পঞ্চম অধ্যায়, বৌদ্ধ দর্শন

ক-বিভাগ

কখন বুদ্ধের আবির্ভাব হয়েছিল?
উত্তর : খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বুদ্ধের আবির্ভাব হয়েছিল।
প্রাচীন বৌদ্ধধর্মের সাফল্যের মূলে কী রয়েছে?
উত্তর : প্রাচীন বৌদ্ধধর্মের সাফল্যের মূলে রয়েছে বুদ্ধের জীবন ও তাঁর ব্যক্তিত্ব।
কিসের মধ্যে বৌদ্ধ ধর্ম মূর্তরূপ লাভ করেছে?
উত্তর : বুদ্ধের জীবন ও তাঁর কার্যকলাপের মধ্যেই বৌদ্ধধর্ম মূর্তরূপ লাভ করেছে।
গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : গৌতম বুদ্ধ হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে জন্মগ্রহণ করেন।
গৌতম বুদ্ধের জন্ম কত শতকে?
উত্তর : গৌতম বুদ্ধের জন্ম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।
সিদ্ধার্থ অর্থ কী?
উত্তর : সিদ্ধার্থ অর্থ যিনি নিজের উদ্দেশ্য সিদ্ধ করেছেন।
বুদ্ধের পরিবারের দেয়া নাম কী?
উত্তর : বুদ্ধের পরিবারের দেয়া নাম গৌতম।
গৌতম বুদ্ধের পিতার নাম কী?
উত্তর : গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন।
গৌতম বুদ্ধের মাতার নাম কী?
উত্তর : গৌতম বুদ্ধের মাতার নাম মায়া দেবী।
বুদ্ধের জন্মের কত দিন পর তাঁর মা মারা যান?
উত্তর : বুদ্ধের জন্মের সাত দিন পর তাঁর মা মারা যান।
গৌতমকে কে লালন পালন করেন?
উত্তর : গৌতমকে তাঁর বিমাতা লালন পালন করেন।
গৌতমের স্ত্রীর নাম কী।
উত্তর : গৌতমের স্ত্রীর নাম যশোধরা।
যশোধরার গর্ভে কী সন্তান জন্মগ্রহণ করে?
উত্তর : যশোধরার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করে।
গৌতমের পুত্রের নাম কী?
উত্তর : গৌতমের পুত্রের নাম রাহুল।
গৌতম ছোট বেলা থেকে কেমন ছিলেন?
উত্তর : গৌতম ছোট বেলা থেকে অত্যন্ত চিন্তাশীল ছিলেন।
কতদিন তপস্যা করার পর গৌতম বোধি লাভ করেন?
উত্তর : একাগ্রচিত্তে সাত সপ্তাহ তপস্যা করার পর গৌতম বোধি লাভ করেন।
বোধি মানে কী?
উত্তর : বোধি মানে ‘সত্যের জ্ঞান’।
গৌতম কত বছর ধরে সত্যোপলদ্ধীর বাণী প্রচার করেন?
উত্তর : গৌতম প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে সত্যোপলব্ধির বাণী প্রচার করেন।
বৌদ্ধ ধর্ম ও দর্শনের ভিত্তি কী?
উত্তর : গৌতম বুদ্ধের সত্যোপলব্ধির বাণী বৌদ্ধ ধর্ম ও দর্শনের ভিত্তি।
গৌতম বুদ্ধের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : জটিল তত্ত্বালোচনার গভীরে প্রবেশ না করে নীতি ও ধর্মের প্রচারই গৌতম বুদ্ধের উদ্দেশ্য ছিল।
কত বছর বয়সে গৌতম বুদ্ধ ইহলোক ত্যাগ করেন?
উত্তর : আশি বছর বয়সে গৌতম বুদ্ধ ইহলোক ত্যাগ করেন।
ত্রিপিটক কী ভাষায় লেখা?
উত্তর : ত্রিপিটক পালি ভাষায় লেখা।
পিটক শব্দের অর্থ কী?
উত্তর : পিটক শব্দের অর্থ পেটিকা বা ঝাঁপি।
কখন পিটকগুলো সংকলিত হয়?
উত্তর : আনুমানিক খ্রিস্টপূর্ব ২৪১ শতকে পিটকগুলো সংকলিত হয়।
বৌদ্ধ শাস্ত্রের কোন পিটক সবচেয়ে প্রাচীন?
উত্তর : বৌদ্ধ শাস্ত্রের পালিপিটক সবচেয়ে প্রাচীন।
পিটকের সংখ্যা কয়টি?
উত্তর : পিটকের সংখ্যা তিনটি।
পিটক তিনটির নাম লেখ।
উত্তর : পিটক তিনটির নাম হলো :
ক. বিনয়পিটক; খ. সুত্তপিটক এবং গ. অভিধম্ম পিটক।
বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুদের জীবনের মূলমন্ত্র কী?
উত্তর : সংযত আচরণ, নিয়মনিষ্ঠা, নৈতিক শুচিতা বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুদের জীবনের মূলমন্ত্র ।
বিনয় পিটকের বিনয় কথাটির অর্থ কী?
উত্তর : বিনয় পিটকের বিনয় কথাটির অর্থ আচার।
বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য, সাধনা ও ফল সম্বন্ধে কোন পিটকে আলোচনা আছে?
উত্তর : বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য, সাধনা ও ফল সম্বন্ধে সুত্তপিটকে আলোচনা আছে ।
সুত্ত কথাটির সাধারণ অর্থ কী?
উত্তর : সুত্ত কথাটির সাধারণ অর্থ হলো সংক্ষিপ্ত বচন।
সুত্ত পিটকের কয়টি বিভাগ আছে?
উত্তর : সুত্ত পিটকের পাঁচটি বিভাগ আছে।
সুত্ত পিটকের বিভাগগুলো লিখ।
উত্তর : সুত্ত পিটকের বিভাগগুলো হলো : ক. দীর্ঘনিকায়; খ. মঝঝিম-নিকায়; গ. অঙ্গুত্তরনিকায়; ঘ. সংযুক্তিনিকায় এবং ঙ. খুদ্দকনিকায়।
বিভিন্ন দার্শনিক মত সুত্ত পিটকের কোন অংশে সন্নিবিষ্ট হয়েছে?
উত্তর : বিভিন্ন দার্শনিক মত সুত্ত পিটকের দীর্ঘনিকায় অংশে সন্নিবিষ্ট হয়েছে।
অঙ্গত্তরণিকায় কী রয়েছে?
উত্তর : অঙ্গুত্তরনিকায় বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে।
সুত্তপিটকের সংযুক্তনিকায় কিসের বিবরণ রয়েছে?
উত্তর : সুত্তপিটকের সংযুক্তনিকায় জাতকের গল্প ও বুদ্ধের মূলনীতির বিবরণ রয়েছে।
দুটি প্রধান বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের নাম লিখ।
উত্তর : দুটি প্রধান বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের নাম হলো : ক. হীনযান এবং খ. মহাযান।
হীনযানের প্রসার কোথায় ঘটেছিল?
উত্তর : হীনযানের প্রসার ঘটেছিল সিংহলো, ব্রহ্মদেশ ও শ্যামদেশে।
মহাযানের প্রসার ঘটেছিল কোথায়?
উত্তর : তিব্বত, চীন ও জাপানে মহাযানের প্রসার ঘটেছিল।
হীনযানের ধর্মসাহিত্য কোন ভাষায় লিখিত?
উত্তর : হীনযানের ধর্মসাহিত্য পালি ভাষায় লিখিত।
মহাযানের ধর্মসাহিত্য কোন ভাষায় লিখিত?
উত্তর : মহাযানের ধর্মসাহিত্য সংস্কৃত ভাষায় লিখিত।
বুদ্ধদেব কেমন সাধক ছিলেন?
উত্তর : বুদ্ধদেব সত্যদ্রষ্টা সাধক ছিলেন।
বুদ্ধদেবের জীবনের লক্ষ্য ও ব্রত কী ছিল?
উত্তর : মানুষ দুঃখের হাত থেকে কিভাবে পরিত্রাণ লাভ করতে পারে সেই উপায় নির্দেশ করাই ছিল বুদ্ধদেবের জীবনের লক্ষ্য ও ব্রত।
বুদ্ধদেবের কাছে প্রধান জিজ্ঞাসা কী ছিল?
উত্তর : দুঃখের হাত থেকে কিভাবে চিরমুক্তি লাভ করা যায় এই জিজ্ঞাসায় ছিল বুদ্ধদেবের কাছে প্রধান জিজ্ঞাসা।
দুঃখ কী?
উত্তর : যা ইচ্ছা করে লাভ করা যায় না তাই দুঃখ ।
সংক্ষেপে দুঃখময় কী?
উত্তর : সংক্ষেপে যা কিছু আসক্তি প্রসূত তাই দুঃখময়।
সংসারে জীব কিসের অধীন?
উত্তর : সংসারে জীব ব্যাধি, জরা ও মৃত্যুর অধীন।
কোনটি বাসনা সৃষ্টি করে?
উত্তর : মানুষের কামনাই বাসনার সৃষ্টি করে।
কোনটি মানুষের মনে দুঃখ উৎপন্ন করে?
উত্তর : কামনার অপরিপূর্ণতাই মানুষের মনে দুঃখ উৎপন্ন করে।
বুদ্ধদেব প্রচারিত প্রথম সত্যের মূলকথা কী?
উত্তর : এই সংসারে নিরবচ্ছিন্ন দুঃখ কোথাও সুখ নেই, কোথাও আনন্দ নেই, এই হলো বুদ্ধদেব প্রচারিত প্রথম সত্যের মূলকথা।

