সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে , দেশের কোভিড পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংশোধিত / পুনঃসংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ০৭/০২/২০২২ তারিখ থেকে শুরু হবে । স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের জন্য সংশোধিত / পুনঃসংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা / উপজেলা – এর ট্রেজারী অফিসে / থানায় পূর্বে সময়সূচি অনুযায়ী বিন্যাস ( সটিং ) করা রয়েছে । কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশ্নপত্রসমূহ সংশোধিত সময়সূচি ও তারিখ অনুযায়ী পুনঃবিন্যাস ( সটিং ) করা অত্যাবশ্যক । এমতাবস্থায় , প্রতিটি কেন্দ্রের অধ্যক্ষ / ভারপ্রাপ্ত কর্মকর্তা – কে প্রশ্নপত্রসমূহ নতুন প্রকাশিত সংশোধিত / পুনঃসংশোধিত সময়সূচি ও তারিখ অনুযায়ী পুনঃবিন্যাসের ( সটিং ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য , সময়সূচি অনুযায়ী ট্রেজারী অফিস / থানা থেকে সঠিক প্রশ্নপত্রসমূহের প্যাকেট গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো ।