ক-বিভাগ
প্রশাসন কি?
উত্তর : সাধারণত সামাজিক নীতিকে সামাজিক সেবায় রূপান্তর করার প্রক্রিয়াই হলো প্রশাসন।
প্রশাসনের ইংরেজী প্রতিশব্দ কি?
উত্তর : Administration.
Administration
উত্তর : ল্যাটিন শব্দ Administer শব্দ থেকে।
Administration শব্দের অর্থ কি?
উত্তর : সেবা করা, পরিচালনা করা বা নির্বাহ করা।
শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
বাহ্যিক সমন্বয় কয় ধরনের?
উত্তর : দুই ধরনের।
কয়টি পদ্ধতির মাধ্যমে সমন্বয় অর্জন করা যায় ও কি কি?
উত্তর : ২টি। i. আনুষ্ঠানিক পদ্ধতি, ii. অনানুষ্ঠানিক পদ্ধতি ।
সংবিধানের কত অনুচ্ছেদে সরকারী কর্মচারীর হিসাব নিরীক্ষা করার কথা বলা হয়েছে?
উত্তর : ১২৮ (১) অনুচ্ছেদে।
Paper on the Science of Administration গ্রন্থটি কার লেখা?
উত্তর : Luther Gullick -এর।
ADAB এর পূর্ণরূপ লিখ?
উত্তর : Association of Development Agencies in Bangladesh.
বাংলাদেশে কয় ধরনের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমন্বয় সাধন করা হয়ে থাকে
উত্তর : দুই ধরনের।
আলোচনা, সেমিনার, এগুলো কি ধরনের যোগাযোগ?
উত্তর : মৌখিক যোগাযোগ।
তথ্য, রিপোর্ট, বুলেটিন, অফিস নির্দেশ, চিঠি এগুলো কি ধরনের যোগাযোগ?
উত্তর : লিখিত যোগাযোগ। Inst
সমন্বয় কি?
উত্তর : বিস্তৃত জটিল বিভাগগুলোর মধ্যে যোগসূত্র রক্ষার একমাত্র উপায় হলো সমন্বয়?
James D. Mooney এর মতে সমন্বয় কি?
উত্তর : সমন্বয় হচ্ছে কোন সাধারণ উদ্দেশ্য সাধনে কর্মের ঐক্য প্রতিষ্ঠাকল্পে গোষ্ঠী কর্মপ্রচেষ্টার নিয়মতান্ত্রিক ব্যব
Ralf Davis এর মতে সমন্বয় কি?
উত্তর : সময় এবং কর্ম সম্পন্ন করার সাথে সংগঠনের কার্যাবলির সম্পর্কযুক্ত করাকে সমন্বয়সাধন বলে।
Henry Fayol (হেনরি ফেয়ল) এর মতে সমন্বর কি?
উত্তর : সংগঠনের সমুদয় কার্য একত্রিত এবং পরস্পর সম্পর্কযুক্ত করার অর্থই সমন্বয়সাধন।
Dimock and Dimock সমন্বয়সাধনের কি সংজ্ঞা প্রদান করেছেন?
উত্তর : প্রশাসনিক সংগঠনের বিভিন্ন অংশগুলোকে যথাযথভাবে পরস্পর সম্পর্কযুক্ত রাখার অর্থই হচ্ছে সমন্বয়সাধন।
হেকলার হাডসন সমন্বয় সাধনের কি সংজ্ঞা প্রদান করেছেন?
উত্তর : কর্মের বিভিন্ন অংশগুলোকে পরস্পর সংযুক্ত করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্তব্যকে সমন্বয় বলে।
সমন্বয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ২ ভাগে।
সমন্বয়কে কি কি ভাগে ভাগ করা যায়?
উত্তর : i. অভ্যন্তরীণ সমন্বয় এবং ii. বাহ্যিক সমন্বয়।
অভ্যন্তরীণ সমন্বয় কাকে বলে?
