পরীক্ষামূলক নক্শা বলতে কী বুঝ?

অথবা, গবেষণা নক্‌শা বলতে কী বুঝ?
অথবা, গবেষণা নক্‌শা কী?
অথবা, নক্শা বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা : যে কোন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করার জন্য নক্শা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নক্শা ব্যতীত গবেষণা পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। গবেষণা করার পূর্বশর্ত হিসেবে নক্শা প্রণয়ন এবং তার যথাযথ ব্যবহার করা খুবই প্রয়োজন। যখন একটি সমস্যাকে ঘিরে কোন গবেষণার প্রয়োজন দেখা দেয় তখন সেই গবেষণা কমিটি কতকগুলো ধাপ অতিক্রম করে। এই ধাপগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো নক্শা।
নক্শা বা গবেষণা নক্শা : গবেষণায় যখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন যে ধরনের নকশা তৈরি করা হয় তাকে বলে পরীক্ষামূলক নক্শা। পরীক্ষণের চলগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক পরীক্ষণীয় নক্শার মাধ্যমে সুনির্দিষ্ট করা হয়ে থাকে। বৈজ্ঞানিক ফলাফল পরীক্ষণ পরিচালনার মাধ্যমে পাওয়া যায়। পরীক্ষণ পদ্ধতিতে ব্যবহার ছাড়াও অন্যান্য গবেষণার ক্ষেত্রে একে ব্যবহার করা হয় বলে একে গবেষণার নক্শা বলা হয়ে থাকে। তাই পরীক্ষণীয় নক্‌শা হচ্ছে গবেষণা নক্শা।
সেলটিজ ও সহকর্মীবৃন্দ (১৯৬৫) বলেছেন, “গবেষণার (তথা পরীক্ষণের) নক্শা বলতে বুঝায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য পরিস্থিতি বা শর্তাবলির এমন একটি বিন্যাস যাতে পদ্ধতিগত মিতব্যয়িতার সাথে গবেষণার উদ্দেশ্যের
সমন্বয় ঘটে।”
কার্লিঙ্গার (১৯৭৮) বলেছেন, কোন গবেষণার প্রশ্নের উত্তর দেয়ার জন্য এবং ভেদাঙ্ক নিয়ন্ত্রণের জন্য যে অনুসন্ধান কার্য পরিচালনা করা হয়; তার পরিকল্পনা কাঠামো এবং কৌশলসমূহকে গবেষণার নক্শা বলা হয়।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, গবেষণার নক্শা বা পরীক্ষণের নক্শা একটি পরিকল্পনা যাতে গবেষণার প্রশ্নের উত্তর পাওয়ার লক্ষ্যে পর্যবেক্ষণের শর্তাবলি উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণের কৌশল ইত্যাদি নির্দেশিত হয়। সুতরাং নক্শার গুরুত্ব মনোবিজ্ঞানে অনস্বীকার্য।