পঞ্চম অধ্যায়,প্রকল্প

ক বিভাগ

প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হলো Hypothesis.
প্রকল্পের অন্য নাম কী?
উত্তর : প্রকল্পের অন্য নাম অনুকল্প ।
প্রকল্প কী?
উত্তর : সমাধানযোগ্য এবং প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলা হয়।
গুইগান (Guigan) এর মতে, প্রকল্প কী?
উত্তর : গুইগান (Guigan) এর মতে, “দুইটি সুনির্দিষ্ট চলের মধ্যকার সরলতর ও প্রমাণযোগ্য সম্পর্ক প্রকাশ বা কোন অনুমানকেই বলে প্রকল্প।”
ক্রাইডার এর মতে, প্রকল্প কী?
উত্তর : ক্রাইডার এর মতে, “প্রকল্প হলো একাধিক চলের মধ্যকার কার্যকারণ সম্পর্ক স্থাপন সম্পর্কিত এক ধরনের বৈজ্ঞানিক প্রস্তাবনা।”
মনোবিজ্ঞানী বেইলী (Baily) এর মতে, প্রকল্প কী?
উত্তর : মনোবিজ্ঞানী বেইলী (Baily) এর মতে, “প্রকল্প হলো এক ধরনের প্রস্তাবনা যাকে পরীক্ষণীয় আকারে উপস্থাপন করা হয় এবং যা (দুই বা ততোধিক) চলের মধ্যকার নির্দিষ্ট সম্পর্ক সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করে।”
প্রকল্প কত প্রকার ও কী কী?
উত্তর : প্রকল্প ছয় প্রকার। যথা- ১. বর্ণনামূলক প্রকল্প, ২. সম্পর্কমূলক প্রকল্প, ৩. পরিসংখ্যানিক প্রকল্প, ৪. সাধারণ প্রকল্প, ৫. জটিল প্রকল্প ও ৬. নাস্তি প্রকল্প।
বর্ণনামূলক প্রকল্প কী?
উত্তর : যখন কোন প্রকল্পের প্রকৃতি বর্ণনামূলক হয় তখন তাকে বর্ণনামূলক প্রকল্প বলে।
সম্পর্কমূলক প্রকল্প কী?
উত্তর : যখন দুটি চলের মধ্যকার সম্পর্ককে সরাসরি উপস্থাপন করার মাধ্যমে প্রকল্প তৈরি করা হয় তখন তাকে সম্পর্কমূলক প্রকল্প বলে।
পরিসংখ্যানিক প্রকল্প কী?
উত্তর : যে প্রকল্প পরিসংখ্যানিক বৈশিষ্ট্যের দ্বারা সংখ্যাতাত্ত্বিকভাবে প্রমাণ করা সম্ভব হয় তাকে পরিসংখ্যানিক বলে।
সাধারণ প্রকল্প কী?
উত্তর : যে প্রকল্প গঠনে কোন নিয়ম মেনে চলতে হয় না তাকে সাধারণ প্রকল্প বলে।
জটিল প্রকল্প কী?
উত্তর : যখন কোন প্রকল্প দুটি চলের পরিবর্তে দুই এর অধিক চল নিয়ে কাজ করে তখন সেই প্রকল্পকে জটিল প্রকল্প বলে।
নাস্তি প্রকল্প কী?
উত্তর : যে প্রকল্পে দুটি চলের মধ্যে পার্থক্য নেই। পরীক্ষণের মাধ্যমে উক্ত ধনাত্মকর্তাকে ঋণাত্মকভাবে প্রমাণ করাকে নাস্তি প্রকল্প বলে।
প্রকল্পের উৎসগুলো কী কী?
উত্তর : প্রকল্পের উৎসগুলো হলো – ১. তত্ত্ব, ২. সাদৃশ্যপূর্ণতা, ৩. বাস্তব অভিজ্ঞতা, ৪. অন্তর্দৃষ্টি, ৫. সংশ্লিষ্ট গবেষণা ও লোক প্রজ্ঞা।
গবেষণার ক্ষেত্রে কিসের বাধ্যবাধকতা নেই?
উত্তর: গবেষণার ক্ষেত্রে প্রকল্পের বাধ্যবাধকতা নেই।
কিসের উদ্দেশ্যে প্রকল্প প্রণয়ন করা হয়?
উত্তর : সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রকল্প প্রণয়ন করা হয়।
সমস্যার সমাধানকল্পে প্রকল্পে কী সম্পর্কে অনুমান করা হয়?
উত্তর : সমস্যার সমাধানকল্পে প্রকল্পে ধারণাগত উপাদান বা সম্পর্ক সম্পর্কে অনুমান করা হয়।
প্রকল্পের প্রণয়ন কিসের সূচনা করে?
উত্তর : প্রকল্পের প্রণয়ন গবেষণামূলক অনুধ্যানের সূচনা করে।
প্রকল্পের নির্ণায়কগুলো কী কী?
উত্তর : প্রকল্পের নির্ণায়কগুলো হলো- ১. বিষয়বস্তুগত নির্ণায়ক, ২. উদ্দেশ্যমূলক নির্ণায়ক, ৩. নক্শাগত নির্ণায়ক ও ৪. ফলাফলগত নিৰ্ণায়ক।
কার্যকরী ও বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ পরিচালনা করতে গেলে কী গ্রহণ করা প্রয়োজন?
উত্তর : কার্যকরী ও বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ পরিচালনা করতে গেলে একটি ভালো প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।
পরীক্ষণের কলাকৌশল মূল্যায়নের মাপকাঠিতে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর : পরীক্ষণের কলাকৌশল মূল্যায়নের মাপকাঠিতে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রকল্প সত্যায়নের কয়টি যৌক্তিক পদক্ষেপ রয়েছে?
উত্তর : প্রকল্প সত্যায়নের চারটি যৌক্তিক পদক্ষেপ রয়েছে।
সমস্যা সমাধানের একটি অবিচ্ছেদ্য অংশ কী?
উত্তর : সমস্যা সমাধানের একটি অবিচ্ছেদ্য অংশ হলো প্রকল্প।
প্রকল্পে কয়টি চলের সম্পর্ক সম্বন্ধে উক্তি করা হয়?
উত্তর : প্রকল্পে দুইটি চলের সম্পর্ক সম্বন্ধে উক্তি করা হয়।
প্রকল্পে কয় ধরনের উক্তি আছে ও কী কী?
উত্তর : প্রকল্পে তিন ধরনের উক্তি আছে। যথা: ১. বিশ্লেষণাত্মক উক্তি, ২. পরস্পরবিরোধী বা স্ববিরোধী উক্তি ও ৩. সংশ্লেষণাত্মক উক্তি।

খ বিভাগ

প্রশ্ন॥১॥ প্রকল্প বলতে কী বুঝ?
প্রশ্ন।।২।। প্রকল্পের প্রকারভেদ লিখ
প্রশ্ন৷।৩৷৷ প্রকল্পের উৎসগুলো লিখ।
প্ৰশ্ন৷॥৪॥ প্রকল্পের ব্যবহারিক সমস্যা বলতে কী বুঝ?
প্রশ্ন॥৫॥ প্রকল্পের উৎস হিসেবে তত্ত্ব বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।৬।৷ প্রকল্পের উৎস হিসেবে অতীত গবেষণা ও ক্ষেত্র পর্যবেক্ষণ বলতে কী বুঝ?
প্রশ্ন॥৭॥ প্রকল্পের কার্যাবলি লিখ।
প্ৰশ্ন৷৷৮৷৷ প্রকল্পের সাথে তত্ত্বের সম্পর্ক লিখ।
প্রশ্ন।।৯৷। প্রকল্প পরীক্ষণের ধাপগুলো কী কী?
প্রশ্ন।।১০৷৷ প্রকল্পের নির্ণায়কগুলো লিখ।
প্রশ্ন॥১১৷৷ প্রকল্পের নীতিমালাগুলো লিখ
প্রশ্ন৷।১২।৷ প্রকল্পর প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ।

গ বিভাগ

প্রশ্ন।।১।। প্রকল্প কী? প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন।।২।। প্রকল্পের সংজ্ঞা দাও।প্রকল্পের উৎসসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।৩।। প্রকল্প বলতে কী বুঝ? প্রকল্পের কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ প্রকল্প কী? প্রকল্প পরীক্ষণের ধাপগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৫॥ প্রকল্প ও তত্ত্বের সংজ্ঞা দাও। তত্ত্বের সাথে প্রকল্পের সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন।।৬।। প্রকল্প কী? প্রকল্পের নীতিমালাগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৭॥ প্রকল্প কী? প্রকল্পের নির্ণায়কগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ প্রকল্প কী? প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা কর।