পঞ্চম অধ্যায়, মুতাজিলা

ক-বিভাগ

কাদারিয়া ও জাবারিয়া পরবর্তীকালে কাদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে?
উত্তর : কাদারিয়া ও জাবারিয়া পরবর্তী কালে মুতাজিলা ও আশারীয়দের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে।
কাদারিয়া চিন্তাবিদের পথ অনুসরণ করে কোন সম্প্রদায়ের উদ্ভব ঘটে?
উত্তর : কাদারিয়া চিন্তাবিদদের পথ অনুসরণ করে এক বলিষ্ঠ মুতাজিলা সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
মুসলিম দর্শনে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবাদী সম্প্রদায় হিসেবে কোন চিন্তাবিদরা পরিচিত?
উত্তর : মুসলিম দর্শনে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবাদী সম্প্রদায় হিসেবে মুতাজিলা চিন্তাবিদরা পরিচিত।
‘আহলুল ই’তিজাল’ কাদেরকে বলা হয়?
উত্তর : ‘আহলুল ই’তিজাল’ মুতাজিলাদেরকে বলা হয়।
বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কীয় মতবাদ প্রচার করেন কারা?
উত্তর : বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কীয় মতবাদ প্রচার করেন মুতাজিলারা।
যদি কোন মুসলমান কবিরা গুনাহ করে ইমাম তাকে কী বলেন?
উত্তর : যদি কোন মুসলমান কবিরা গুনাহ করে ইমাম তাকে মোনাফেক বলেন।
ইমামের দল পরিত্যাগ করেন কে?
উত্তর : ইমামের দল পরিত্যাগ করেন ওয়াসিল বিন আতা।
.ওয়াসিল বিন আতা কোথায় বসে তার মতামত ব্যক্ত করতে আরম্ভ করেছিলেন?
উত্তর : ওয়াসিল বিন আতা মসজিদের এক প্রান্তে বসে তার মতামত ব্যক্ত করতে আরম্ভ করেছিলেন।
ওয়াসিল বিন আতার প্রতিষ্ঠিত সম্প্রদায় কী নামে পরিচিত হয়?
উত্তর : ওয়াসিল বিন আতার প্রতিষ্ঠিত সম্প্রদায় মুতাজিলা নামে পরিচিত হয়।
মুতাজিলা সম্প্রদায়ের নামকরণ সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন কে?
উত্তর : মুতাজিলা সম্প্রদায়ের নামকরণ সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন অধ্যাপক ন্যালিনো (Prof. Nallino)।
প্রজ্ঞার উপর অত্যধিক গুরুত্ব আরোপ করার জন্য কারা হাসান আল বসরির দল পরিত্যাগ করেছেন?
উত্তর : প্রজ্ঞার উপর অত্যধিক গুরুত্ব আরোপ করার জন্য মুতাজিলারা হাসান আল-বসরির দল পরিত্যাগ করেছেন।
ইসলামের মৌল শিক্ষা তাওহীদের বিশুদ্ধতা রক্ষার জন্য কারা আজীবন সংগ্রাম করে গেছেন?
উত্তর : ইসলামের মৌল শিক্ষা তাওহীদের বিশুদ্ধতা রক্ষার জন্য মুতাজিলা চিন্তাবিদরা আজীবন সংগ্রাম করে গেছেন।
কুরআনের শিক্ষা থেকেই কোন সম্প্রদায়ের উৎপত্তি ঘটেছে।
উত্তর : কুরআনের শিক্ষা থেকেই মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ঘটেছে।
মুতাজিলা সম্প্রদায়ের পণ্ডিতরা কাদের অধীনে শিক্ষা লাভ করেছিলেন?
উত্তর : মুতাজিলা সম্প্রদায়ের পণ্ডিতরা ফতেমীয়দের অধীনে শিক্ষা লাভ করেছিলেন।
কাদের নাম সোনালি আভায় দীপ্তিমান?
উত্তর : ওয়াসিল বিন আতা ও আমর ইবনে উবায়িদের নাম সোনালি আভায় দীপ্তিমান।
কুরআন শিক্ষার যৌক্তিক ব্যাখ্যা কোন সম্প্রদায়ের প্রধান উপজীব্য?
উত্তর : কুরআন শিক্ষার যৌক্তিক ব্যাখ্যা মুতাজিলা সম্প্রদায়ের প্রধান উপজীব্য।
মুসলিম কানুনশাস্ত্রের কয়টি উৎস?
উত্তর : মুসলিম কানুন শাস্ত্রের চারটি উৎস।
মুসলিম কানুন শাস্ত্রের চারটি উৎসের নাম কী?
উত্তর : মুসলিম কানুন শাস্ত্রের চারটি উৎসের নাম হলো : ১. কুরআন ২. হাদিস ৩. ইজমা ও ৪. কিয়াস।
উমাইয়া শাসনের শেষ ভাগেই কোন সম্প্রদায় শক্তিশালী চিন্তাগোষ্ঠীতে পরিণত হয়?