উত্তর : প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ ব্যক্তির কাজ এবং পরিকল্পনাকে লক্ষ্যের দিকে পরিচালিত করার জন্য যে সমন্বয় তাকে অভ্যন্তরীণ সমন্বয় বলে।
উলম্ব সমন্বয় কি?
উত্তর : ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ক্রম বা কাঠামো টি অনুসারে বিভিন্ন নির্বাহীদের মধ্যে যে সমন্বয় করা হয় তাকে উলসুম্ব সমন্বয় বলে।
নিম্নগামী সমন্বয় কি?
উত্তর : উর্ধ্বতন যখন অধছনদের সাথে কোন কাজ করার জন্য সরাসরি যোগাযোগ করে তখন তাকে নিম্নগামী সমন্বয় বলে।
Mooney সংগঠনের কি সংজ্ঞা প্রদান করেছেন?
উত্তর : কোন সাধারণ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রত্যেক মানবসংঘের অনুসৃত গঠনরীতিই হচ্ছে সংগঠন। ।
সংগঠন কি?
উত্তর : একটি যুক্তিসংগত, সুপরিকল্পিত কর্তৃত্ব কাঠামোকে সংগঠন বলে ।
Luther Gullick সমন্বয় সাধনের কয়টি উপায় উল্লেখ করেছেন?
উত্তর : ২টি উপায় ।
Papers on the Science of Administration গ্রন্থটি কার লেখা?
উত্তর : Luther Gullick এর।
সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক প্রধানের পদবী কি?
উত্তর : মহাপরিচালক।
ADAB এর পূর্ণরূপ কি?
উত্তর : Association of Development Agencies in Bangladesh.
POSDCORB এর পূর্ণরূপ লিখ.
উত্তর : Planning Organizing Staffing Direction co-ordination Reporting Budgetting.
‘POSDCORB’ ফর্মুলার প্রবক্তা কে?
youdo somet
উত্তর : লুথার গুলীক ।
‘Administration of Social Agencies’ গ্রন্থটির প্রণেতা কে?
উত্তর : জন. সি. কিডনী।
জন. সি. কিডনী সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : ৯ ভাগে ভাগ করেছেন।
সমাজকল্যাণ অভিধানে সমাজকল্যাণ প্রশাসনের কয়টি মৌলিক কার্যক্রমের কথা বলা হয়েছে?
উত্তর : ৬টি।
“সমন্বয় হলো কার্যাবলির বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করা”- উক্তিটি কার?
উত্তর : বিভারস (Beavers)।
সমন্বয়ের প্রধান লক্ষ্য কী?
উত্তর : সমন্বয়ের প্রধান লক্ষ্য হলো এজেন্সী ও প্রশাসনকে গতিশীল করা। উঠ সমন্বয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : সমন্বয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা- ক. বাহ্যিক সমন্বয় ও খ. অভ্যন্তরীণ সমন্বয় সমন্বয়ের নীতিমালা কয়টি?
উত্তর : ৮টি।
সমন্বয়ের পদ্ধতি কয় প্রকার ও কী কী?
উত্তর : ২ প্রকার । যথা— ক. আনুষ্ঠানিক পদ্ধতি ও খ. অনানুষ্ঠানিক পদ্ধতি।
সরকারি সমাজসেবা কর্মসূচি বাস্তবায়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্যতীত অন্যান্য মন্ত্রণালয়গুলো কী কী?
উত্তর : যুব উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রভৃতি। ১
সমাজসেবা অধিদপ্তরের প্রধান কে?
উত্তর : মহাপরিচালক (DG)।
উপজেলা পর্যায়ে সরকারি সমাজকল্যাণ কার্যক্রম কে পরিচালনা করেন?
উত্তর : উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
সমাজকল্যাণ প্রশাসনের অপরিহার্য উপাদান কী?
উত্তর : এজেন্সী বা সংস্থা।
প্রশাসক কাকে বলে?
উত্তর : যিনি প্রশাসন পরিচালনা করেন তাকে প্রশাসক বলে।
বাংলাদেশে কখন প্রথম পৃথক সমাজকল্যাণ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে?
