অথবা, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি ও মাত্রাগত উৎপাদন প্রবাহের মধ্যে তুলনা কর।
উত্তর : ভূমিকা: মাত্রাগত উৎপাদন এবং পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধি পর্যালোচনা করলে এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। পার্থক্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ
১. উৎপাদনের অন্যান্য উপাদান স্থির রেখে শুধু একটি উপাদানকে পরিবর্তন করার ফলে উৎপাদনের উপর যে প্রভাব পড়ে তাকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলে। পক্ষান্তরে, উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহের ব্যবহারের অনুপাত স্থির রেখে উপকরণসমূহ পরিবর্তন করা হলে উৎপাদনে যে পরিবর্তন হয়, তাকে মাত্রাগত উৎপাদন প্রবাহ বলা হয়।
২. পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির ক্ষেত্রে উপাদানসমূহের ব্যবহারের অনুপাত পরিবর্তিত হয়। কিন্তু মাত্রাগত উৎপাদন প্রবাহে উপকরণসমূহের ব্যবহারের অনুপাত স্থির থাকে।
৩. পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পৃক্ত। কিন্তু মাত্রাগত উৎপাদন প্রবাহ দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কযুক্ত।
৪. পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি অসমজাতীয় উৎপাদন অপেক্ষককে অনুসরণ করে। কিন্তু মাত্রাগত উৎপাদন প্রবাহের সাথে জড়িত উৎপাদন অপেক্ষক সমজাতীয়।
৫. পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে স্থির উপাদান এবং পরিবর্তনীয় উপাদান উভয়ই বিবেচ্য। কিন্তু মাত্রাগত উৎপাদন প্রবাহে সকল উপাদান পরিবর্তনশীল, কোন উপাদান স্থির থাকে না।