অথবা, পরীক্ষণ দল কাকে বলে?
অথবা, পরীক্ষণ দলের সংজ্ঞা দাও।
অথবা, পরীক্ষণ দল কী?
উত্তর৷ ভূমিকা : প্রত্যেক বিজ্ঞানেই নিজস্ব বিষয়বস্তুর আঙ্গিকে তার অনুধ্যান বা গবেষণা পদ্ধতি নির্ভর করে।মনোবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে এবং এ আচরণের ধরনে রয়েছে ব্যাপকতা।তাই মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহেও রয়েছে ভিন্নতা ও ব্যাপকতা। এক্ষেত্রে কেবল একটি মাত্র পদ্ধতি ব্যবহার করে অনুধ্যান পরিচালনা সম্ভব নয়। এছাড়াও নতুন নতুন গবেষণা পদ্ধতির অনুসন্ধান ও তার প্রয়োগে মনোবিজ্ঞানীগণ সর্বদা সচেষ্ট।
পরীক্ষণ দল : সামাজিক বিজ্ঞানে পরীক্ষণের ফলাফলকে যথার্থ ও নির্ভরযোগ্য করার জন্য নিয়ন্ত্রিত দল ব্যবহার করা হয়। এখানে পরীক্ষণ দল হলো গবেষণাধীন সমগ্রকের একটি অংশ, যে ক্ষেত্রে স্বাধীন চলক প্রয়োগ করে পরীক্ষক তাকে পর্যবেক্ষণ করেন। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কোন তত্ত্ব বা ব্যাখ্যার মধ্যকার কার্য-কারণ সম্পর্ক খুঁজে দেখার সর্বোৎকৃষ্ট অনুসন্ধান পদ্ধতি হলো পরীক্ষণমূলক পদ্ধতি বা পরীক্ষণ দল। এ পদ্ধতিতে অনুসন্ধান কাজের একটি সুনির্দিষ্ট কাঠামো বা নকশা এবং স্তর বা পদক্ষেপ থাকে, যার মাধ্যমে নিয়ন্ত্রিত উপায়ে একটি চলকের বিভিন্ন মাত্রার প্রভাব অন্য চলকের ক্ষেত্রে পর্যবেক্ষণ করা সম্ভব হয়ে উঠে। মনোবিজ্ঞানীগণ সাধারণ কোন নতুন তত্ত্ব গঠন অথবা প্রচলিত তত্ত্বের যথার্থতা যাচাই করার জন্য পরীক্ষণের সাহায্য নিয়ে থাকেন।
প্রাকৃতিক বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা লাভ ও উৎকর্ষ সাধনে পরীক্ষণ পদ্ধতির একক ভূমিকা সর্বজনবিদিত। সামাজিক বিজ্ঞানে মানুষ ও সমাজের বিভিন্ন গুণবাচক উপাদান যথার্থভাবে পরিমাপ ও পর্যবেক্ষণ একদিকে যেমন কষ্টসাধ্য ব্যাপার অন্যদিকে এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে সঠিক নিয়ন্ত্রণ বজায় রাখাও কঠিন। এ কারণে অনেক সমাজবিজ্ঞানী সমাজ গবেষণায় পরীক্ষণ পদ্ধতির ব্যবহার প্রায় অসম্ভব বলে মনে করেন। অন্যদিকে, কিছু সমাজবিজ্ঞানী প্রাকৃতিক বিজ্ঞানের মতো সামাজিক বিজ্ঞানেও পরীক্ষণ পদ্ধতির প্রয়োগের মাধ্যমে তত্ত্ব গঠন ও যাচাই এর পক্ষপাতী। তাদের মতে, পদ্ধতির ব্যবহার সামাজিক ও আচরণবিজ্ঞানকে বৈজ্ঞানিক মান অর্জনে সক্ষম করে তোলে। তবে মনোবিজ্ঞানে পরীক্ষণ পদ্ধতির ব্যবহার বা সার্থক প্রয়োগ বিতর্কের ঊর্ধ্বে নয়। কেননা সামাজিক বিভিন্ন আচরণের প্রেক্ষাপটে পরীক্ষণ পদ্ধতির প্রয়োগে যথেষ্ট সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল মনোবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষণকে অনেক সময় ‘Controlled laboratory study’ হিসেবেও উল্লেখ করা হয়। “নিয়ন্ত্রণ’ হচ্ছে পরীক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য এবং এ নিয়ন্ত্রণ হতে হবে অবশ্যই পরিকল্পিতভাবে। তাই পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলের গুরুত্ব মনোবিজ্ঞানে অস্বীকার করা যায় না।