অথবা, পরীক্ষণ পদ্ধতি কাকে কলে?
অথবা, পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও?
অথবা, পরীক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা : পরীক্ষণ পদ্ধতি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক বিজ্ঞানে ব্যবহৃত হয়ে আসছে। এ পদ্ধতিতে অনুসন্ধান কাজের একটা নির্দিষ্ট কাঠামো ও স্তর থাকে। এর মাধ্যমে একটি চলকের বিভিন্ন মাত্রার প্রভাব অন্য চলকের ক্ষেত্রে পর্যবেক্ষণ করা সম্ভব হয়ে ওঠে। বর্তমানে সামাজিক গবেষণার ক্ষেত্রেও এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজবিজ্ঞানিগণ সাধারণত কোন নতুন তত্ত্ব গঠন অথবা প্রচলিত তত্ত্বের যথার্থতা যাচাই করার জন্য পরীক্ষণের সাহায্য গ্রহণ করে থাকেন। S.Chapin ১৯৪৭ সালে বলেন, সহজভাবে পরীক্ষণ হল নিয়ন্ত্রিত
পরিবেশে কোনকিছু পর্যবেক্ষণ করা।
পরীক্ষণ পদ্ধতি : পরীক্ষণ পদ্ধতি হল কোন প্রশ্নের সুশৃঙ্খল ও যুক্তিপূর্ণ উত্তরদাতা। এ পদ্ধতিতে উত্তরদাতারা যত্ন ও সুনিয়ন্ত্রিত অবস্থায় কোন কাজের উত্তর প্রদান করে। এ পদ্ধতিতে গবেষক তার ইচ্ছামতো একটি
চলকের উপর, অন্য চলকের কিরূপ সম্পর্ক এবং প্রভাব তা পর্যবেক্ষণ করে দেখেন। এরপর গবেষক একটি নির্দিষ্ট ফলাফল প্রদান করেন। এছাড়া গবেষক তার ইচ্ছামতো প্রয়োজনীয় চলক গ্রহণ করে অন্য চলকটি দিয়ে গবেষণা কাজ পরিচালনা করতে পারেন।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজ গবেষক বিভিন্নভাবে পরীক্ষণের সংজ্ঞা প্রদান করেন। নিম্নে কিছু সংজ্ঞা তুলে ধরা হল ঃ S.Chapin বলেছেন, “সহজভাবে পরীক্ষণ হল নিয়ন্ত্রিত পরিবেশে কোনকিছু পর্যবেক্ষণ।” Festinger বলেছেন, “পরীক্ষণের সারবস্তুকে এভাবে বর্ণনা দেওয়া যায় যে, এটি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের উপর উদ্ভূত প্রতিক্রিয়ার পর্যবেক্ষণ।” জাহোড়া ও অন্যান্যরা বলেছেন, “পরীক্ষণ হল প্রমাণাদি সংগ্রহের একটি সুসংঘবদ্ধ উপায় যার মাধ্যমে কোন অনুকল্প যাচাই করা।”
Bost এর মতানুসারে, “পরীক্ষণ বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহৃত একটি বিশুদ্ধ পদ্ধতি যার দ্বারা উপাদানগুলোকে ইচ্ছামতো পরিবর্তন করা যায় এবং পর্যবেক্ষণকৃত ফলাফলকে নিয়ন্ত্রণ করা যায়।”
Green Wood এর মতে, “কোন পার্থক্য সূচক পরিস্থিতিতে একটি আগ্রহোদ্দীপক উপাদান ছাড়া অন্যান্য উপাদান নিয়ন্ত্রণ করে দুটি উপাদানের কারণগত সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে কোন অনুকল্প প্রমাণে গৃহীত অনুধ্যানই হল পরীক্ষণ।”
