্বপ্ন পাকিস্তান প্রতিষ্ঠা সামনে চলে আসে। মুসলিম লীগ এ ইস্যুতে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ফলে বাধ্য হয়ে ব্রিটিশরাজ পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টিতে বাধ্য হন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি নিছক কোন আকস্মিক ঘটনা ছিল না, বরং এটা মুসলমানদের দীর্ঘ প্রচেষ্টার ফল ছিল বলে বিশ্লেষকগণ মনে করেন।