অথবা, পল্লিউন্নয়ন বলতে কি বুঝায়?
অথবা, পল্লিউন্নয়নের সংজ্ঞা দাও।
অথবা, পল্লিউন্নয়ন কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : ‘পল্লিউন্নয়ন’ বিশ্বে তথা উন্নয়নশীল বিশ্বে আজ একটি পরিচিত শব্দ। ‘পল্লিউন্নয়ন’ বা ‘গ্রামীণ জন উন্নয়ন’ মূলত একটি ধারণা হিসেবে জন্মলাভ করেছে ১৯৫০ এর দশকে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে বর্তমানে একটি দর্শনের সৃষ্টি হয়েছে যে, এসব দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গতি বাড়াতে পল্লিউন্নয়নের কোনো বিকল্প নেই। জাতীয় উন্নয়নের নীতির সাথে সংশ্লিষ্ট নীতি হিসেবে ‘পল্লিউন্নয়ন’ প্রক্রিয়াকে বিবেচনা করা হচ্ছে পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশেই । এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশসমূহেই ‘পল্লিউন্নয়ন’ ধারণাটি প্রাথমিকভাবে পরিচিতি লাভ করে। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চাবিকাঠি হিসেবে পল্লিউন্নয়ন বর্তমানে বিবেচিত হয়ে আসছে।
পল্লিউন্নয়ন : পল্লি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে পল্লিউন্নয়ন বলা হয়। অর্থাৎ, পল্লিউন্নয়ন নীতির কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনব্যাপী আপামর পল্লিবাসীর মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধির প্রক্রিয়াকে পল্লিউন্নয়ন বলে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ লোক গ্রামে বাস করে এবং শতকরা ৭৫ ভাগ লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এজন্য অনেকে পল্লিউন্নয়ন বলতে কৃষির উন্নয়নকে বুঝে থাকেন। যদিও কৃষি উন্নয়ন পল্লিউন্নয়নের মূল চাবিকাঠি, কিন্তু পল্লিউন্নয়ন বলতে কেবল কৃষি উন্নয়নকে বুঝায় না, সার্বিকভাবে পল্লিউন্নয়ন বলতে কৃষি উন্নয়নের সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ, অর্থনৈতিক উন্নয়নের সব সুযোগ সুবিধা বৃদ্ধি এবং গ্রামীণ জনগণের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধিকেই বুঝায়।
অর্থনীতিবিদ Gotch ও Falcon পল্লিউন্নয়ন এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, “Rural development means widescale participation of rural population in the modernization process.
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, পল্লিউন্নয়ন হলো একটি অর্থনৈতিক দর্শন ভিত্তিক পরিকল্পিত প্রক্রিয়া যা দেশের পল্লি এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ জাগায় যা পরিমাণে দেশের সমগ্র উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। মূলত পল্লি এলাকার জনসাধারণের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের সব সমস্যা সমাধানের পথ নিশ্চিত করে জীবনযাত্রার মানের উন্নয়ন সাধনই হলো পল্লিউন্নয়ন।