খ-বিভাগ

প্রশ্ন।১।গৌতম বুদ্ধের পরিচয় দাও।
প্রশ্ন।২।প্রথম যুগের বৌদ্ধধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
প্রশ্ন।৩।বৌদ্ধ মহাসঙ্গীতি কী?
প্রশ্ন॥৪॥বোধিসত্ত্বের আদর্শ কী?
প্রশ্ন॥৫॥বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের উদ্ভবের কারণ কী?
প্রশ্ন।৬।গৌতম বুদ্ধের তত্ত্বালোচনা বিরোধী মনোভাবের পরিচয় দাও।
প্রশ্ন॥৭॥বৌদ্ধ দর্শনের প্রধান ধারাগুলো সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।৮।মানব জীবনে আর্যসত্যের গুরুত্ব কতটুকু?
প্রশ্ন।৯৷বৌদ্ধ দর্শনের যে কোন একটি আর্যসত্য সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।১০।বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১১।বৌদ্ধধর্ম সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷১২।বাংলাদেশের দার্শনিক ঐতিহ্যে বৌদ্ধ দর্শনের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।

প্রশ্ন॥১৩৷গৌতম বুদ্ধ মানুষের ধর্ম বলতে কী বুঝিয়েছেন?
প্রশ্ন।১৪।বৌদ্ধ দর্শনে চারটি আর্যসত্য লিখ।
প্রশ্ন।১৫।দুঃখের কারণ আছে”-উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৬।দুঃখের নিবৃত্তি আছে”-উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৭৷বৌদ্ধ দর্শনে নির্বাণ কী?
প্রশ্ন॥১৮।নির্বাণের প্রকৃতি বা স্বরূপ সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৯।নির্বাণ ও মহানির্বাণের মধ্যে পার্থক্য কী?
প্ৰশ্ন৷২০৷বৌদ্ধ দর্শনে নির্বাণ লাভের উপায় কী?
প্রশ্ন৷২১৷৷বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ কী?
প্রশ্ন৷২২৷বৌদ্ধ দর্শনে কর্মবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৩৷বৌদ্ধ দর্শনে প্রতীত্য সমুৎপাদবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৪৷বৌদ্ধ দর্শনে ক্ষণিকত্ববাদ বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৫৷বৌদ্ধ দর্শনে অনাত্মবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৬।বুদ্ধদেবের নৈতিক উপদেশাবলির অন্তর্নিহিত দার্শনিক তত্ত্বগুলো সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷৷ত্রিপিটক কী?
প্ৰশ্ন৷২৮৷ বৌদ্ধ দর্শনে দ্বাদশ নিদান সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২৯৷বুদ্ধদেবই ঈশ্বর’ সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।৩০৷বৌদ্ধ দর্শনের সনাতন আত্মার ধারণা সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন৷৩১৷ঈশ্বর সম্পর্কে গৌতম বুদ্ধের মতামত ব্যক্ত কর।
প্ৰশ্ন৷৩২।গৌতম বুদ্ধের নৈতিক শিক্ষাগুলো কী কী?
প্রশ্ন।৩৩৷বৌদ্ধ মহাযান সম্প্রদায় কারা?
প্ৰশ্ন৷৩৪৷বৌদ্ধধর্মে হীনযান সম্প্রদায় বলতে কী বুঝ?
প্রশ্ন৷৩৫৷৷ হীনযান ও মহাযান সম্প্রদায়ের মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৩৬৷ বৌদ্ধধর্মের মহাযান শাখার নতুন ধারণাগুলো সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৭৷সম্যক দৃষ্টি ও সম্যক সংকল্প বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৩৮৷৷সম্যক বাক্ ও সম্যক কর্মান্ত বলতে কী বুঝ?
প্রশ্ন॥৪০।সম্যক স্মৃতি ও সম্যক সমাধি বলতে কী বুঝ?