পরীক্ষণের মুখ্য উপাদান : বিজ্ঞানভিত্তিক পরীক্ষণে সাধারণত কিছু কিছু উপাদান প্রায় সবসময় উপস্থিত থাকে। পরীক্ষামূলক সমাজ গবেষণায় এসব উপাদানের সাহায্যে সামাজিক তত্ত্ব, অনুকল্প অথবা কর্মসূচি গঠন, প্রণয়ন, যাচাই ও মূল্যায়নের চেষ্টা করা হয়। উপাদানগুলো হল :
১. স্বাধীন ও নির্ভরশীল চলক। ২. পরীক্ষণ ও নিয়ন্ত্রিত দল। ৩. পূর্ববর্তী ও পরবর্তী পরীক্ষণ
।
নিম্নে উপরিউক্ত উপাদানগুলো বিশ্লেষণ করা হল :
১. স্বাধীন ও নির্ভরশীল চলক : পরীক্ষণে মূলত একটি স্বাধীন চলকের উপর অধীন চলক নির্ভরশীল তা নির্ণয় করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি কারখানার শ্রমিকদের কাজের প্রতি অনীহা এবং সঠিক সময়ে উপস্থিত না হওয়ার কারণে মালিক সিদ্ধান্ত গ্রহণ করলেন, যে ব্যক্তি নিয়মিত কাজে যোগদান করবে তাকে আর্থিক সুবিধাসহ
অন্যান্য সুবিধা প্রদান করা হবে। ফলাফলে দেখা যায় শ্রমিকদের কাজে মনোযোগ বৃদ্ধিতে আর্থিক দিকটা উদ্দীপক হিসেবে কাজ করে।
২. পরীক্ষণ ও নিয়ন্ত্রিত দল : কোন দলের উপর কোন উপাদানের প্রভাব পরীক্ষা করার জন্য প্রয়োগ করাই পরীক্ষণ দল । কোন দলের উপর অনুরূপ উপাদান প্রয়োগ করলে তাকে পরীক্ষণ দল এবং প্রয়োগ না করলে নিয়ন্ত্রিত দল বলা হয় । যদি উপাদান প্রয়োগের পর শ্রমিকদের আচরণে পরিবর্তন দেখা যায় তাহলে ধরতে হবে উপাদান প্রয়োগের ফলেই
আচরণের পরিবর্তন ঘটেছে। উদাহরণস্বরূপ, পুলিশের একটি দলের বেতন বৃদ্ধি করে
এবং অন্য একটি দলের বৃদ্ধি না করে যদি দেখা যায় বৃদ্ধিপ্রাপ্ত বেতনের পুলিশ আসামি আটকে অধিক মনোযোগী এবং ঘুস কম খাচ্ছে, তাহলে বলা যাবে যে, আর্থিক সুবিধা বৃদ্ধির কারণে এরকম ঘটেছে।
৩. পূর্ববর্তী ও পরবর্তী পরীক্ষণ : বৈজ্ঞানিক পরীক্ষণে পরীক্ষণ বিষয়টিকে প্রথমে নির্ভরশীল চলকের দৃষ্টিতে তারপর পরীক্ষণ উদ্দীপক বা স্বাধীন চলকের আওতায় এনে পরিমাপ করা হয় এবং পুনরায় নির্ভরশীল চলকের দৃষ্টিতে পরিমাপ করা হয়। নির্ভরশীল চলকের দৃষ্টিতে প্রথম ও পরবর্তী পরিমাপের পার্থক্যকে স্বাধীন চলকের প্রভাব হিসেবে উল্লেখ করা হয়। উদাহরণস্বরূপ, যদি পুলিশের বেতন বাড়ানো হয় তাহলে অপরাধীকে বেশি আটক করবে। তাহলে তার আগে নির্ণয় করতে হবে যে পুলিশ সাধারণত গড়ে সপ্তাহে কতজন অপরাধী আটক করে এবং বেতন বাড়ানোর পর কতজন অপরাধী
আটক করছে অর্থাৎ বেতন বাড়ানোর ফলে আচরণে কিরূপ পরিবর্তন হয়েছে তা পর্যবেক্ষণ করা হয়। একেই পূর্ববর্তী ও
পরবর্তী পরীক্ষণ বলে।
উপসংহার : উপরিউক্ত আলোচনা থেকে পরীক্ষণ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। আলোচনায় পরীক্ষণের সুবিধা ও অসুবিধা থাকা সত্ত্বেও সমাজ গবেষণায় এটি গবেষককে সাহায্য করে থাকে। তাই সামাজিক গবেষণায় পরীক্ষণ পদ্ধতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে।