অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে?
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও।
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ?
অথবা, অবজারভেশন মেথড কী?
উত্তর৷ ভূমিকা : কোনকিছুকে পরীক্ষানিরীক্ষা ও যাচাই বাছাই করাই হচ্ছে বিজ্ঞানের প্রধান ধর্ম। একজন গবেষক কোন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নির্দিষ্ট পদ্ধতি বেছে নিয়ে অগ্রসর হন এবং অভীষ্ট লক্ষ্যে পৌছে যান। তাই বলা
যায়, পদ্ধতি হচ্ছে কোনকিছু বিশ্লেষণের মান নির্ণায়ক (A standard of judgement)। পদ্ধতিগুলো মূল্যহীন নয়, পদ্ধতি সুনিশ্চিত ৷ নির্দিষ্ট পদ্ধতি আছে বলেই প্রত্যেকটি বিজ্ঞানের সিদ্ধান্ত সুসংহত।
পর্যবেক্ষণ পদ্ধতি (Observation method) : ইংরেজি ‘Observation’ শব্দটির অর্থ করা হয়েছে পর্যবেক্ষণ । ‘Observation’ শব্দটি যদি ইংরেজিতে ব্যাখ্যা করা যায় তবে বলা যায়, The Act of Observing. দেখবার কাজ। ইংরেজি ‘Concise Oxford Dictionary’ থেকে ‘Observation’ শব্দটির অর্থ উদ্ধার করা হয়েছে, প্রকৃতিতে যেসব ঘটনাবলি উদ্ভব হয় তার কারণ ও ফলাফল এবং তাদের পারস্পরিক সম্পর্ক সঠিকভাবে জানাই পর্যবেক্ষণ। “Accurate watching, noting of phenomena as they occur in nature with regard to cause and effect
and mutual relationship.”
শব্দটির অর্থ থেকে সহজেই বুঝা যায়, যেসব ঘটনা স্বচক্ষে দেখে প্রত্যয়ন করা হয় তাকেই আমরা পর্যবেক্ষণ বলে থাকি। আরো বলা যায়, যা সচক্ষে দেখে উপলব্ধি করা বা যথাযথ তথ্যসংগ্রহ করা যায় তাই পর্যবেক্ষণ।
প্রামাণ্য সংজ্ঞা : নিম্নে পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করা হলো :
পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে ফিলিপস (Phillips) বলেছেন, “অনুসন্ধানকারীর দিক থেকে কোন প্রশ্ন জিজ্ঞাসা না করে কেবল চাক্ষুষ দেখে যে তথ্যসংগ্রহ করা হয় সে প্রক্রিয়াই পর্যবেক্ষণ পদ্ধতি।” (Observational methods of data collection are techniques for gathering on the part of the investigator.)
পি. ভি. ইয়ং (P. V. Young) বলেছেন, “কোন দৃশ্যমান বিষয়কে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে দেখবার প্রক্রিয়াই হলো পর্যবেক্ষণ। গবেষণাধীন বিষয়কে সুশৃঙ্খলভাবে দেখাই হচ্ছে পর্যবেক্ষণ।” (Observation may be defined as systematic viewing coupled with consideration of the seen phenomena.)
পর্যবেক্ষণ ধারণা দিতে যেয়ে বেইলী (Baily) বলেছেন, “The observational method is the primary technique for collecting data on non-verbal behaviour.” মৌখিক আচরণ বহির্ভূত প্রাথমিক তথ্যসংগ্রহের কৌশলকে পর্যবেক্ষণ বলা হয় ।
কার্ল ই. উইক (Karl E. Weick) এর মতে, “বাস্তবমুখী উদ্দেশ্যের সাথে সংগতি রেখে সাধারণ পরিবেশে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীর আচরণ ও অবস্থান নির্বাচিত, উদ্দীপিত, ধারণ করা এবং সাংকেতীকরণ হয় তাই হচ্ছে পর্যবেক্ষণ।” (An observational method is defined as the selection, provocation, recording and encoding of that set of behaviours and setting concerning organisms ‘in situ’ which is consistent with empirical aims.)
উপসংহার : সমাজ গবেষণার ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি খুবই উপযোগী। অনুসন্ধান কাজে অনেক সময় এককভাবে পর্যবেক্ষণ পদ্ধতি বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়াও পর্যবেক্ষণ পদ্ধতি অন্যান্য পদ্ধতির সাহচর্যে তথ্যসংগ্রহের কাজ ত্বরান্বিত করে থাকে।