অথবা, নেতৃত্ব প্রক্রিয়ার উপাদানগুলো আলোচনা কর।
অথবা, নেতৃত্ব প্রক্রিয়ার কী কী উপাদান বিদ্যমান? আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : যে কোন সামাজিক ক্রিয়ারত পরিস্থিতিতেই নেতৃত্বের বিষয়টি দেখতে পাওয়া যায়। তাই সামাজিক জীবনে নেতৃত্ব একটি পরিচিত ও বহুল ব্যবহৃত প্রত্যয়। যে কোন দলীয় পরিস্থিতিতে দলের লক্ষ্য অর্জন ও সদস্যদের কার্যাবলি পরিচালনার জন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের দলের উপর প্রভাব বিস্তারকারী আচরণকে নেতৃত্ব (Leadership) বলা হয়।
নেতৃত্ব প্রক্রিয়ার উপাদান : নেতৃত্বের উপাদানগুলোই নেতৃত্ব সম্পর্কিত যে কোন আলোচনার মূল। নেতৃত্ব একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় তিনটি উপাদান রয়েছে। যথা :
- The leader, with his or her characteristics including motivation, perception and resources related to the attainment of group goal.
- The followers, with their characteristics including motivation, perception and relevant resources.
- The situation, involving functions to be fulfilled desired goals, resources and other conditions.
উপসংহার : উপর্যুক্ত বিষয়গুলোর পাঠোদ্ধার করলেই দেখা যাবে যে, নেতৃত্ব প্রক্রিয়া মূলত নেতা, পরিস্থিতি ও অনুগামী এ তিনটি বিশেষ বিষয়ের উপর নির্ভর করে।