উত্তর : পাকিস্তান আমলে।
এদেশে সমাজকল্যাণ কর্মসূচির প্রশাসন ও সমন্বয় সাধনের দায়িত্ব কোন মন্ত্রণালয় ও অধিদপ্তর পালন করছে?
উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ।
সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠাকাল লিখ।
উত্তর : ১৯৮৪ সালের ২ ফেব্রুয়ারি।
সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : চার ভাগে ভাগ করা হয়েছে।
বাংলাদেশে সমাজকল্যাণ প্রশাসনের মূল সমস্যা কী?
উত্তর : সঠিক তত্ত্বাবধানের অভাব।
সমন্বয় বলতে কী বুঝ?
উত্তর : সমন্বয় বলতে সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সুসম্পর্ক সৃষ্টি বা কর্মসূচির মধ্যে ভারসাম্য স্থাপন করাকে বুঝায়
‘New Understanding of Administration’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর : H. B. Tracker.
খ-বিভাগ
প্রশ্ন।১।সমাজকল্যাণ প্রশাসন কি?
প্রশ্ন॥২॥সমাজকল্যাণ প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর ।
প্রশ্ন॥৩॥সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি হিসেবে সমাজকল্যাণ প্রশাসনের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
প্রশ্ন॥৪॥সমাজকল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥৫॥সমাজকল্যাণ প্রশাসনের উপাদানসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷সমাজকল্যাণ প্রশাসনের নীতিসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥৭॥সমাজকল্যাণ প্রশাসনের বিভিন্ন কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥৮॥সমাজকল্যাণে একজন সমাজকল্যাণ প্রশাসকের প্রয়োজনীয় যোগ্যতা আলোচনা কর।
প্রশ্ন।৯।বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোর রূপরেখা তুলে ধর।
প্রশ্ন।১০।সমাজসেবা অধিদপ্তরের দুর্বল দিকগুলো চিহ্নিত কর।
প্রশ্ন।১১।প্রশাসন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া”- ব্যাখ্যা কর।
গ-বিভাগ
প্রশ্ন।১।সমাজকল্যাণ প্রশাসন কি? সমাজকল্যাণ প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
প্রশ্ন।২।সমাজকল্যাণ প্রশাসন বলতে কি বুঝায়? সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি হিসেবে সমাজকল্যাণ প্রশাসনের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
প্রশ্ন।৩।সমাজকল্যাণ প্রশাসনের সংজ্ঞা দাও । সমাজকল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥৪॥সমাজকল্যাণ প্রশাসন কী? সমাজকল্যাণ প্রশাসনের উপাদানসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥৫॥সমাজকল্যাণ প্রশাসন কাকে বলে? সমাজকল্যাণ প্রশাসনের নীতিসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷৬৷সমাজকল্যাণ প্রশাসনের সংজ্ঞা দাও। এর বিভিন্ন কার্যাবলি আলোচনা কর ।
প্ৰশ্ন॥৭॥সমাজকল্যাণ প্রশাসন কি? একজন সমাজকল্যাণ প্রশাসকের প্রয়োজনীয় গুণাবলি আলোচনা কর।
প্রশ্ন৷৮।সমাজসেবা কর্মসূচি প্রশাসন বলতে কি বুঝ? বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোর রূপরেখা তুলে ধর।
প্রশ্ন॥৯॥বাংলাদেশে সমাজকল্যাণ কার্যাবলির প্রশাসনিক কাঠামো আলোচনা কর। বাংলাদেশে সমাজকল্যাণ কার্যাবলি বাস্তবায়নে প্রশাসনিক সমস্যাগুলো সংক্ষেপে লিখ।
প্রশ্ন।১০।বেসরকারি সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তার বিশেষ বিশেষ দায়িত্বগুলো আলোচনা কর।
প্রশ্ন॥১১৷প্রশাসন কী একটি গণতান্ত্রিক প্রক্রিয়া”- আলোচনা কর। গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে প্রশাসনকে সাহায্য করে?