প্রশ্ন৷৪১।সম্যক সমাধি বলতে কী বুঝ?
প্রশ্ন।৪২।বৌদ্ধ দর্শনে মাধ্যমিক শূন্যবাদ কী?
প্রশ্ন।৪৩।বৌদ্ধ দর্শনে যোগাচার বিজ্ঞানবাদ কী?
প্রশ্ন॥৪৪৷বৌদ্ধ দর্শনে বাহ্যানুমেয়বাদ কী?
প্রশ্ন॥৪৫।বৌদ্ধ দর্শনে বৈভাষিক সম্প্রদায়ের বাহ্য-প্রত্যক্ষবাদ কী?
প্রশ্ন।৪৬।সৌত্রান্তিক ও বৈভাষিক সম্প্রদায়ের পার্থক্য সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৪৭৷বৌদ্ধ দর্শনে মাধ্যমিক সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন।১।গৌতম বুদ্ধের জীবনবৃত্তান্ত আলোচনা
কর।
প্রশ্ন॥২॥বৌদ্ধ দর্শনের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন।৩।বৌদ্ধ দর্শনের চারটি আর্যসত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন॥৪॥নৈতিক শিক্ষায় বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৫॥বৌদ্ধ দর্শনে নির্বাণের প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে বিভিন্ন মতবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন৷৬।বৌদ্ধ দর্শনের মতে নির্বাণ বলতে কী বুঝ? নির্বাণের প্রকৃতি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৭॥বৌদ্ধদর্শনে নির্বাণ বলতে কী বুঝায়? এ নির্বাণ লাভের উপায়গুলো আলোচনা কর।
প্রশ্ন৷৮।বৌদ্ধ দর্শনের দ্বাদশ নিদান বা ভবচক্র ব্যাখ্যা কর।

প্রশ্ন।৯।নির্বাণ বলতে গৌতমবুদ্ধ কী বুঝিয়েছেন? এ প্রসঙ্গে তাঁর অষ্টাঙ্গিক মার্গ সূত্রটি ব্যাখ্যা কর।
প্রশ্ন।১০।বৌদ্ধ দর্শনে অষ্টমার্গ বলতে কী বুঝ? বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন।১১৷প্রতীত্য সমুৎপাদ নামক বৌদ্ধ মতবাদটি ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১২৷বৌদ্ধদর্শনের কর্মবাদ আলোচনা কর।
প্রশ্ন।১৩।বৌদ্ধদর্শনের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৪।বৌদ্ধদর্শনের প্রত্যক্ষতত্ত্ব ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৫।বৌদ্ধ ক্ষণিকতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
প্রশ্ন।১৬।বৌদ্ধ অনাত্মবাদ সমালোচনাসহ আলোচনা কর।
প্রশ্ন॥১৭৷সর্বব্যাপক পরিবর্তনবাদ ও অনিত্যবাদ এবং অনাত্মবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন৷১৮।অনুমান সম্পর্কে বৌদ্ধদার্শনিক অভিমত ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১৯।বৌদ্ধদর্শনের যুক্তির স্থান সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷২০।বৌদ্ধধর্ম সম্প্রদায়সমূহ বিস্তারিতভাবে আলোচনা কর।
প্রশ্ন৷২১৷৷বৌদ্ধ দর্শনে হীনযান ও মহাযান সম্প্রদায়ের তুলনামূলক আলোচনা কর।
প্রশ্ন।২২।বৌদ্ধ দর্শনের মহাযান সম্প্রদায়ের মতামত ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২৩৷বৌদ্ধদর্শনে মাধ্যমিক সম্প্রদায়ের শূন্যবাদ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৪৷বৌদ্ধদর্শনে যোগাচার সম্প্রদায়ের বিজ্ঞানবাদ আলোচনা কর। বার্কলির আত্মগত ভাববাদের সাথে বিজ্ঞানবাদের পার্থক্য দেখাও।
প্রশ্ন।২৫।সৌত্রান্তিক সম্প্রদায়ের বাহ্যানুমেয়বাদ আলোচনা কর।
প্রশ্ন৷২৬।বৌদ্ধদর্শনে বৈভাষিক সম্প্রদায়ের বাহ্যপ্রত্যক্ষবাদ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷সৌত্রান্তিক ও বৈভাষিক সম্প্রদায়ের পার্থক্য আলোচনা কর।