পরিবারের বিনোদনমূলক কাজ কী?
পারিবারিক বিনোদনমূলক কাজের বর্ণনা দাও।
অথবা, পরিবার কেন্দ্রিক বিনোদনমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
পরিবারের বিনোদমূলক কাজসমূহ ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : পরিবার ও সমাজব্যবস্থা ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। পরিবারকে বাদ দিয়ে সমাজের ভাবনা ভিত্তিহীন। কারণ পারিবারিক সংগঠনগুলোই মানবসমাজের ভিত্তি হিসেবে বিবেচিত হয় এবং এ কারণে সকল সমাজব্যবস্থাতেই পরিবারিক সংগঠনের অস্তিত্ব পরিলক্ষিত হয়।
পরিবারের বিনোদনমূলক কাজ : মানুষের সুস্থ সমাজ-জীবনের স্বার্থে পরিবারের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। মাননসমাজে পরিবারের ভূমিকায় পরিধি বিশেষভাবে ব্যাপক এবং কার্যাবলি বহু ও বিভিন্ন। বিনোদনমূলক কাজে পরিবারের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের উল্লেখযোগ্য কাজ হচ্ছে সদস্যদের অবসর যাপন ও
চিত্তবিনোদনের ব্যবস্থা গ্রহণ করা। বিশ্রাম কাজেরই অঙ্গ। কাজের অবসরে বিশ্রাম এবং চিত্তবিনোদনের ব্যবস্থা থাকলে ক্লান্তি এবং এক ঘেঁয়েমি দূর হয়। এ কারণে অবসর যাপন ও চিত্তবিনোদন এত প্রয়োজনীয়। পরিবার হচ্ছে অবকাশ বিনোদনের কেন্দ্র স্থল। কর্মক্লান্তি হয়ে দিনের শেষে মানুষ আপনজনদের কাছে ফিরে ক্লান্তি দূর করে আনন্দ পায়।
বর্তমানে বিভিন্ন ক্লাব, চলচ্চিত্র সংগঠন ইত্যাদি থাকলেও পরিবারে এখনো রেডিও, টেলিভিশন, ভিসিআর অবসর বিনোদন সাহায্য করে। পরিবারে সদস্যগণ অবসর সময়ে বিভিন্ন প্রকার খেলাধুলার মাধ্যমে তাদের কর্মজীবনের বিশ্রাম গ্রহণ করতে পারে এবং জীবনের একঘেয়েমি ভাব দূর করতে পারে। যেমন- ছেলেমেয়েরা পরিবারে খেলাধুলা করে; বয়স্করা পরিবারে গল্পগুজব করে এবং সকলেই পরিবারে অবসর সময় কাটিয়ে থাকে।
উপসংহার : শিশুদের আনন্দ দান তথা শিশু চিত্তের বিকাশের জন্য পরিবারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হয়। এ কারণেই পরিবার ছেলে মেয়েদের খেলাধুলা ও ভ্রমণের ব্যবস্থা করে।