উত্তর : উমাইয়া শাসনের শেষ ভাগেই মুতাজিলা সম্প্রদায় শক্তিশালী চিন্তাগোষ্ঠীতে পরিণত হয়।
মদপান ও দুর্নীতি নিম্নস্তরে নেমে যান কে?
উত্তর : নদপান ও দুর্নীতির নিম্নস্তরে নেমে যান খলিফা ওয়ালিদ।
খলিফা ওয়ালিদের মদপান ও দুর্নীতির জন্য কে বিদ্রোহ ঘোষণা করেন?
উত্তর : খলিফা ওয়ালিদের মদপান ও দুর্নীতির জন্য তাঁর পুত্র ইয়াজিদ বিদ্রোহ ঘোষণা করেন।
যুদ্ধে বন্দি হয়ে নিহত হন কে?
উত্তর : যুদ্ধে বন্দি হয়ে নিহত হন ওয়ালিদ।
ওয়ালিদের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন কে?
উত্তর : ওয়ালিদের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করে ইয়াজিদ।
কার শাসনকালে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে?
উত্তর : আব্বাসীয় শাসনকালে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে।
মুতাজিলা মতবাদ কাদের চঞ্চল করে তোলে?
উত্তর : মুতাজিলা মতবাদ গোঁড়া মুসলমানদের চঞ্চল করে তোলে।
মুতাজিলা মতবাদের সমর্থন করেন না কে?
উত্তর : মুতাজিলা মতবাদের সমর্থন করেন না হারুন-অর-রশিদ।
আবুল হুদায়েল ও ইব্রাহিম বিন সাইয়ার নাজ্জাম কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন।
উত্তর : আবুল হুদায়েল ও ইব্রাহিম বিন সাইয়ার নাজ্জাম মুতাজিলা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন।
কারা মুতাজিলা মতবাদকে জনপ্রিয় করে তোলে?
উত্তর : আবুল হুদায়েল ও ইব্রাহিম বিন সাইয়ার নাজ্জাম চিন্তাবিদ মুতাজিলা মতবাদকে জনপ্রিয় করে তোলে।
মুতাজিলা মতবাদ সাম্রাজ্যের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বিস্তৃত হয়ে পড়ে কার রাজত্বকালে?
উত্তর : মুতাজিলা মতবাদ সাম্রাজ্যের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বিস্তৃত হয়ে পড়ে খলিফা আল-মামুে রাজত্বকালে।
বিভিন্ন বিতর্কে কারা জয়লাভ করতেন?
উত্তর : বিভিন্ন বিতর্কে মুসলমান পণ্ডিতরাই জয়লাভ করতেন।
মুতাজিলা চিন্তাবিদদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করেন কে কে?
উত্তর : মুতাজিলা চিন্তাবিদদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করেন মুতাসিম ও ওয়াসিক।
মুসলিম সাম্রাজ্যের প্রধান কাজীর পদে অধিষ্ঠিত ছিলেন কে?
উত্তর : মুসলিম সাম্রাজ্যের প্রধান কাজীর পদে অধিষ্ঠিত ছিলেন কাজী আহম্মদ বিন দাউদ ।
কুরআন ও হাদিসের দৃষ্টিতে কয়টি পথ নির্দেশিত হয়েছে?
উত্তর : কুরআন ও হাদিসের দৃষ্টিতে তিনটি পথ নির্দেশিত হয়েছে।
‘হলমুল কামাল’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘হলমুল কামাল’ গ্রন্থটির রচয়িতা হলেন শিবলী নোমানী।
কুরআন ও হাদীসের দৃষ্টিতে নির্দেশিত তিনটি পথ কী কী?
উত্তর : কুরআন ও হাদীসের দৃষ্টিতে নির্দেশিত তিনটি পথ হলো : (১) আকুল (প্রজ্ঞা), (২) নফল (প্রথা) এবং (৩)
কাশফ (অতীন্দ্রিয় অনুভূতি)।
‘কাশফ’ এর পথ আর প্রজ্ঞার পথে অগ্রসর হয়েছেন কারা?
উত্তর : ‘কাশফ’ এর পথ আর প্রজ্ঞার পথে অগ্রসর হয়েছেন মুতাজিলা চিন্তাবিদ ও দার্শনিকরা।
মুতাজিলা যতবাদ কয়টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তর : মুতাজিলা মতবাদ পাঁচটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত।
আকুল শব্দের অর্থ কী?
উত্তর : আক্কল শব্দের অর্থ হলো প্রজ্ঞা।
‘নফল’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘নফল’ শব্দের অর্থ হলো সামাজিক প্রথা।
‘কাশফ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘কাশফ’ শব্দের অর্থ হলো অতীন্দ্রিয় অনুভূতি।
আলাহর একত্ব বলতে কী বুঝায়?
উত্তর : আলাহর একত্ব বলতে বুঝায় আলাহ এক, অদ্বিতীয় এবং তার সাথে তুলনা হতে পারে এমন কিছুই নেই।
আলাহর একত্বে বিশ্বাস স্থাপন করে কারা?
উত্তর : আলাহর একত্বে বিশ্বাস স্থাপন করে সাধারণ মুসলমানরা।
আলাহর বিচার বলতে কী বুঝায়?
উত্তর : আলাহর বিচার বলতে বুঝায়, আলাহ ন্যায়বিচারক তিনি মানুষের সাথে যথোচিত ব্যবহার করে থাকেন।
মুতাজিলাদের মতে, আলাহর বিচার বলতে কী বুঝায়?
উত্তর : মুতাজিলাদের মতে, আলাহর বিচার বলতে বুঝায় যে, মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে।
ওয়াদা ভঙ্গ করেন না কে?
উত্তর : ওয়াদা ভঙ্গ করেন না আলাহ ।
‘বিশ্বাসী’ শব্দটি কিসের?
উত্তর : ‘বিশ্বাসী’ শব্দটি সম্মানের।
আলাহর একত্ববাদের পূর্ণ প্রতিষ্ঠাই কাদের জীবনের পরম লক্ষ্য?
উত্তর : আলাহর একত্ববাদের পূর্ণ প্রতিষ্ঠাই মুতাজিলাদের জীবনের পরম লক্ষ্য।
সাধারণ মুসলমানরা কাদেরকে ইসলামের শত্রু বলে মনে করেন?
উত্তর : সাধারণ মুসলমানরা মুতাজিলা চিন্তাবিদদেরকে ইসলামের শত্রু বলে মনে করেন।
মুতাজিলা সম্প্রদায়ের পাঁচটি মূলনীতি থেকে কয়টি প্রধান মতবাদ উৎসারিত হয়েছে?
উত্তর : মুতাজিলা সম্প্রদায়ের পাঁচটি মূলনীতি থেকে পাঁচটি প্রধান মতবাদ উৎসারিত হয়েছে।
মুতাজিলা সম্প্রদায়ের প্রধান পাঁচ মতবাদগুলো কী কী?
উত্তর : মুতাজিলা সম্প্রদায়ের প্রধান পাঁচটি মতবাদগুলো হলো : (১) ঐশীওনাবলী, (২) কোরানের সৃজন, (৩
সেযাদার দর্শন, (৪) মানুষের ইচ্ছার স্বাধীনতা এবং (৫) অনিষ্টের স্বরূপ।
পাঁচটি মতবাদের মধ্যে কোন কোন মতবাদ প্রধান?
উত্তর : পাঁচটি মতবাদের মধ্যে আলাহর একত্ববাদ ও আলাহর বিচার মতবাদ প্রধান।
আলাহর একত্ববাদকে কেন্দ্র করে কয়টি মতবাদ নিঃসৃত হয়েছে?
উত্তর : আলাহর একত্ববাদকে কেন্দ্র করে তিনটি মতবাদ নিঃসৃত হয়েছে।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥মুতাজিলা সম্প্রদায় বলতে কী বুঝ?
প্রশ্ন॥২॥মুতাজিলারা মানুষের স্বাধীনতা বলতে কী বুঝেন?
প্রশ্ন॥৩॥মুতাজিলারা আল্লাহর দর্শন বলতে কী বুঝেন?
প্রশ্ন।৪।মুতাজিলা সম্প্রদায়ের মূলনীতিসমূহ লেখ।
প্রশ্ন।৫।ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ লেখ।
প্রশ্ন।৬।আল্লাহর গুণাবলি সম্পর্কে মুতাজিলাদের মতবাদ লেখ।
প্রশ্ন।৭।কুরআনের নিত্যতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ লেখ ।
প্রশ্ন।৮।মুতাজিলাদের বুদ্ধিবাদী বলা হয় কেন?
মুতাজিলারা বুদ্ধিবাদী কী না?

প্রশ্ন।৯।আল্লাহর গুণাবলি নিত্য না অনিত্য?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥২।মুতাজিলাদের মতবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
প্রশ্ন।৩।মুতাজিলাদের মূলনীতিসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥৪।ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুতাজিলাদের মত ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥মুতাজিলারা কেন নিজেদেরকে ‘তৌহিদের রক্ষক ও ন্যায়পরায়ণতার ধারক’ বলে দাবি করেন?
প্রশ্ন।৬।আল্লাহর গুণাবলি ও খোদাদর্শন সম্পর্কে মুতাজিলাদের মত ব্যাখ্যা ও বিশ্লেষণ কর।
প্রশ্ন॥৭॥মুতাজিলারা কী খোদার গুণাবলিকে অস্বীকার করেন? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন॥৮॥আল্লাহর গুণাবলি সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আলোচনা কর
প্রশ্ন॥৯॥খোদার দর্শন পেতে মুতাজিলাদের মতবাদ আলোচনা কর।
প্রশ্ন॥১০৷কুরআনের নিত্যতা ও দিব্যদর্শন সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আলোচনা কর।
প্ৰশ্ন৷১১৷ মুতাজিলা সম্প্রদায় কারা? কুরআনের নিত্যতা ও দিব্যদর্শন সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আলোচনা কর।